এলওসি: কারগিল

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার চলচ্চিত্র

এলওসি: কারগিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র। জে.পি. ফিল্মসের ব্যানারে জে. পি. দত্তের প্রযোজনায় ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। তারকাবহুল এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন, আক্কিনেনি নাগার্জুনা, সুনীল শেট্টি, সাইফ আলি খান, করণ নাথ, অভিষেক বচ্চন, অক্ষয় খান্না, কারিনা কাপুর, রানী মুখার্জী, মনোজ বাজপেয়ী, আশুতোষ রানা, এশা দেওল, রবীনা ট্যান্ডন, প্রীতি জঙ্গিয়ানি, ও মহিমা চৌধুরী

এলওসি: কারগিল
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকজে. পি. দত্ত
প্রযোজকজে. পি. দত্ত
চিত্রনাট্যকারজে. পি. দত্ত
কাহিনিকারজে. পি. দত্ত
উৎসকারগিল যুদ্ধ
শ্রেষ্ঠাংশে
সুরকারআনু মালিক
চিত্রগ্রাহককরিম ক্ষত্রী
প্রযোজনা
কোম্পানি
জে পি ফিল্মস
মুক্তি
  • ২৫ ডিসেম্বর ২০০৩ (2003-12-25)
স্থিতিকাল২৫৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৩৩ কোটি[]
আয়৪৫.১৭ কোটি[]

চলচ্চিত্রটি ১৯৯৯ সালে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কারগিল যুদ্ধকালীন লাইন অব কনট্রোলের ভারতীয় অংশ থেকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত অপারেশন বিজয় নিয়ে নির্মিত হয়েছে। মুক্তির পর এলওসি সমালোচনামূলক ও ব্যবসায়িক দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। ২৫৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি ভারতে নির্মিত অন্যতম দীর্ঘ চলচ্চিত্র এবং দৈর্ঘ্যের দিক থেকে পঞ্চম দীর্ঘ চলচ্চিত্র।[][]

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • সঞ্জয় দত্ত - লেফটেন্যান্ট কর্নেল যোগেশ কুমার জোশি, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • অমিত বেহল - মেজর অজয় সিং জসরোতিয়া, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • আরমান কোহলি - মেজর বিকাশ বোহরা, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • শরদ কাপুর - মেজর এস. বিজয় ভাস্কর, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • মিলিন্দ গুনজী - মেজর রাজেশ আধাউ, আর্মি মেডিকেল কোর (১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলসে রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার হিসেবে সংযুক্ত)
  • অভিষেক বচ্চন - ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • নগেন্দর চৌধুরী - ক্যাপ্টেন নাগাপ্পা, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • বিক্রম সলুজা - ক্যাপ্টেন সঞ্জীব সিং জামওয়াল, আর্মি সার্ভিস কোর (১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলসে সংযুক্ত)
  • দীপরাজ রানা - সাব. রঘুনাথ সিং, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • সুনীল শেট্টি - আরএফএন. সঞ্জয় কুমার, ১৩ জম্মু ও কাশ্মীর রাইফেলস
  • সুদেশ বেরি - কর্নেল ললিত রাই, সিও, ১/১১ গোরখা রাইফেলস
  • মুকেশ তিওয়ারি - মেজর আমুল আস্তানা, ১/১১ গোরখা রাইফেলস
  • অজয় দেবগন - ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে, ১/১১ গোরখা রাইফেলস
  • পুরু রাজ কুমার - হাবিলদার ভিম বাহাদুর, ১/১১ গোরখা রাইফেলস
  • আশিষ বিদ্যার্থী - কর্নেল মাগোদ বাসাপ্পা রবীন্দ্রনাথ, সিও, ২ রাজপুতানা রাইফেলস
  • আক্কিনেনি নাগার্জুনা - মেজর পদ্মপাণি আচার্য, ২ রাজপুতানা রাইফেলস
  • হিমাংশু মালিক - মেজর বিবেক গুপ্ত, ২ রাজপুতানা রাইফেলস
  • দীপক জেঠি - মেজর মোহিত সাক্সেনা, ২ রাজপুতানা রাইফেলস
  • অমর উপাধ্যায় - ক্যাপ্টেন বিজয়ন্ত থাপর, ২ রাজপুতানা রাইফেলস
  • অবতার গিল - সাব. দিগেন্দ্র কুমার, ২ রাজপুতানা রাইফেলস
  • কিরণ কুমার - কর্নেল উমেশ সিং বাওয়া, সিও, ১৭ জাট রেজিমেন্ট
  • সঞ্জয় কাপুর - মেজর দীপক রামপাল, ১৭ জাট রেজিমেন্ট
  • আইয়ুব খান - মেজর পি.এস. জঙ্ঘু, ১৭ জাট রেজিমেন্ট
  • সাইফ আলি খান - ক্যাপ্টেন অনুজ নাইয়ার, ১৭ জাট রেজিমেন্ট
  • রোহিত রায় - ক্যাপ্টেন শশীভূষণ, ৩১৫ ফিল্ড রেজিমেন্ট, রেজিমেন্ট অব আর্টিলারি (১৭ জাট রেজিমেন্টে সংযুক্ত)
  • রাজ বব্বর - কর্নেল খুশল ঠাকুর, সিও, ১৮ গ্রেনাডিয়ার্স
  • মোহনিশ বেহল - লেফটেন্যান্ট কর্নেল রামকৃষ্ণন বিশ্বনাথন, টুআইসি, ১৮ গ্রেনাডিয়ার্স
  • করণ নাথ - মেজর রাজেশ সিং অধিকারী, ২ মেকানাইজড পদাতিক সৈন্য (১৮ গ্রেনাডিয়ার্সে সংযুক্ত)
  • বিনীত শর্মা - ক্যাপ্টেন সচিন আন্নারাও নিম্বলকর, ১৮ গ্রেনাডিয়ার্স
  • দেবাশীষ - ক্যাপ্টেন জয় দাসগুপ্ত, ১৮ গ্রেনাডিয়ার্স
  • অক্ষয় খান্না - লেফটেন্যান্ট বলওয়ান সিং, ১৮ গ্রেনাডিয়ার্স
  • মনোজ বাজপেয়ী - গ্রেনাডিয়ার যোগেন্দ্র সিং যাদব, ১৮ গ্রেনাডিয়ার্স
  • আশুতোষ রানা - গ্রেনাডিয়ার যোগেন্দ্র সিং যাদব, ১৮ গ্রেনাডিয়ার্স
  • শাহজাদ খান - সাব. জাকির হুসেন, ২২ গ্রেনাডিয়ার্স
  • আকবর নকবী - মেজর অজিত সিং
  • আশুতোষ ঝা
  • সুরেন্দ্র সিং
  • কারিনা কাপুর - সিমরান কৌর, অনুজ নাইয়ারের বাগদত্তা
  • রানী মুখার্জী - হেমা, মনোজ পাণ্ডের প্রেমিকা
  • রবীনা ট্যান্ডন - দীপক রামপালের স্ত্রী
  • প্রীতি জঙ্গিয়ানি - বলবান সিংয়ের বাগদত্তা
  • মহিমা চৌধুরী - রিনা যাদব, যোগেন্দ্র সিং যাদবের স্ত্রী
  • এশা দেওল - ডিম্পল চিমা, বিক্রম বাত্রার বাগদত্তা
  • ইশা কোপিকর - সান্তো, সঞ্জয় কুমারের বাগদত্তা
  • দিব্যা দত্ত - যোগেন্দ্র সিং যাদবের স্ত্রী
  • প্রিয়া গিল - চারুলতা আচার্য, পদ্মপাণি আচার্যের স্ত্রী
  • নম্রতা শিরোদকর - যোগেশ কুমার জোশির স্ত্রী
  • আকাঙ্ক্ষা মালহোত্রা - কিরণ অধিকারী, রাজেশ অধিকারীর স্ত্রী
  • মায়া আলাঘ - মনোজ পাণ্ডের মা

