সেনাপতি জেলা
সেনাপতি জেলা (Pron:/ˌseɪnəˈpʌti/) উত্তর-পূর্ব ভারত-এর মণিপুর রাজ্যের একটি জেলা৷
সেনাপতি জেলা | |
---|---|
মণিপুরের জেলা | |
মণিপুরে সেনাপতির অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মণিপুর |
সদরদপ্তর | সেনাপতি |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | আউটার মণিপুর |
• বিধানসভা আসন | ৬ খন |
আয়তন | |
• মোট | ৩,২৭১ বর্গকিমি (১,২৬৩ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৪,৭৯,১৪৮ |
• জনঘনত্ব | ১৫০/বর্গকিমি (৩৮০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৪.১৩% |
• লিঙ্গানুপাত | ৯৫৯ |
যানবাহন নিবন্ধন | MN03[১] |
প্রধান মহাসড়ক | NH-39 |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাসেনাপতি জেলা ৯৩.২৯° ও ৯৪.১৫° পূর্ব দ্রাঘিমাংশ ও ২৪.৩৭° ও ২৫.৩৭° উত্তর অক্ষাংশে অবস্থিত৷ জেলাটির দক্ষিণে কংপকপি জেলা, পূর্বে উখরুল জেলা, পশ্চিমে তামেংলং জেলা ও উত্তরে নাগাল্যান্ডের কোহিমা ও ফেক জেলা অবস্থিত৷ এই জেলা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চে অবস্থিত। জেলাটির উষ্ণতা সর্বনিম্ন ৩.৪° সেলসিয়াস থেকে সর্বোচ্চ ৩৪.১° সেলসিয়াস হতে পারে৷
প্রশাসন
সম্পাদনাসেনাপতি মণিপুর রাজ্যের চতুর্থ বৃহৎ জেলা৷ এই জেলা উপায়ুক্ত (Deputy Commissioner)র অধীনে পরিচালিত হয়৷
সেনাপতি জেলাটি সাতটি মহকুমায় বিভক্ত:[২]
মহকুমা | সদর শহর | |
---|---|---|
১ | মাও-মারাম | তাডুবি |
২ | পাওমাতা | পাওমাতা |
৩ | পুরুল | পুরুল |
৪ | উইলং | উইলং |
৫ | চিলিভাই-ফাইবুং | ফাইবুং |
৬ | সং সং | সং সং |
৭ | লাইরৌচিং | লাইরৌচিং |
অর্থনীতি
সম্পাদনাকৃষি
সম্পাদনাসেনাপতি জেলার ৬৬.৪৩% ভূমি অরণ্য ও ২০% কৃষিভূমি৷ এই জেলায় উৎপাদন করা মূল শস্যগুলি হল ধান, গোমধান, আলু, বাঁধাকপি ও মাষজাতীয় শস্য৷ জেলাটির অধিকাংশ লোকই কৃষক৷
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের জনগণনা অনুসারে সেনাপতি জেলার মোট জনসংখ্যা ৪,৭৯,১৪৮ জন৷[৩] ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার দিক থেকে এই জেলার স্থান ৫৬৫৷[৩] জেলাটির জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০৯ জন৷[৩] ২০০১-২০১১ দশকে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ২৫.১৬% [৩] সেনাপতি জেলার প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৩৯ জন[৩] ও সাক্ষরতার হার ৭৫%৷[৩]
সেনাপতি জেলার অধিবাসীরা মূলত মাও নাগা, মারাম, পউমেই, থাংগাল, জেমেই, লিয়াংমেই, রংমেই (কাবুই), তাংকুল, মেইতেই, থাদউ, নেপালী, ভাইফেই, চোথে, চিরু, মারিং ইত্যাদি উপজাতির লোক৷
ভাষা
সম্পাদনাএই জেলায় প্রচলিত মূল ভাষাসমূহ হল:
- মাও ভাষা
- পওমাই ভাষা
- রংমেই ভাষা
- জেমি ভাষা
- লিয়াংলাদ
- জেমি ভাষা
- মারাম ভাষা
- খোইরাও ভাষা
- জিমি ভাষা
- ইনপুই ভাষা
- আঙ্গামী পশ্চুরী ভাষা
- চোকরি ভাষা
সংস্কৃতি
সম্পাদনাউৎসব
সম্পাদনাসেনাপতি জেলায় পালন করা প্রধান উৎসবসমূহ হল:
- চাগা গী:এই উৎসব ৩০ অক্টোবরের দিন লিয়াংমাই উপজাতির লোকরা পালন করে৷
- থৌনি: এই উৎসব পওমাই নাগা উপজাতির লোকরা ৫ জানুয়ারির দিন পালন করে৷
- লাওনি: এই উৎসব পওমাই নাগাদের কৃষির সঙ্গে জড়িত উৎসব৷ সাধারণত জুলাই মাসের শেষদিকে এই উৎসব পালন করা হয়৷
- চিথুনি: এই উৎসব ডিসেম্বর মাসে মাও নাগা রা ছয় দিনব্যাপী উদ্যাপন করে৷
- সালেনি: এই উৎসব কৃষির সঙ্গে জড়িত৷ জুলাই মাসে ধান রোয়ার সময় মাও নাগারা এই উৎসব উদ্যাপন করে৷
- পোংঘি: মারাম নাগা লোকরা জুলাই মাসে ধান রোয়ার সময় সাতদিন ধরে এই উৎসব পালন করে৷
- কাংঘি: এই উৎসব মারাম নাগারা ডিসেম্বর মাসে সাতদিন পর্যন্ত উদ্যাপন করে৷ পরম্পরাগত মল্লযুদ্ধ এই উৎসবের এক অন্যতম অঙ্গ৷
পর্যটন
সম্পাদনা- কওব্রু পর্বত : এই পর্বত মণিপুরের সর্বোচ্চ উচ্চতার পর্বত৷ এই পর্বত মেইটেই লোকদের জনবিশ্বাসে আরাধ্য দেবতা "কোউব্রু" র উপাসনার স্থল৷ এই পর্বতে অনেক সংখ্যক গুহা আছে৷
- কওব্রু লাইখা : কওব্রু লাইখা মণিপুরের একটি বিখ্যাত শিব মন্দির৷ এই মন্দিরটি ইম্ফল নদীর পাড়ে অবস্থিত৷ শিবরাত্রির দিন এই মন্দিরে অসংখ্য লোকের সমাগম হয়৷
- কংপকপি: সেনাপতি জেলার দ্বিতীয় বৃহৎ শহর৷ মূল অধিবাসী থাদও কুকী উপজাতিয় লোকগণ৷
- মাও দ্বার: মণিপুর-নাগাল্যান্ড সীমান্তে অবস্থিত এক পাহাড়িয়া স্থান৷