এম এ মোত্তালিব
এম এ মোত্তালিব (১৯৪১-১৯৯৪) বাংলাদেশের হবিগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন সিলেট-১৮ সংসদ সদস্য ছিলেন।[১][২]
এম এ মোত্তালিব | |
---|---|
তৎকালীন সিলেট-১৮ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | মানিক চৌধুরী |
উত্তরসূরী | আসন বিলুপ্ত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আবদুল মোত্তালিব ১৯৪১ সুলতান মাহমুদপুর গ্রাম, হবিগঞ্জ, আসাম, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ৩০ জুন ১৯৯৪ শ্রীমঙ্গল |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাএম এ মোত্তালিব ১৯৪১ সালে হবিগঞ্জ সদরের সুলতান মাহমুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি পাকিস্তান নৌবাহিনীতে বয়েজ ক্যাডেটে যোগদানের জন্যে তিনি মাধ্যমিক পরীক্ষার পুর্বেই হাইস্কুল ত্যাগ করেলেও পূর্ব পাকিস্তানের বয়েজ ক্যাডেটদের কমিশন পাওয়ার সম্ভাবনা নেই দেখে ১৯৬১ সালে ঢাকায় মাধ্যমিক শিক্ষাত্তোর কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেন। এর পর লৌহশিল্প ও কারিগরী সহযোগিতা কেন্দ্র থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।[২]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনামোত্তালিব ১৯৬২ সালে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় টেকনেশিয়ান হিসেবে চাকরি গ্রহণ করেন। তিনি ৩১ মার্চ ১৯৭১ সালে মুক্তি বাহিনীর ২ ও ৩ নম্বর সেক্টরের আওতায় বিআইডিসি গেরিলা ইউনিট গঠন করেন এবং এর কমান্ডার হিসাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশ-বিদেশের পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে তার বক্তব্য ও বিবৃতি প্রচার হয়েছিল। দেশ স্বাধীনের পর যুক্তরাজ্য অবস্থান করেন। বাংলাদেশের অধিকাংশ শ্রমিকের নেতা হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থায় ১৯৭৩ সালে টেক্সটাইল কমিটির পর্যবেক্ষক এবং ১৯৭৮ সালে বিশ্ব সম্মেলনের ডেলিগেট হিসাবে অংশগ্রহণ নেন। [২]
তিনি ১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য হিসেবে (বিলুপ্ত) সিলেট-১৮ বর্তমান হবিগঞ্জ-৩ আসনের দায়িত্ব পালন করেন।[১]
মৃত্যু
সম্পাদনাএম. এ. মোত্তালিব ৩০ জুন ১৯৯৪ সালে শ্রীমঙ্গলে মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "প্রখ্যাত ব্যক্তিত্ব - হবিগঞ্জ সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |