কথাশিল্প পাবলিশিং হাউস

কথাশিল্প হল ভারতের কলকাতার শ্যামাচরণ দে স্ট্রীটে অবস্থিত একটি প্রকাশনা সংস্থা। অবনীরঞ্জন রায় (১৯৩২-২০০৮) এবং ইন্দ্রনাথ মজুমদার সহ তার বন্ধুদের সহায়তার ১৯৫৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সেময়ে কলকাতার কট্টরপন্থী বুদ্ধিজীবী এবং চরম বামপন্থায় বিশ্বাসী শিল্পীদের মিলনস্থল ছিল। ত্রিশ বছরেরও বেশি সময় ধরে প্রকাশনার জগতে সুনাম অক্ষুন্ন রেখেছিল।

প্রতিষ্ঠা এবং ইতিহাস

সম্পাদনা

মূলত অবনী রঞ্জন রায়ের উদ্যোগে ১৯৫৯ খ্রিস্টাব্দে কথাশিল্প একটি প্রকাশনা সংস্থা, নাট্য ও লোকসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যএক সৃজনশীল কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ এর দশকে কথাশিল্প তিনটি বাংলা লিটল ম্যাগাজিন প্রকাশ করে। তন্মধ্যে উল্লেখযোগ্য বাংলা সাহিত্য ত্রৈমাসিক পত্রিকাটি হল নির্মাল্য আচার্য এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের যৌথ সম্পাদনায় এক্ষণ


১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে অবনীরঞ্জন রায়, ধীরেন রায়ের সহায়তায় অন্বেষা ("অনুসন্ধান") নামে একটি বিজ্ঞান মাসিক প্রকাশ করেন। রে ব্র্যাডবেরি , রিচার্ড শেকলি এবং আর্থার সি. ক্লার্কের মতো লেখকদের অনুবাদ করা লেখা অন্বেষা-র বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যায় স্থান পেত। ভারতের প্রখ্যাত রসায়নবিদ স্যার প্রফুল্ল চন্দ্র রায় এবং পদার্থবিজ্ঞানী ও উদ্ভিদ-পদার্থবিদ স্যার জগদীশ চন্দ্র বসুর রচনায় সমৃদ্ধ অন্বেষা-র বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছে।

কথাশিল্প'- র প্রকাশিত বইসমূহ ছিল বিভিন্ন ঘরানার।

১৯৯০-এর দশকে কথাশিল্প প্রকাশন সংস্থার সুনাম ধীরে ধীরে হ্রাস পায়। বিশ্বায়নের আগমনে এবং সাধারণভাবে বামপন্থার হতাশার কারণে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ পরিবর্তিত হয়। মন্টু দা-র স্বাস্থ্য ব্যর্থ হয় এবং অবশেষে ২০০৬ খ্রিস্টাব্দে কথাশিল্প'র মালিকানা বদল হয় এবং অল্প সময় পরে ২০০৮ খ্রিস্টাব্দে অবনীরঞ্জন রায়ের মৃত্যু হয়। তবে প্রতিষ্ঠানটি তার বিখ্যাত প্রতীকে একই অবস্থানে, কিন্তু এক নতুন ব্যবস্থাপনায়।

আরো দেখুন

সম্পাদনা