কলেজ স্ট্রিট (কলকাতা)
কলেজ স্ট্রিট হল মধ্য কলকাতার একটি ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত।[৩] কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারে অবস্থিত।[৪]
বইপাড়া | |
নামকরণ | হিন্দু কলেজ (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)[১] |
---|---|
দৈর্ঘ্য | ০.৯ কিমি ( | ০.৫৬ মাইল)
প্রস্থ | ৬৫ ফুট (গড়)[২] |
ডাক কোড | ৭০০০১২, ৭০০০৭৩ |
উত্তর প্রান্ত | বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট (পূর্বনাম: বউবাজার স্ট্রিট) |
গুরুত্বপূর্ণ সংযোগস্থল | মহাত্মা গান্ধী রোড (পূর্বনাম: হ্যারিসন রোড) |
দক্ষিণ প্রান্ত | বিধান সরণি (পূর্বনাম: কর্নওয়ালিস স্ট্রিট) |
নির্মাণ | |
অনুমোদিত | ১৮২১[১] |
নির্মাণ শুরু | ১৮২১[১] |
নির্মাণ সম্পন্ন | ১৮২২[১] |
অন্যান্য | |
যে জন্য পরিচিত | বিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশনা শিল্প ও বই বিক্রয় কেন্দ্র |
কারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |
বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র
সম্পাদনাকলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র। তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয়।[৩][৫] আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, রুপা অ্যান্ড কোং, দেব সাহিত্য কুটীর, সাহিত্যম, পত্র ভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনা সংস্থাগুলির প্রধান কার্যালয় এখানেই অবস্থিত। রাস্তার দুধারে বই-এর অনেক ছোটো ছোটো দোকান আছে। এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায়।[৩] স্মিথসোনিয়ান পত্রিকার একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়েছে, "...(কলেজ স্ট্রিট) আধ-কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা। এর দুপাশের ফুটপাথে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায়। এমনকি ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইংল্যান্ডে আউট-অফ-প্রিন্ট হয়ে যাওয়া অনেক বইই এখানে পাওয়া যায়।"[৬] যে বই কলেজ স্ট্রীট এ পাওয়া যাই না সেই বই এর কোনো অস্তিত্ব নাই বলা হয়.
স্বীকৃতি
সম্পাদনা২০০৭ সালে টাইম ম্যাগাজিন-এর "বেস্ট অফ এশিয়া" তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট।[৭]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাএই রাস্তার ধারে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (১৮১৮ সালে কলেজ হিসেবে প্রতিষ্ঠিত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত; উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান)
- কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭ সালে প্রতিষ্ঠিত, উপমহাদেশের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়)
- কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (১৮৫৭ সালে প্রতিষ্ঠিত, এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ)
- সংস্কৃত কলেজ (১৮২৪ সালে প্রতিষ্ঠিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ)
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (১৯৫৩ সালে প্রতিষ্ঠিত, ভারতের প্রথম এমবিএ পাঠের শিক্ষাকেন্দ্র)
- হেয়ার স্কুল (১৮১৮ সালে প্রতিষ্ঠিত)
- হিন্দু স্কুল (১৮১৭ সালে প্রতিষ্ঠিত)[৩][৫]
চিত্রশালা
সম্পাদনা-
ছুটির দিনে কলেজ স্ট্রিট
-
কলেজ স্ট্রিটে ৫ নং রুটের ট্রাম
-
কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল, পিছনে নির্মীয়মান "বর্ণপরিচয়" মলটি দৃশ্যমান।
-
কলকাতার কলেজ স্ট্রিটে ৪৯তম বাংলা রেজিমেন্টের সৈনিকদের স্মৃতিসৌধ, যারা প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছিলেন।
-
কলেজ স্কোয়ারের রাত্রিকালীন দৃশ্য
-
কলেজ স্কোয়ারের সুইমিং পুল
-
কলেজ স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট ক্রসিং
-
কলেজ স্কোয়ারের দৃশ্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ কলিকাতার রাজপথ: সমাজে ও সংস্কৃতিতে, দ্বিতীয় খণ্ড, অজিতকুমার বসু, আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ৫০৯
- ↑ কলিকাতার রাজপথ: সমাজে ও সংস্কৃতিতে, দ্বিতীয় খণ্ড, অজিতকুমার বসু, আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ৫০৭
- ↑ ক খ গ ঘ College Street or the Boi Para ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ নভেম্বর ২০১৩ তারিখে astrainfotech.org. Retrieved 24 March 2013
- ↑ Kolkata Heritage- College Street ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে westbengaltourism.gov.in. Retrieved 24 March 2013
- ↑ ক খ Kolkata's historical College Street 'Boi-Para' ceases to exist ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ নভেম্বর ২০২০ তারিখে webindia123.com. Retrieved 24 March 2013
- ↑ Hollick, Julian Crandall (১৯৯১)। "Amid Calcutta's poverty, there's no dearth of cultural wealth"। Smithsonian। 22 (4): 32–41। আইএসএসএন 0037-7333। অজানা প্যারামিটার
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ Press Trust of India (২৮ এপ্রিল ২০০৭)। "Mehrangarh Fort, College Street, figure in Time's Best of Asia"। The Statesman। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৫।