এক টুকরো চাঁদ
এক টুকরো চাঁদ একটি বাংলাভাষী রহস্যকাহিনী মূলক চলচ্চিত্র যার পরিচালক ছিলেন পিনাকী চৌধুরী। ২০০১ সালের এই ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু সিরিজের উপন্যাস সন্তু ও এক টুকরো চাঁদ অবলম্বনে নির্মিত।[৩] ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেণ্ট কর্পোরেশন প্রযোজিত এই ছবিতে কাকাবাবু চরিত্রে অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী।[৪][৫]
এক টুকরো চাঁদ | |
---|---|
পরিচালক | পিনাকী চৌধুরী |
চিত্রনাট্যকার | পিনাকী চৌধুরী |
উৎস | সুনীল গঙ্গোপাধ্যায় কর্তৃক সন্তু ও এক টুকরো চাঁদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | চন্দন রায়চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৩ মিনিট[২] |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাকলকাতা জাদুঘর থেকে একটি দামী জিনিস চুরি হয়ে যায়, জিনিসটি হল চাঁদ থেকে আনা একটি পাথরের টুকরো। এই ঘটনার সাথে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে সন্তু ও তার গল্পবাজ বন্ধু জোজো। অন্যদিকে কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরীর কাছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের আধিকারিক ও কাকাবাবুর বন্ধু নরেন্দ্র বর্মা আসেন একটি প্রস্তাব নিয়ে। ভারত সরকারের অতিথি আফ্রিকার একটি দেশ বুরুন্ডির রাষ্ট্রদূত সাইমন বুবুম্বাও নিখোঁজ হয়ে যান একই সাথে। বুবুম্বা আবার সেদেশের রাষ্ট্রপতির ভাই, সেই সূত্রে অত্যন্ত সম্মানিত অতিথি। কাকাবাবু তদন্ত শুরু করেন। রাঁচীর ক্ষমতাবান জমিদার ঠাকুর সিং এই অপহরনের ঘটনায় জড়িত আছে এমন সন্দেহে কাকাবাবু সেখানে যান। ইতোমধ্যে সাইমন বুবুম্বার মুক্তিপণ চেয়ে চিঠি আসলে কাকাবাবু নিজেই সেই টাকা দিতে যান সাহসে ভর করে। তিনি বুঝতে পারেন সাইমন বুবুম্বার অপহরণ আদতে কোনো অপহরণই নয়, যার পেছনে আছে বিরাট চক্রান্ত এবং তার সাথে জড়িত আছে চাঁদের পাথর চুরির রহস্য।[৫]
অভিনয়
সম্পাদনা- সব্যসাচী চক্রবর্তী - কাকাবাবু
- সোহম চক্রবর্তী - সন্তু
- মৃনাল মুখোপাধ্যায় - সাইমন বুবুম্বা
- বিশ্বজিৎ চক্রবর্তী
- ভোলা তামাং
- অরিজিত সেনগুপ্ত
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ EK TUKRO CHAND
- ↑ "Ek Tukro Chand (A Piece Of Moon)"। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪।
- ↑ "সন্তু ও এক টুকরো চাঁদ (কাকাবাবু, #16)"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- ↑ "Ek Tukro Chand (2010)"। গোমোলো। ২০১৮-০৯-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
- ↑ ক খ "Children's Film Society, India" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে এক টুকরো চাঁদ (ইংরেজি)