ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ

ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ (ইংরেজি: OFC Champions League) বা সংক্ষেপে ও-লিগ ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা। ওএফসি এর পরিচালক। ১৯৮৭ সালে এই প্রতিযোগিতাটি ওশিয়ানিয়া ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে চালু হয়। পরে ২০০৭ সালে বর্তমান নাম ধারণ করে।

ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ
প্রতিষ্ঠিত১৯৮৭; ৩৭ বছর আগে (1987)
অঞ্চলওশিয়ানিয়া (ওএফসি)
দলের সংখ্যা১৬ (গ্রুপ পর্ব)
১৮ (মোট)
(১১টি অ্যাসোসিয়েশন থেকে)
উন্নীতফিফা ক্লাব বিশ্বকাপ
বর্তমান চ্যাম্পিয়ননিউজিল্যান্ড অকল্যান্ড সিটি (২০২৪)
সবচেয়ে সফল দলনিউজিল্যান্ড অকল্যান্ড সিটি (১২টি শিরোপা)
ওয়েবসাইটওএফসি
২০২৪ ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ

প্রথম চারটি মৌসুমে টানা ৪টি অস্ট্রেলীয় ক্লাব জয়লাভ করে। ২০০৬ সাল থেকে, ১৫ বার নিউজিল্যান্ডীয়, ১ বার পাপুয়া নিউগিনীয় ও ১ বার নিউ ক্যালেডোনীয় ক্লাব জিতেছেন।

বর্তমান ট্রফিটি তৈরী করেছেন ব্রিটিশ প্রস্তুতকারক টমাস লাইট।[]

ওশিয়ানিয়া ক্লাব চ্যাম্পিয়নশিপ

সম্পাদনা
বছর বিজয়ী ফলাফল রানার্স-আপ স্টেডিয়াম দর্শক সংখ্যা দল সংখ্যা অ্যাসোসিয়েশন সংখ্যা
১৯৮৭   অ্যাডিলেড সিটি ১–১
(৪–১ পে.)
  ইউনিভার্সিটি মাউন্ট ওয়েলিংটন হিন্ডমার্শ স্টেডিয়াম, অ্যাডিলেড ৩,৫০০
১৯৯৯   দক্ষিণ মেলবোর্ন ৫–১   নাদি প্রিন্স চার্লস পার্ক, নাদি ১০,০০০
২০০১   উলুংগং উলভস ১–০   টাফেয়া লয়েড রবসন স্টেডিয়াম, পোর্ট মোর্সবি ৩,০০০ ১১ ১১
২০০৫   সিডনি এফসি ২–০   এএস ম্যাজেন্টা স্তাদে প্যাটার, পিরায়ে ৪,০০০ ১৩ ১২
২০০৬   অকল্যান্ড সিটি ৩–১   এএস পিরায়ে নর্থ হারবার স্টেডিয়াম, অকল্যান্ড ২,০০০ ১১ ১০

