ওসমানগঞ্জ ইউনিয়ন
ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন
ওসমানগঞ্জ বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন।
ওসমানগঞ্জ | |
---|---|
ইউনিয়ন | |
১নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ওসমানগঞ্জ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৩′৩০.০০০″ উত্তর ৯০°৪২′৪৫.০০০″ পূর্ব / ২২.২২৫০০০০০° উত্তর ৯০.৭১২৫০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | ভোলা জেলা |
উপজেলা | চরফ্যাশন উপজেলা |
আয়তন | |
• মোট | ২,৮৮২ হেক্টর (৭,১২২ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২২,৮৭৭ |
• জনঘনত্ব | ৭৯০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৯ ২৫ ৯৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও অবস্থান
সম্পাদনাওসমানগঞ্জ ইউনিয়নের আয়তন ৭,১২২ একর।[১] এ ইউনিয়নের দক্ষিণে জিন্নাগড় ইউনিয়ন, পূর্বে চরফ্যাশন পৌরসভা ও আছলামপুর ইউনিয়ন এবং পশ্চিমে আমিনাবাদ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাওসমানগঞ্জ ইউনিয়ন চরফ্যাশন উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চরফ্যাশন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৮নং নির্বাচনী এলাকা ভোলা-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]
- হাসানগঞ্জ
- ওসমানগঞ্জ
- উত্তর ফ্যাশন
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৮৭৭ জন। এর মধ্যে পুরুষ ১১,৪৪২ জন এবং মহিলা ১১,৪৩৫ জন। মোট পরিবার ৫,১২৩টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানগঞ্জ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.২%।[১] এ ইউনিয়নে রয়েছে:
- সরকারী প্রাথমিক বিদ্যালয় –৫টি
- রেজিঃ প্রাথমিক বিদ্যালয় -৭টি
- দাখিল মাদ্রাসা –৪টি
- এবতেদায়ী মাদ্রাসা - ১২টি
- কওমী মাদ্রাসা –১০টি
- আনন্দ স্কুল –১৬টি
- ব্র্যাক স্কুল –৩০টি
- মসজিদ সংলগ্ন মক্তব ৪০টি
- কলেজ –২টি[৩]
অর্থনীতি
সম্পাদনাএখানকার মানুষ কৃষি সহ বিভিন্ন কুটির শিল্পের উপর নির্ভরশীল।
অন্যান্য
সম্পাদনা- কমিউনিটি ক্লিনিক –৩টি ।
- ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিক –১টি ।
- মসজিদ –৩৫টি ।
- মন্দির -৭টি । [৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রসাশনিক এলাকা"। ২৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "শিক্ষা"। ১৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
- ↑ "অন্যান্য"। ১৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |