খলিফা বিন হামাদ আলে সানি

কাতারের প্রাক্তন আমির
(খলিফা বিন হামাদ আল থানি থেকে পুনর্নির্দেশিত)

শেখ খলিফা বিন হামাদ বিন আব্দুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আলে সানি (১৯৩২২০১৬) ছিলেন কাতারের একজন শাসক বা আমির[][] তিনি ১৯৭২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাতারের আমির ছিলেন। ২৭ জুন (১৯৯৫) তার বড় পুত্র হামাদ বিন খলিফা একটি রক্তপাতহীন প্রাসাদ অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে ক্ষমতা দখল করেন।[] তিনি ২০১৬ সালে তার নাতি বর্তমান আমির তামিম বিন হামাদের শাসনামলে মারা যান।

  • খলিফা বিন হামাদ আলে সানি
  • خليفة بن حمد آل ثاني
কাতারের আমির
রাজত্ব২২ ফেব্রুয়ারি, ১৯৭২ –২৭ জুন, ১৯৯৫
পূর্বসূরিআহমদ বিন আলী আলে সানি
উত্তরসূরিহামাদ বিন খলিফা আলে সানি
জন্ম(১৯৩২-০৯-১৭)১৭ সেপ্টেম্বর ১৯৩২
আল রাইয়ান, কাতার
মৃত্যু২৩ অক্টোবর ২০১৬(2016-10-23) (বয়স ৮৪)
দোহা, কাতার
রাজবংশআলে সানি
পিতাহামাদ বিন আব্দুল্লাহ আলে সানি
মাতাআয়েশা বিনতে খলিফা আল সুওয়াইদি
ধর্মসুন্নি ইসলাম

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "من هو أمير قطر الراحل الشيخ خليفة بن حمد آل ثاني؟"। ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২২ 
  2. "من "خليفة" إلى "تميم".. 48 عاما من انقلابات الأسرة الحاكمة في قطر"। ২২ ফেব্রুয়ারি ২০২০। 
  3. Hutchinson Encyclopedia