ওএফসি চ্যাম্পিয়ন্স লিগ

সম্পাদনা
মৌসুম বিজয়ী ফলাফল রানার্স-আপ মাঠ দর্শক দলসংখ্যা অ্যাসোসিয়েশন
২০০৭ ওয়াইটেকারে ইউনাইটেড   ২–১   বা   গোবিন্দ পার্ক, বা ১০,০০০
০–১   মাউন্ট স্মার্ট স্টেডিয়াম, অকল্যান্ড ৯,০০০
২–২ (অ্যা) ১৯,০০০
২০০৭–০৮ ওয়াইটেকারে ইউনাইটেড   ১–৩   কোসা   লসন তামা স্টেডিয়াম, হোনিয়ারা ২০,০০০
৫–০   ট্রাস্টস স্টেডিয়াম, ওয়াইটেকারে সিটি ৬,০০০
৬–৩
২৬,০০০
২০০৮–০৯ অকল্যান্ড সিটি   ৭–২   কোলোআলে   লসন তামা স্টেডিয়াম, হোনিয়ারা ২০,০০০
২–২   কিউইটি স্ট্রিট, অকল্যান্ড ১,২৫০
৯–৪
২১,২৫০
২০০৯–১০ হেকারি ইউনাইটেড   ৩–০   ওয়াইটেকারে ইউনাইটেড   পিএমআরএল স্টেডিয়াম, পোর্ট মোর্সবি ১৫,০০০
১–২   ফ্রেড টেলর পার্ক, অকল্যান্ড ৩,০০০
৪–২
১৮,০০০
২০১০–১১ অকল্যান্ড সিটি   ২–১   অ্যামিকেল   মিউনিসিপ্যাল স্টেডিয়াম, পোর্ট ভিলা ৭,৯২৫
৪–০   কিউইটিয়া স্ট্রিট, অকল্যান্ড ৩,০০০
৬–১
১০,৯২৫
২০১১–১২ অকল্যান্ড সিটি   ২–১   আস তেফানা   কিউইটিয়া স্ট্রিট, অকল্যান্ড ১,৫০০
১–০   স্টেড লুই গ্যানিভেট, ফাআ ১,৯০০
৩–১
৩,৪০০০
২০১২–১৩ অকল্যান্ড সিটি   ২–১   ওয়াইটেকারে ইউনাইটেড   মাউন্ট স্মার্ট স্টেডিয়াম, অকল্যান্ড ৩,০০০ ১২ ১১
২০১৩–১৪ অকল্যান্ড সিটি   ১–১   অ্যামিকেল   মিউনিসিপ্যাল স্টেডিয়াম, পোর্ট ভিলা ১০,০০০ ১৫ ১১
২–১   কিউইটিয়া স্ট্রিট, অকল্যান্ড ৩,০০০
৩–২
১৩,০০০
২০১৪–১৫ অকল্যান্ড সিটি   ১–১
(৪–৩ পে.)
  টিম ওয়েলিংটন   এএনজেইড স্টেডিয়াম, সুভা ৩,০০০ ১৫ ১১
২০১৬ অকল্যান্ড সিটি   ৩–০   টিম ওয়েলিংটন   কিউবিই স্টেডিয়াম, অকল্যান্ড ১,৫০০ ১৫ ১১
২০১৭ অকল্যান্ড সিটি   ৩–০   টিম ওয়েলিংটন   কিউইটিয়া স্ট্রিট, অকল্যান্ড ১,০০০ ১৮ ১১
২–০   ডেভিড ফারিংটন পার্ক, ওয়েলিংটন ১,০০০
৫–০
২, ০০০
২০১৮ টিম ওয়েলিংটন   ৬–০   লাউটোকা   ডেভিড ফারিংটন পার্ক, ওয়েলিংটন ১,২০০ ১৮ ১১
৪–৩   চার্চিল পার্ক, লাউটোকা ১,০০০
১০–৩ ২,২০০০
২০১৯ হিয়েনঘেন স্পোর্ট   ১–০   এএস ম্যাজেন্টা   স্টেড নুমা-ডেলি ম্যাজেন্টা, নুমিয়া ৭,০০০ ১৮ ১১
২০২০ ওশেনিয়ায় কোভিড-১৯ মহামারী কারণে প্রতিযোগিতা পরিত্যক্ত; উপাধি প্রদান করা হয়নি[]
২০২১ ওশেনিয়ায় কোভিড-১৯ মহামারী কারণে কোনও প্রতিযোগিতা করা হয়নি; উপাধি প্রদান করা হয়নি[]
২০২২ অকল্যান্ড সিটি   ৩–০   ভেনাস   এনগাহুয়ে রিজার্ভ, অকল্যান্ড ৪০০ ১৪
২০২৩ অকল্যান্ড সিটি   ৪–২   সুভা   মিউনিসিপ্যাল স্টেডিয়াম, পোর্ট ভিলা ৫,৪২০ ১৮ ১১
২০২৪ অকল্যান্ড সিটি   ৪–০   এস পিরায়ে   স্তাদে প্যাটার, পিরায়ে ৮১৯ ১৮ ১১

পরিসংখ্যান

সম্পাদনা

দেশের ভিত্তিতে

সম্পাদনা
দেশ বিজয়ী রানার্স-আপ
  নিউজিল্যান্ড ১৫
  অস্ট্রেলিয়া
  নতুন ক্যালিডোনিয়া
  পাপুয়া নিউগিনি
  তাহিতি
  ফিজি
  ভানুয়াতু
  সলোমন দ্বীপপুঞ্জ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. New silverware awarded for victors ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-১২-০৮ তারিখে
  2. "OFC Champions League 2020 cancelled"। Oceania Football Confederation। ৪ সেপ্টেম্বর ২০২০। 
  3. "OFC competitions calendar rescheduled"। Oceania Football Confederation। ৪ জুন ২০২১।