কলকাতা ফিল্ম সোসাইটি

সংস্থা

কলকাতা ফিল্ম সোসাইটি হল ভারতের দ্বিতীয় ফিল্ম সোসাইটি। এটি কলকাতা শহরে অবস্থিত। ১৯৪৭ সালে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত, আর পি গুপ্ত, বংশী চন্দ্রগুপ্ত ও অন্যান্যরা এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে মুক্তিপ্রাপ্ত সের্গেই আইজেনস্টাইন পরিচালিত দ্য ব্যাটেলশিপ পোটেমকিন ছবিটি সোসাইটিতে প্রদর্শিত প্রথম চলচ্চিত্র।[] পরবর্তীকালে এই সোসাইটি "দেশের সবচেয়ে বেশি চলচ্চিত্র-বোদ্ধা দর্শক"দের সোসাইটি হিসেবে খ্যাতি অর্জন করে।[][]

কলকাতা ফিল্ম সোসাইটি
গঠিত৫ অক্টোবর, ১৯৪৭
উদ্দেশ্যফিল্ম সোসাইটি
অবস্থান
সম্পৃক্ত সংগঠনফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ ইন ইন্ডিয়া[]

কলকাতা ফিল্ম সোসাইটি ভারতের নিউ ওয়েভ সিনেমার এক গুরুত্বপূর্ণ অগ্রদূত। ভারতে ফিল্ম সোসাইটি আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই এই সোসাইটি বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার কাজে নিযুক্ত।[]

পাদটীকা

সম্পাদনা
  1. "Calcutta Film Society"। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৩ 
  2. Eastern Region : List of Societies ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০১১ তারিখে Federation of Film Societies of India website.
  3. Calcutta Film Society ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ নভেম্বর ২০১৩ তারিখে Satyajit Ray website.
  4. "The film fan frat"Business Standard। সেপ্টেম্বর ৪, ২০১০। 
  5. "The End"The Telegraph। মে ২৫, ২০০৮। 
  6. Armes, Roy (১৯৮৭)। Third World film making and the West। University of California Press। পৃষ্ঠা 118, 123। আইএসবিএন 0-520-05690-6