এর্নান ক্রেসপো
আর্জেন্টিনীয় ফুটবলার
এর্নান ক্রেসপো (স্পেনীয়: Hernán Crespo; জন্ম: ৫ জুলাই ১৯৭৫) একজন আর্জেন্টিনার পেশাদার ফুটবল কোচ এবং সাবেক খেলোয়াড়।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এর্নান ক্রেসপো | ||||||||||||||||
জন্ম | ৫ জুলাই ১৯৭৫ | ||||||||||||||||
জন্ম স্থান | ফ্লোরিডা, বুয়েনস আয়ার্স আর্জেন্টিনা | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৫ মি (৬ ফু ১ ইঞ্চি) | ||||||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | আল আইন (প্রধান কোচ) | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
১৯৯৩–১৯৯৬ | রিভার প্লেত | ৬২ | (২৪) | ||||||||||||||
১৯৯৬–২০০০ | পারমা | ১১৬ | (৬২) | ||||||||||||||
২০০০–২০০২ | লাজিও | ৫৪ | (৩৯) | ||||||||||||||
২০০২–২০০৩ | ইন্টার মিলান | ১৮ | (৭) | ||||||||||||||
২০০৩–২০০৮ | চেলসি | ৪৯ | (২০) | ||||||||||||||
২০০৪–২০০৫ | → এসি মিলান (ধার) | ২৮ | (১০) | ||||||||||||||
২০০৬–২০০৮ | → ইন্টার মিলান (ধার) | ৪৯ | (১৮) | ||||||||||||||
২০০৮–২০০৯ | ইন্টার মিলান | ১৪ | (২) | ||||||||||||||
২০০৯–২০১০ | জেনোয়া | ১৬ | (৫) | ||||||||||||||
২০১০–২০১২ | পারমা | ৪৬ | (১০) | ||||||||||||||
মোট | ৪৫৩ | (১৯৭) | |||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||
১৯৯৫–২০০৭ | আর্জেন্টিনা | ৬৪ | (৩৫) | ||||||||||||||
পরিচালিত দল | |||||||||||||||||
২০১৪–২০১৫ | পারমা যুব সেক্টর | ||||||||||||||||
২০১৫–২০১৬ | মোডেনা | ||||||||||||||||
২০১৯–২০২০ | বেনফিল্ড | ||||||||||||||||
২০২০–২০২১ | ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া | ||||||||||||||||
২০২১ | সাও পাউলো | ||||||||||||||||
২০২২–২০২৩ | আল-দুহাইল | ||||||||||||||||
২০২৩– | আল আইন | ||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
একজন দুর্দান্ত স্ট্রাইকার, ক্রেসপো ১৯ বছরের ক্যারিয়ারে ৩০০ টিরও বেশি গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে, তিনি ৩৫ গোল করেছেন এবং শুধু সের্হিও আগুয়েরো, গাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসির পরে আর্জেন্টিনার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তিনি তিনটি ফিফা বিশ্বকাপে খেলেছেন: ১৯৯৮, ২০০২, ২০০৬। ক্লাব পর্যায়ে ক্রেসপো ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, যখন ২০০০ সালে পারমা থেকে লাজিও তাকে €৫৬ মিলিয়ন (£৩৫.৫ মিলিয়ন) দিয়ে কিনেছিল। ২০০০-০১ সেরি এ তে তিনি লাজিওর হয়ে ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।