সুওয়া
কুরআনে (৭১:২৩) 'সুওয়া'কে হযরত নূহ (আ.) এর সময়কার একজন দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আর তারা বলেঃ তোমরা তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না; আর ওয়াদ্দ, সুওয়া', ইয়াগূস, ইয়াঊক ও নাসরকেও পরিত্যাগ করো না। (কুরআন ৭১:২৩)
আহমদীয়া সম্প্রদায়ের মাওলানা মুহাম্মদ আলী এই আয়াতের উপর নিম্নলিখিত ব্যাখ্যা যোগ করেছেন:
এখানে যেসব মূর্তির নাম দেওয়া হয়েছে সেগুলো নবী মুহাম্মদ (সা.) এর সময় আরবে প্রচলিত ছিল। এ কারণে, কিছু সমালোচক এটিকে যুগ-উপযোগী নয় (এনাক্রোনিজম) বলে আখ্যা দেন। [...] ইবনে আব্বাসের মতে, নূহ (আ.) এর জাতির পূজিত মূর্তিগুলো আরবরাও পূজা করত। 'ওয়াদ্দ' এর পূজা করত قبيلة كلب (কালব গোত্র), 'সুওয়া' এর পূজা করত قبيلة هذيل (হুযাইল গোত্র), 'ইয়াগূস' এর পূজা করত قبيلة مراد (মুরাদ গোত্র), 'ইয়াঊক' এর পূজা করত قبيلة همدان (হামাদান গোত্র) এবং 'নাসর' এর পূজা করত قبيلة حمير (হিময়ার গোত্র) (বুখারী ৬৫:১৭১, ১)। ভাষ্যকাররা বলেন, 'ওয়াদ্দ' এর পূজা করা হতো একজন পুরুষের রূপে, 'সুওয়া' এর পূজা করা হত একজন নারীর রূপে, 'ইয়াগূস' এর পূজা করা হত সিংহের রূপে, 'ইয়াঊক' এর পূজা করা হত ঘোড়ার রূপে এবং 'নাসর' এর পূজা করা হত ঈগলের রূপে।[১]
'সুওয়া' এর মন্দির ধ্বংস
হযরত মুহাম্মদ (সা.) এর নির্দেশে হিজরী ৮ সনের ৯ম মাসে (জানুয়ারী ৬৩০ খ্রিস্টাব্দে) আমর ইবনে আল-আসের অভিযানের সময় 'সুওয়া' দেবতার মন্দির ধ্বংস করা হয়।[২][৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Maulana Muhammad Ali. The Holy Qur'an, with English Translation and Commentary; 2002 edition (আইএসবিএন ০-৯১৩৩২১-০১-X). The quoted text appears in Ali's footnote on 71:23a (page 1138).
- ↑ List of Battles of Muhammad ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৭-২৬ তারিখে
- ↑ The sealed nectar, By S.R. Al-Mubarakpuri, Pg256
- ↑ "Later, in the same month, ‘Amr bin Al-‘As was sent ", Witness-Pioneer.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-০৯-২৭ তারিখে