এম হামিদ
এম হামিদ একজন বাংলাদেশী নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব।[১] মার্চ ২০১২ থেকে এপ্রিল ২০১৪ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।[২][৩] বাংলাদেশী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা।[৪] নাট্যচক্র নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৫][৬]
এম হামিদ | |
---|---|
এম হামিদ | |
মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন | |
উত্তরসূরী | আব্দুল মান্নান (ভারপ্রাপ্ত) |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | ফাল্গুনী হামিদ (বি. ১৯৭৮) |
সম্পর্ক | কে এম খালিদ (ভাই) |
সন্তান | তনিমা হামিদ |
প্রাক্তন শিক্ষার্থী | জগন্নাথ কলেজ |
বাংলাদেশ সরকার নাটকে অবদানের জন্য ২০১৮ শিল্পকলা পদক প্রদান করেছে।[৭] সংস্কৃতি ও নাটকে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।[৮]
শৈশব ও পড়ালেখা
সম্পাদনাজগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন (ডিইউসিএসইউ) সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৫] কল্যাণ মিত্রের সুরজমহল নাটকে নাট্য অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন।[৫] তিনি তাঁর বন্ধুদের নিয়ে ১৯৭২ সালের সেপ্টেম্বরে নাট্যচক্র প্রতিষ্ঠা করেন।[৫] ২০০৪ সাল পর্যন্ত তিনি নাট্যচক্রের আটটি নাটক পরিচালনা করেছিলেন।[৫]
কর্মজীবন
সম্পাদনাহামিদ ১৯৮০ সাল থেকে ২০০৬ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছিলেন।[৫][৯] জাতীয় গণসংযোগ ইনস্টিটিউট এর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন[১০] ২০১১ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যোগ দিয়েছিলেন এবং ২০১২ সালে এই পদ ছাড়ার আগে পর্যন্ত মহাপরিচালক দায়িত্ব পালন করেন।[২][৯][১১][১২]
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের (বিজিটিএফ) চেয়ারম্যান ও সভাপতি ছিলেন।[১৩][১৪][১৫] সম্মিলিত সাংস্কৃতিক জোটের (এসএসজে) একজন নির্বাহী সদস্য ছিলেন।[১৬]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাহামিদ ১৯৭৮ সালের ২৪ ডিসেম্বর থেকে অবসরপ্রাপ্ত টেলিভিশন এবং মঞ্চ অভিনেত্রী ফাল্গুনী হামিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১৭] তাদের একটি কন্যা রয়েছে যার নাম তনিমা হামিদ এবং পুত্র প্রান্তর।[১৮]
তার দুই ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ , অভিনেতা মাহমুদ সাজ্জাদ।[১৯]
পুরস্কার
সম্পাদনা- পদাতিক নাট্য সংসদ কর্তৃক বদরুদ্দিন হোসেন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।[২০]
- নাটকে অবদানের জন্য ২০১৮ শিল্পকলা পদক প্রদান
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Natyalay turns two"। দ্য ডেইলি স্টার। ১৪ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "Hamid is new BTV boss"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- ↑ "Haroon-or-Rashid, Nesar Uddin new DGs of BTV, Betar"। bdnews24.com। ৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- ↑ "The key to success"। দ্য ডেইলি স্টার। ৬ অক্টোবর ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ Ershad Kamol (৫ মার্চ ২০০৪)। "A dedicated couple in drama lane : An evening with M Hamid and Falguni Hamid"। দ্য ডেইলি স্টার। ৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Bangladesh Group Theatre Federation"। দ্য ডেইলি স্টার। ১ জুলাই ২০০৪। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- ↑ "Seven cultural icons to receive Shilpakala Padak 2018"। দ্য ডেইলি স্টার। ১৭ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "মতিয়া চৌধুরীসহ বাংলা একাডেমি ফেলোশিপ পেলেন সাত ব্যক্তিত্ব"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "Hamid joins FDC"। দ্য ডেইলি স্টার। ১৪ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Nimco introduces certificate course on film direction"। দ্য ডেইলি স্টার। ৯ নভেম্বর ২০০৫। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Discussions"। দ্য ডেইলি স্টার। ২৯ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Book launching ceremony"। দ্য ডেইলি স্টার। ২৮ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "BGTF celebrates Chaitra Shankranti"। দ্য ডেইলি স্টার। ১৬ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "BGTF condolence for Pilkhana victims"। দ্য ডেইলি স্টার। ৯ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Patho Natok Utsab '08 inaugurated"। দ্য ডেইলি স্টার। ৩ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "SSJ's council after eight years"। দ্য ডেইলি স্টার। ১০ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ ম হামিদ ও ফালগুনী হামিদের ভালোবাসার গল্প। Ekushey TV। ১২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
- ↑ Ershad Kamol (১৫ মার্চ ২০০৬)। "Falguni on daughter Tonima"। দ্য ডেইলি স্টার। ৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "অভিনেতা মাহমুদ সাজ্জাদ ২৬ দিন ধরে আইসিইউতে"। bdnews24.com। ৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Padatik's Theatre Fest Begins"। দ্য ডেইলি স্টার। ৮ এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।