শাহজালাল সার কারখানা

বাংলাদেশের একটি সার কারখানা
(ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে পুনর্নির্দেশিত)

শাহজালাল সার কারখানা হল বাংলাদেশের অন্যতম বৃহৎ সার কারখানা।[] এটা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় জনগুরুত্বপূর্ণ তজমুল আলী চত্বর হইতে দেড় কিলোমিটার পূর্বে অবস্থিত।[] এই প্রকল্পটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।[][] চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের উদ্ভোধন করা হয়।[]

শাহজালাল সার কারখানা লিমিটেড
ধরনপাবলিক
শিল্পসার
প্রতিষ্ঠাকাল২৪ মার্চ ২০১২; ১২ বছর আগে (2012-03-24)[]
প্রতিষ্ঠাতাবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (বিসিআইসি)
সদরদপ্তর
এনজিএফএফ, ফেঞ্চুগঞ্জ, সিলেট
,
বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
এশিয়া, আফ্রিকা, ইউরোপ
পণ্যসমূহইউরিয়া
ওয়েবসাইটwww.sfcl.gov.bd

ইতিহাস

সম্পাদনা

১৯৭৬ সালে পি.০.২৭-এর ২য় সংশোধনীর মাধ্যমে ‘বাংলাদেশ পেপার এবং বোর্ড কর্পোরেশন’, ‘বাংলাদেশ ফিটার’, ‘রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন’ এবং ‘বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন’কে একত্রে সংযোগ করে দেশের ইন্ডাস্ট্রি খাতে সবথেকে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) গঠন করা হয়। বর্তমানে বিসিআইসির ১৩টি প্রতিষ্ঠান সক্রিয় আছে যার মধ্যে ৬টিই হচ্ছে ইউরিয়া সার কারখানা। এই ৬টি ইউরিয়া সার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৩ কোটি এমটি। পুরনো হয়ে যাওয়ার কারণে ৬টি সার কারখানার উৎপাদন ক্ষমতা কমে গেছে। বর্তমানে ইউরিয়া সারের চাহিদা প্রতিবছর এক মৌসুমে শুধু ৩০ লাখ এমটি। এই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এ চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানা নামে আধুনিক প্রযুক্তিসম্পন্ন, শক্তি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব সার কারখানা নির্মাণের পদক্ষেপ নেয়া হয়, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ এমটি।

এটা আশা করা হয়েছিল যে কারখানাটি ২০১৬ সালের জানুয়ারি থেকে টার বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। শাহজালাল সার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার পর প্রতিবছর বিদেশ থেকে ৫,৮০,৮০০ এমটি ইউরিয়া সার আমদানি কমে যাবে, ফলে, কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তাছাড়া, কারখানায় উৎপন্ন ইউরিয়া সার ব্যবহারের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং উৎপন্ন সার খাদ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "শাহজালাল সার কারখানা, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান [মার্চ ২৪, ২০১২]"pmo.gov.bd। ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৭ 
  2. "Biggest fertiliser factory to be ready this year"দ্য ডেইলি স্টার। Dhaka। ১১ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  3. "শাহজালাল সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ"। jugantor। ৬ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  4. Asif Showkat Kallol (৫ আগস্ট ২০১৪)। "Construction of Shahjalal Fertiliser Factory goes on in full swing"ঢাকা ট্রিবিউন। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  5. "শাহজালাল সার কারখানা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে"। samakal। ২০ জানুয়ারি ২০১৯। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২