এ. কে. এম. জাহাঙ্গীর খান
এ. কে. এম. জাহাঙ্গীর খান (২১ এপ্রিল ১৯৩৯ – ১৫ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজম চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তিনি ৪৩টি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন।[১][২][৩] তিনি "মুভি মোগল" নামে পরিচিত ছিলেন।
এ. কে. এম. জাহাঙ্গীর খান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৫ ফেব্রুয়ারি ২০২০ | (বয়স ৮০)
অন্যান্য নাম | মুভি মোগল |
জীবনী
সম্পাদনাএ. কে. এম. জাহাঙ্গীর খান ১৯৩৯ সালের ২১ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[৫] এরপর, ১৯৬০ ও ১৯৬২ সালে তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষা সম্পন্ন করেন।[৪]
এ. কে. এম. জাহাঙ্গীর খান আলমগীর পিকচার্সের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা করতেন।[২] তিনি নয়নমণি, কি যে করি, সীমানা পেরিয়ে, চন্দ্রনাথ ও শুভদা এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছেন। নয়নমণি দুই বিভাগে, কি যে করি এক বিভাগে, সীমানা পেরিয়ে চার বিভাগে, চন্দ্রনাথ চার বিভাগে ও শুভদা তের বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[৬] তিনি ১৯৭৮ সালে আহমদ জামান চৌধুরীর নিকট থেকে "মুভি মোগল" উপাধি লাভ করেন।[৭][৮] ১৯৯৮ সালে তার প্রযোজিত সর্বশেষ চলচ্চিত্র রঙিন নয়নমণি মুক্তি পেয়েছিল।[৫]
এ. কে. এম. জাহাঙ্গীর খান ২০২০ সালেত ১৫ ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪][৯][১০]
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
সম্পাদনাসম্মাননা
সম্পাদনা- টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার আজীবন সম্মাননা - ২০১৮[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'মুভি মোগল' খ্যাত প্রযোজক জাহাঙ্গীর খান আর নেই"। চ্যানেল ২৪। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "'Movie Mughal' AKM Jahangir passes away"। The Independent। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ "প্রযোজক জাহাঙ্গীর খান আর নেই"। বণিক বার্তা। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "'মুভি মোগল' জাহাঙ্গীর খান আর নেই"। জনকণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ "ঢাকাই চলচ্চিত্রের মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান"। বাংলাদেশ প্রতিদিন। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (PDF)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "'মুভি মোগল' জাহাঙ্গীর খান মারা গেছেন"। চ্যানেল আই। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "'মুভি মোগল' এ কে এম জাহাঙ্গীর আর নেই"। একুশে টেলিভিশন। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "AKM Jahangir Khan passes away"। New Age। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "মুভি মোগল আর নেই"। কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "প্রদান করা হলো ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭"। দৈনিক ইত্তেফাক। ২০ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।