সঙ্গীত

সম্পাদনা

চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন আনু মালিক ও গীত লিখেছেন জাভেদ আখতার। সঙ্গীতের অ্যালবাম প্রকাশ করে সারেগামাবক্স অফিস ইন্ডিয়া অনুসারে অ্যালবামটির ১৫,০০,০০০ কপি বিক্রি হয়, যা সেই বছরের অষ্টম সর্বোচ্চ বিক্রীত অ্যালবাম।[]

সকল গানের গীতিকার জাভেদ আখতার; সকল গানের সুরকার আনু মালিক

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."প্যায়ার ভরে গীত"সোনু নিগম, শ্রেয়া ঘোষাল৯:২৩
২."ম্যাঁয় কাহিঁ ভি রাহুঁ"উদিত নারায়ণ, সোনু নিগম, রূপকুমার রাঠোড়, হরিহরণ, সুখবিন্দর সিং১২:৫২
৩."এক সাথী অউর ভি থা"সোনু নিগম৮:৩২
৪."সীমায়ে ভুলায়ে"অলকা ইয়াগনিক৭:৫৯
৫."খুশ রেহনা"রূপকুমার রাঠোড়৬:৩৫
৬."বিফোর উই ফরগেট"যন্ত্র৫:৪৬
মোট দৈর্ঘ্য:৫১:০৭

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক জে. পি. দত্ত মনোনীত []
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মনোজ বাজপেয়ী মনোনীত
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আনু মালিক মনোনীত
শ্রেষ্ঠ গীতিকার জাভেদ আখতার মনোনীত
আইফা পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা আশুতোষ রানা মনোনীত []
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মায়া আলাঘ মনোনীত
শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক মনোনীত
শ্রেষ্ঠ শব্দ পুনঃরেকর্ডিং লেসলি-আনন্দ থিয়েটার মনোনীত
স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আনু মালিক বিজয়ী []
বিশেষ জুরি পুরস্কার আনু মালিক বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "L.O.C Kargil – Movie – Box Office India"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  2. "LOC-Kagil: How `real'?"দ্য হিন্দু। ২০০৪-০১-১৮। ২০০৫-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  3. "Patriotic films to watch this Independence Day"ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  4. "Music Hits 2000–2009 (Figures in Units)"বক্স অফিস ইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Filmfare Awards Winners From 1953 to 2020"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  6. "IIFA Through the Years – IIFA 2004 : Singapore"আইফা। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  7. "The Winners For Screen-Videocon Best Music Director Award"। Awards and Shows 

বহিঃসংযোগ

সম্পাদনা