এ. টি. এম. আফজাল
বিচারপতি এ. টি. এম. আফজাল (জন্ম: ১ জুন ১৯৩৪) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ৮ ম প্রধান বিচারপতি।
মাননীয় প্রধান বিচারপতি এ. টি. এম. আফজাল | |
---|---|
৮ম বাংলাদেশের প্রধান বিচারপতি | |
কাজের মেয়াদ ১ মে ১৯৯৫ – ৩১ মে ১৯৯৯ | |
পূর্বসূরী | বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান |
উত্তরসূরী | বিচারপতি মোস্তফা কামাল |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জুন ১৯৩৪ দিনাজপুর জেলা, ব্রিটিশ ভারত (বর্তমান: বাংলাদেশ) |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
বাসস্থান | ঢাকা |
প্রাক্তন শিক্ষার্থী | দিনাজপুর জিলা স্কুল ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | আইন |
জীবিকা | আইনবিদ |
ধর্ম | ইসলাম |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাএ. টি. এম. আফজালের জন্ম ১৯৩৪ সালের ১ জুন তারিখে। তার পিতার নাম তাজউদ্দিন আহমেদ; তিনি দিনাজপুর জেলার প্রখ্যাত আইনজীবী ছিলেন।[১][২]
শিক্ষাজীবন
সম্পাদনাবিচারপতি আফজাল দিনাজপুর জিলা স্কুল থেকে ১৯৪৯ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন ও ১৯৫২ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৬ সালে স্নাতক ও ১৯৬০ সালে এল.এল.বি. ডিগ্রী লাভ করেন।[৩]
কর্মজীবন
সম্পাদনা১৯৬০ সালে আইনজীবী হিসেবে ঢাকা হাইকোর্টে যোগ দেয়া এ. টি. এম. আফজাল ১৯৭৭ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৮৫ সালে আপীল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।[৩]
১৯৯৫ সালের ৩০ এপ্রিল তারিখে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের অবসর গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের ৮তম প্রধান বিচারপতি হিসাবে এ. টি. এম. আফজালকে নিয়োগ প্রদান করেন[৪] এবং তিনি ১৯৯৫ সালের ১ মে তারিখে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ১৯৯৯ সালের ৩১ মে তারিখে ৬৫ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।
প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন।[৫][৬]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দিনাজপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব তাজউদ্দিন আহমদ"। ৬ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ "তাজউদ্দিন আহমদ - প্রধান বিচারপতি এ টি এম আফজাল তারই দেশগৌরব পুত্র"। ১৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ ক খ "সাবেক প্রধান বিচারপতি এ,টি,এম আফজাল"। ১৩ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫।
- ↑ "বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান - যার ভাষণে নিভেছিল '৯৬ এর রাজনৈতিক আগুন"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
- ↑ "বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ : একটি নাম ও একটি আদর্শ"। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-০৯।
- ↑ আইন কমিশনের চেয়ারম্যান।
বহি:সংযোগ
সম্পাদনা- বাংলাদেশের প্রধান বিচারপতি - বাংলাপিডিয়া হতে প্রাপ্ত নিবন্ধ।
- বাংলাদেশের প্রধান বিচারপতি যেভাবে নির্বাচন করা হয়।