ওয়াদ
'ওয়াদ (আরবী: ود) প্রাকইসলামী যুগের একজন উপাস্য দেবতা। ওয়াদ ছিলেন মিনীয় প্যাগানদের চাঁদের দেবতা। সাপকে ওয়াদের প্রতীক হিসেবে বিশ্বাস করা হতো। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে [নুহ] এর সময়ে ওয়াদের কথা বলা হয়েছে।
আর তারা বলেছিলো- তোমরা দেবদেবীকে কিছুতেই পরিত্যাগ করো না, আর পরিত্যাগ করো না ওয়াদকে, এবং সুওয়াকে না, আর নয় ইয়াগুস ও ইয়াউক এবং নসরকে। সুরা নুহ(২৩ আয়াত)[১]
মক্কা বিজয়ের পর মুহাম্মদ (সঃ০ এর নির্দেশ খালিদ বিন ওয়ালিদ ওয়াদের মন্দির ধ্বংস করে দেন। মন্দির ধ্বংসে যারা বাঁধা দেন তিনি তাদেরকে হত্যা করেন।[২][৩]
বই
সম্পাদনাহিশাম ইবনে আল কালবি লিখিত কিতাব আল-আসনাম (দেবতাদের বই) এ ওয়াদের কথা বর্ণনা করা হয়েছে।
তথ্য উৎস
সম্পাদনা- ↑ সুরা নুহ, আয়াত ২৩, আল কুরআন
- ↑ William Pickthall, Marmaduke (১৯৬৭)। Islamic culture, Volume 9। Islamic Culture Board। পৃষ্ঠা 191। আইএসবিএন 978-1-142-49174-1। Original is from the University of Virginia
- ↑ ibn al Kalbi, Hisham (১৯৫২)। The book of idols: being a translation from the Arabic of the Kitāb al-asnām। Princeton University Press। পৃষ্ঠা 48। এএসআইএন B002G9N1NQ।