এশিয়ান টিভি
বাংলাদেশের টেলিভিশন চ্যানেল
এশিয়ান টিভি হলো এশিয়ান গ্রুপের মালিকানাধীন উপগ্রহ-ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। এটি সাধারণ বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে।
এশিয়ান টিভি | |
---|---|
উদ্বোধন | ১৮ জানুয়ারি ২০১৩ |
মালিকানা | এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ |
চিত্রের বিন্যাস | এইচডিটিভি |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | জাতীয় ও আর্ন্তজাতিক |
প্রধান কার্যালয় | নিকেতন, গুলশান-১, ঢাকা |
ওয়েবসাইট | https://www.asiantv.com.bd/ |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
আকাশ ডিজিটাল টিভি | চ্যানেল ১৩৪ |
স্ট্রিমিং মিডিয়া | |
https://asiantv.com.bd/asian-tv-live/ | |
জাগোবিডি | https://jagobd.com/asiantv |
ইতিহাস
সম্পাদনাএশিয়ান টিভি শিল্পপতি হারুন-উর-রশিদ তার এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অংশ হিসাবে প্রতিষ্ঠা করেন, যার মধ্যে এশিয়ান রেডিও, এশিয়ান টেক্সটাইল, এশিয়ান ফ্যাব্রিকস এবং এশিয়ান ইয়ার ডাইংও অন্তর্ভুক্ত ছিল। চ্যানেলটি ২০১০ সালে বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স পায়। অনেক মান পরীক্ষামূলক সম্প্রচারের পর ১৮ জানুয়ারি ২০১৩ সালে চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে।[১] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ান টিভি'র উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান
সম্পাদনাজনপ্রিয় অনুষ্ঠান
সম্পাদনা- ডোরেমন- এপ্রিল ১, ২০১৪ থেকে শিশুদের জনপ্রিয় কার্টুন ডোরেমন বাংলায় ডাবিং সংষ্করণ সম্প্রচার হচ্ছে। ডাবিং সংষ্করণটিতে শিশুদের জন্য আপত্তিকর অংশগুলো বাদ দেয়া হয়।[২]
- সেলিব্রিটি লাউঞ্জ
- স্টার কমেডি শো
ধারাবাহিক নাটক
সম্পাদনা- অতিথি পাখি
- অবজেকশন বস
- মগের মুল্লুক
নাটক / টেলিফিল্ম
সম্পাদনাসান্ত্বনা দে, জোর যার মুল্লুক তার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পূর্ণাঙ্গ সম্প্রচারে এশিয়ান টিভি"। ২৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৩।
- ↑ "আজ থেকে বাংলায় "ডোরেমন""। দৈনিক সমকাল। এপ্রিল ১, ২০১৪। ১০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০১৮ তারিখে