এড্রিক বেকার
এড্রিক বেকার (যিনি ডাক্তার ভাই হিসেবেও পরিচিত; ১৯৪১-১ সেপ্টেম্বর, ২০১৫) ছিলেন একজন নিউজিল্যান্ডীয় বংশদ্ভূত বাংলাদেশি চিকিৎসক।
এড্রিক বেকার | |
---|---|
জন্ম | ১৯৪১ |
মৃত্যু | সেপ্টেম্বর ১, ২০১৫ কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার, মধুপুর উপজেলা, বাংলাদেশ | (৭৪ বছর বয়সে)
সমাধি | কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার |
নাগরিকত্ব |
|
মাতৃশিক্ষায়তন | ওটাগো বিশ্ববিদ্যালয়ের ডুনেডিন মেডিসিন স্কুল (এমবিবিএস) |
পেশা | চিকিৎসক |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯৪১ সালে, বেকার নিউজিল্যান্ডের একটি ক্যাথলিক ধনী, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[১] তিনি আজীবন অবিবাহিত ছিলেন।[২]
২০১১ সালে, বাংলাদেশ টেলিভিশনের হানিফ সংকেত মধুপুর উপজেলায় বেকার এবং তার চিকিৎসা সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন। এরপর বাংলাদেশ সরকার আইন পরিবর্তন করে যাতে ডাক্তার বেকারকে বাংলাদেশের নাগরিকত্ব[৩] প্রদান করা যায়(তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছাড়াও)[৪]। বেকারের "বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থ সেবার" স্বীকৃতি হিসাবে পরবর্তীকালে ইত্যাদিতে তাঁর সাক্ষাৎকার নেয়া হয়।[৩]
২০১১ সাল থেকে বেকার দুরারোগ্য ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনে ভুগছিলেন। ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর ৭৪ বছর বয়সে তিনি তাঁর প্রতিষ্ঠিত কাইলাকুরি স্বাস্থ্য সেবা কেন্দ্রে মারা যান।[৪] মৃত্যুর সময় তাঁর মা, দুই বোন এবং চার ভাই-সবাই নিউজিল্যান্ডে বেঁচে ছিলেন। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ডাক্তারকে কাইলাকুরিতে তার বাড়ির পিছনে সমাধিস্থ করা হয়েছিল।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Fr. Carraro, Lorenzo (ফেব্রুয়ারি ২০১৬)। "A modern-day saint"। World Mission (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
- ↑ Shakil, Mirza (২০১৫-০৯-০৪)। "Doctor for the poor no more"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- ↑ ক খ "Edric on TV" (ইংরেজি ভাষায়)। New Zealand Church Missionary Society। ২০১৪-১১-১৩। ২০১৮-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
- ↑ ক খ "Dr Edric Baker" (ইংরেজি ভাষায়)। Kailakuri Health Care Centre। ২০১৯-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।
- ↑ "Honouring Dr Edric Baker" (ইংরেজি ভাষায়)। New Zealand Church Missionary Society। ২০১৫-০৯-০৯। ২০১৯-০২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯।