আল দুহাইল স্পোর্টস ক্লাব
আল দুহাইল স্পোর্টস ক্লাব (আরবি: نادي الدحيل الرياضي, ইংরেজি: Al-Duhail SC; সাধারণত আল দুহাইল এসসি অথবা শুধুমাত্র আল দুহাইল নামে পরিচিত) হচ্ছে দুহাইল ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[২][৩] এই ক্লাবটি বর্তমানে কাতারের শীর্ষ স্তরের ফুটবল লিগ কাতার স্টার্স লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০০৯ সালে লিখউইয়া স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ৯,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে লাল ঘোড়া নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফরাসি সাবেক ফুটবল খেলোয়াড় সাবরি লামুচি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন খলিফা বিন হামাদ বিন খলিফা আল সানি। কাতারি রক্ষণভাগের খেলোয়াড় লুইজ জুনিয়র এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৫]
পূর্ণ নাম | আল দুহাইল স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | লাল ঘোড়া | ||
প্রতিষ্ঠিত | ২০০৯ | ||
মাঠ | আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৯,০০০[১] | ||
সভাপতি | খলিফা বিন হামাদ বিন খলিফা আল সানি | ||
ম্যানেজার | সাবরি লামুচি | ||
লিগ | কাতার স্টার্স লিগ | ||
২০২০–২১ | ২য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ঘরোয়া ফুটবলে, আল দুহাইল এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি কাতার স্টার্স লিগ, ১টি কাতারি দ্বিতীয় বিভাগ এবং ৩টি কাতার আমির কাপ শিরোপা রয়েছে। করিম বুদিয়াফ, মোহাম্মদ মুসা, লুইস সেয়ারা, ইউসুফ আল আরাবি এবং তে-হি-নামের মতো খেলোয়াড়গণ আল দুহাইলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Abdullah bin Khalifa Stadium – StadiumDB.com"। StadiumDB.com – Database of Football Stadiums। ১০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ "Lekhwiya, El Jaish clubs to merge" (আরবি ভাষায়)। Gulf Times। ১১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "Lekhwiya, Al Jaish Clubs to Merge into One Club under the Name of Al Duhail Sports Club"। www.qna.org.qa। ১২ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭।
- ↑ "আল দুহাইলের স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ "আল দুহাইল"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আল দুহাইল স্পোর্টস ক্লাব (ইংরেজি) (আরবি)