এ জে স্টাইলস

আমেরিকান কুস্তিগীর

এলেন নিল জোন্স[] (জন্ম: জুন ২, ১৯৭৭),[১০] একজন মার্কিন পেশাদার কুস্তিগির যিনি তার রিং নাম এজে স্টাইলস নামে অধিক পরিচিত। (এ.জে. স্টাইলসও লেখা হয়) তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই র ব্র্যান্ডে রেসলিং করেন।[]

এ জে স্টাইলস
এপ্রিল ২০১৮ সালে এ জে স্টাইলস
জন্ম নামএলেন নিল জোন্স
জন্ম (1977-06-02) জুন ২, ১৯৭৭ (বয়স ৪৭)
মেরিন কর্পস বেস ক্যাম্প লেজুনি, জ্যাকসনভিল, উত্তর ক্যারোলিনা, মার্কিন যুক্তরাষ্ট্র[]
বাসস্থানগেইন্সভিল, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[]
শিক্ষা প্রতিষ্ঠানএন্ডারসন বিশ্ববিদ্যালয়[]
দাম্পত্য সঙ্গীওয়েন্ডি জোন্স (বি. ২০০০)[]
সন্তান[]
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামএয়ার স্টাইলস[]
এ.জে. স্টাইলস[]
এজে স্টাইলস[][]
মি. অলিম্পিয়া[]
কথিত উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[]
কথিত ওজন২১৮ পা (৯৯ কেজি)[]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
গেইন্সভিল, জর্জিয়া[]
প্রশিক্ষকরিক মাইকেলস[]
অভিষেক১৯৯৮[]

স্টাইলস বেশ অনেকদিন ধরেই পেশাদার রেসলিং জগতের অন্যতম সেরা কুস্তিগির হিসেবে গণ্য হয়ে আসছেন।[১১] ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিংয় সার্কিটে (টিএনএ) কুস্তি করে তিনি অধিক পরিচিতি লাভ করেন। টিএনএর সবচেয়ে জনপ্রিয় কুস্তিগির হওয়ায় তিনি সেই সার্কিটে মি. টিএনএ নামে অধিক পরিচিত ছিলেন।[] যখন তিনি টিএনএতে ছিলেন, স্টাইলস ৩ বার এনডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ২ বার ইমপ্যাক্ট রেসলিং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। এছাড়াও তিনি ইমপ্যাক্ট রেসলিং এক্স ডিভিশন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী টাইটেলটি করায়ত্ত করেন, তিনি এই চ্যাম্পিয়নশিপটি মোট ৬ বার জয়লাভ করেন। স্টাইলস হচ্ছেন প্রথম পেশাদার কুস্তিগির যিনি টিএনএ ট্রিপল মুকুট (৫ বার) এবং টিএনএ গ্র্যান্ডস্ল্যাম (২ বার) জয়লাভ করেছেন। ২০১০ সালে, টিএনএর সাথে সংযুক্ত প্রথম কুস্তিগির হিসেবে তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটরের (পিডাব্লিইআই) পিডাব্লিউই৫০০ তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তিনি একই সাথে ২০০২-২০০৬ সালে রিং অফ অনার সার্কিটেও (আরওএইচ) কুস্তি করেছেন। উক্ত সময়ে তিনি আরওএইচ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন (অ্যামাজিং রেডের সাথে) এবং আরওএইচ পিওর চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম কুস্তিগির হন। ২০১৪ সালে, তিনি নিউ জাপান প্রো-রেসলিংয়ের (এনজেপিডাব্লিউ) সাথে সংযুক্ত হন। সেখানে তিনি তার প্রথম ম্যাচেই সার্কিটটির সর্বোচ্চ টাইটেল আইডাব্লিউজিপি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। পরবর্তীতে তিনি কুস্তি ইতিহাসের অন্যতম প্রভাবশালী স্টেবল বুলেট ক্লাবের দলনেতার আসন দখল করেন।[১২][১৩] এছাড়াও তিনি নানা স্বাধীন সার্কিটের বিভিন্ন প্রমোশনে কুস্তি করেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি টাইটেল জিতেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল: পিডাব্লিউজি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আরপিডাব্লিউ ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ

স্টাইলস সর্বপ্রথম ডাব্লিউডাব্লিউএফে (তখন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন নামে পরিচিত ছিল) যোগদান করেন ২০০২ সালে, কিন্তু পরবর্তীতে তিনি ডাব্লিউডাব্লিউই ত্যাগ করেন কারণ তখন তাকে ডাব্লিউডাব্লিউইর উন্নয়নমূলক সংস্থায় রেসলিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর ২০১৬ সালে, তিনি ডাব্লিউডাব্লিউইর সাথে আবারও চুক্তিতে আবদ্ধ হন এবং ২০১৬ সালের জানুয়ারি মাসে রয়্যাল রাম্বলে তিনি পুনরায় অভিষেক করেন। তিনি উক্ত রাম্বল ম্যাচে ৩ নম্বর প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন। প্রথম উপস্থিতিতেই তিনি দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সমর্থন লাভ করেন। সেই বছরেরি এপ্রিল মাসে তিনি তার প্রথম রেসলম্যানিয়া ম্যাচ খেলেন। তিনি সেপ্টেম্বরে ব্যাকল্যাশে তার প্রথম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয়ের পূর্বে বেশ কয়েকটি প্রতি-দর্শনে-পরিশোধে মেইন ইভেন্ট করেছেন। তিনি উক্ত টাইটেলটিকে ২০১৭ সালের রয়্যাল রাম্বল পর্যন্ত ধরে রাখেন, উক্ত অনুষ্ঠানে জন সিনার কাছে পরাজিত হয়ে টাইটেলটি হারান। ২০১৬ সালে, তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটর এবং রেসলিং অবজার্ভার নিউজলেটার নামের দুটো পত্রিকার পাঠকদের ভোটে "বছরের সেরা 'কুস্তিগির' নির্বাচিত হন। তিনি ডাব্লিউডাব্লিউইতে এপর্যন্ত একবার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এবং দুইবারে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Phenomenal: The Best of A.J. Styles: Volume 2 (DVD)। TNA Home Video। ২০০৭। 
  2. "Wrestler's Colleges"pwwew.net। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ 
  3. Morrow, Brendan (জানুয়ারি ২৫, ২০১৭)। "Wendy Jones, AJ Styles' Wife: 5 Fast Facts You Need to Know"Heavy.com। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০১৭ 
  4. Amato, Laura (জানুয়ারি ২৮, ২০১৬)। "AJ Styles: 5 Fast Facts You Need to Know"Heavy.com। সংগ্রহের তারিখ আগস্ট ২০, ২০১৬ 
  5. "AJ Styles"। onlineworldofwrestling। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭ 
  6. "AJ Styles"WWE। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬ 
  7. Powell, Jason (২০১০-০১-২৬)। "Torch Talk Flashback: A.J. Styles (2002) – talks brief WCW run, trying out for WWE in front of Ric Flair, origins in wrestling"। PWTorch। সংগ্রহের তারিখ ২০১০-০১-২৭ 
  8. "A.J Styles bio"TNA Wrestling। ২০১১-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৮ 
  9. Milner, John। "A.J Styles' bio"Slam WrestlingCanadian Online Explorer। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৫ 
  10. "The Phenomenal One"। A.J. Styles official website। ২০১১-০৯-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-২২  Note: Birth date appears only on archived version of site.
  11. Moore, Michael (সেপ্টেম্বর ১, ২০১৬)। "Where to Find Top Cards of 2016's Veteran Breakout Stars"Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১১, ২০১৬ 
  12. "AJ's Schedule"। Ajstyles.org। ২০১৪। সংগ্রহের তারিখ জুন ১৭, ২০১৪ 
  13. Johnson, Mike (ডিসেম্বর ৩০, ২০১৩)। "AJ Styles - Ring Of Honor Update And More Roh News"। PWInsider.com। সংগ্রহের তারিখ জুন ১৭, ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা