ওয়ার্ন-মুরলীধরন ট্রফি
ওয়ার্ন–মুরলীধরন ট্রফি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট সিরিজ। ট্রফিটি দুই কিংবদন্তি স্পিন বোলার শেন ওয়ার্ন[২] ও মুত্তিয়া মুরালিধরন-এর[৩] নামে নামাঙ্কিত। ২০০৭–০৮ সালের দ্বিপাক্ষিক সিরিজ থেকে এই ট্রফি সিরিজের বিজয়ীদের প্রদান করা হয়ে আসছে। এটি প্রতিদ্বন্দ্বিতার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নির্মিত হয়েছিল।[৪]
ওয়ার্ন–মুরলীধরন ট্রফি | |
---|---|
দেশ | অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা |
ব্যবস্থাপক | ক্রিকেট অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ক্রিকেট |
খেলার ধরন | টেস্ট ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ২০০৭–০৮ (অস্ট্রেলিয়া) |
শেষ টুর্নামেন্ট | ২০১৮–১৯ (অস্ট্রেলিয়া) |
প্রতিযোগিতার ধরন | টেস্ট সিরিজ |
দলের সংখ্যা | ২ |
বর্তমান ট্রফি ধারক | অস্ট্রেলিয়া |
সর্বাধিক সফল | অস্ট্রেলিয়া (৪র্থ শিরোপা) |
সর্বাধিক রান | মাইকেল হাসি (৯৯৪) |
সর্বাধিক উইকেট | রঙ্গনা হেরাথ (৫৬)[১] |
২০২২ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর |
ইতিহাস
সম্পাদনাএই নামের সিরিজগুলি খেলার পূর্বে, যে সিরিজগুলি খেলা হয়েছিল সেগুলি নীচে তালিকাবদ্ধ করা হলো:
বছর | আয়োজক | টেস্ট | অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | ড্র | ফলাফল |
---|---|---|---|---|---|---|
১৯৮২–৮৩ | শ্রীলঙ্কা | ১
|
১
|
০
|
০
|
অস্ট্রেলিয়া |
১৯৮৭–৮৮ | অস্ট্রেলিয়া | ১
|
১
|
০
|
০
|
অস্ট্রেলিয়া |
১৯৮৯–৯০ | অস্ট্রেলিয়া | ২
|
১
|
০
|
১
|
অস্ট্রেলিয়া |
১৯৯২ | শ্রীলঙ্কা | ৩
|
১
|
০
|
২
|
অস্ট্রেলিয়া |
১৯৯৫–৯৬ | অস্ট্রেলিয়া | ৩
|
৩
|
০
|
০
|
অস্ট্রেলিয়া |
১৯৯৯ | শ্রীলঙ্কা | ৩
|
০
|
১
|
২
|
শ্রীলঙ্কা |
২০০৩–০৪ | শ্রীলঙ্কা | ৩
|
৩
|
০
|
০
|
অস্ট্রেলিয়া |
২০০৪ | অস্ট্রেলিয়া | ২
|
১
|
০
|
১
|
অস্ট্রেলিয়া |
মোট ১৮টি টেস্টের মধ্যে ১১টি অস্ট্রেলিয়া জিতেছিল, ১টি শ্রীলঙ্কা জিতেছিল ও ৬টি ড্র হয়েছিল।[৫]
ট্রফি
সম্পাদনাট্রফির গাত্রে উল্লেখিত বোলারদ্বয়ের ক্রিকেট বল ধরে থাকা অবস্থায় ডান হাতের বল করার ভঙ্গিটি চিহ্নিত রয়েছে।[৬] শ্রীলঙ্কা ক্রিকেট ট্রফির নামের জন্য প্রথম আবেদন জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে; তারা ট্রফির নাম দুই দেশের দুজন বিখ্যাত বোলারের নামে করতে চেয়েছিল।[৭] ক্রিকেট অস্ট্রেলিয়া ও এই আবেদন গ্রহণ করে ও সমর্থন জানায়। ট্রফি উন্মোচনের পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়,
...অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ খেলা হবে এমন চিরস্থায়ী পুরস্কারের জন্য, যাতে বিশ্ব ক্রিকেট ইতিহাসের দুই সেরা বোলার তাদের নাম ধার দিয়েছেন।[৮]
সিরিজ তালিকা
সম্পাদনাসিরিজ | বছর | আয়োজক | প্রথম ম্যাচ | মোট ম্যাচ | অস্ট্রেলিয়া জয়ী | শ্রীলঙ্কা জয়ী | ড্র | সিরিজের সেরা খেলোয়াড় | সিরিজ ফলাফল |
সিরিজ শেষে ধারক |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ২০০৭–০৮ | অস্ট্রেলিয়া | ৮ নভেম্বর ২০০৭ | ২ | ২ | ০ | ০ | ব্রেট লি | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া |
২ | ২০১১ | শ্রীলঙ্কা | ৩১ আগস্ট ২০১১ | ৩ | ১ | ০ | ২ | মাইকেল হাসি | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া |
৩ | ২০১২–১৩ | অস্ট্রেলিয়া | ১৪ ডিসেম্বর ২০১২ | ৩ | ৩ | ০ | ০ | মাইকেল ক্লার্ক | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া |
৪ | ২০১৬ | শ্রীলঙ্কা | ২৬ জুলাই ২০১৬ | ৩ | ০ | ৩ | ০ | রঙ্গনা হেরাথ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা |
৫ | ২০১৮–১৯ | অস্ট্রেলিয়া | ২৪ জানুয়ারি ২০১৯ | ২ | ২ | ০ | ০ | প্যাট কামিন্স | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া |
৬ | ২০২২ | শ্রীলঙ্কা | ২৯ জুন ২০২২ | ২ |
অস্ট্রেলিয়ার টেস্ট জয় (ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত) | শ্রীলঙ্কার টেস্ট জয় (ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত) | ড্র |
---|---|---|
৮ | ৩ | ২ |
সময়-সরণী
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Statistics / Statsguru / HMRKB Herath / Test matches, সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৭
- ↑ "Warne-Muralidaran Trophy unveiled"। ABC News। ১৫ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০।
- ↑ Blake, Martin (৮ নভেম্বর ২০০৭)। "Under Murali's deadly spell"। The Age। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Warne-Murali trophy goes on the line"। ABC News। ৩ নভেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০।
- ↑ "Sri Lanka vs Australia in tests"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "New Warne-Muralidaran Test trophy announced"। cricket.com.au। Cricket Australia। ১৯ সেপ্টেম্বর ২০০৮। ৩ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০।
- ↑ "Sri Lanka want Aussies to fight for Warne-Murali Trophy"। ABC News। ৩১ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০।
- ↑ Cricinfo staff (৩ নভেম্বর ২০০৭)। "Teams will battle for Warne-Muralitharan Trophy"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১০।