এতিয়েন বেজাউট

ফরাসি গণিতবিদ

ফরাসি গণিতবিদ এতিয়েন বেজাউট (Étienne Bézout; ফরাসি: [bezu]; ৩১ মার্চ ১৭৩০ – ২৭ সেপ্টেম্বর ১৭৮৩) ফ্রান্সের নেমুরে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের আভু নামক স্থানে মৃত্যুবরণ করেন।

এতিয়েন বেজাউট
জন্ম(১৭৩০-০৩-৩১)৩১ মার্চ ১৭৩০
নেমুর, সেন এ মার্ন
মৃত্যু২৭ সেপ্টেম্বর ১৭৮৩(1783-09-27) (বয়স ৫৩)
আভু
জাতীয়তাফরাসি
পরিচিতির কারণবেজাউটের উপপাদ্য
বেজাউটের অভেদ
বেজাউট ম্যাট্রিক্স
বেজাউট ডোমেন
পিতা-মাতা
  • পিয়ের বেজাউট (পিতা)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিত
প্রতিষ্ঠানসমূহফরাসি বিজ্ঞান আকাদেমী

কর্মজীবন

সম্পাদনা

১৭৫৮ খ্রিষ্টাব্দে বেজাউট ফরাসি বিজ্ঞান আকাদেমিতে বলবিদ্যার এডজয়েন্ট হিসেবে নির্বাচিত হন। অসংখ্য ছোটখাটো কাজের পাশাপাশি, তিনি ১৭৭৯ সালে প্যারিস হতে প্রকাশিত 'Théorie generale des equations algébriques' (বীজগাণিতিক সমীকরণের সাধারণ তত্ত্ব) লিখেছিলেন, যাতে বিশেষ করে একটি সমীকরণ-এর মূলসমূহের নির্মূল তত্ত্ব এবং প্রতিসম ফাংশন সম্পর্কে অনেক নতুন এবং মূল্যবান বিষয় উপস্থিত ছিল। তিনি 'Histoire de l'académie royale, 1764'-এর একটি গবেষণাপত্রে নির্ণায়ক-এর ব্যবহার করেছিলেন, তবে সাধারণ তত্ত্ব বিষয়ক কিছু উল্লেখ করেননি। এছাড়াও তিনি বহুপদীর জন্য বেজাউটের অভেদ (Bézout's identity) প্রমাণ করেন।

প্রকাশনা

সম্পাদনা
 
Cours de mathématiques, à l'usage du corps de l'artillerie, 1798
  1. Cours de mathématiques, a l'usage du corps de l'artillerie (ফরাসি ভাষায় রচিত) ভলিউম ৩। প্যারিস: টিলিয়ার্ড। ১৭৯৮।

উত্তরাধিকার

সম্পাদনা

২০০০ সালে একটি গৌণ গ্রহকে তাঁর নামে নামকরণ করা হয়, বেজাউট ১৭২৮৫ (17285 Bezout)। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "(17285) Bezout"minorplanetcenter.net। সংগ্রহের তারিখ নভেম্বর ২৬, ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা