একান্ত আপন (চলচ্চিত্র)

১৯৮৭ সালের বাংলা চলচ্চিত্র

একান্ত আপন (ইংরেজি: Ekanto Apon) বিরেশ চ্যাটার্জীর [] পরিচালনায় ১৯৮৭ সালের [] একটি বাংলা চলচ্চিত্র।

একান্ত আপন
একান্ত আপন চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবীরেশ চ্যাটার্জী
প্রযোজকগৌতম গোস্বামী, হিল্লোল দাস
শ্রেষ্ঠাংশেভিক্টর বন্দ্যোপাধ্যায়
অপর্ণা সেন
শুভেন্দু চট্টোপাধ্যায়
বিপ্লব চ্যাটার্জি
অনুপ কুমার
শতাব্দী রায়
সৌমিত্র বন্দ্যোপাধ্যায়
সুরকাররাহুল দেব বর্মণ
মুক্তি২৪ জুলাই ১৯৮৭
স্থিতিকাল১৪৫ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

গল্পটি দুটি বন্ধু সুদীপা এবং কেয়াকে ঘিরে। সুদীপা ধনী লোকের একমাত্র মেয়ে হলেও কেয়া মধ্যবিত্তের পটভূমির অন্তর্গত। কেয়ার বড় ভাই একটি কারখানায় কাজ করে এবং সেখানকার ইউনিয়ন নেতা। একটি জিনিস অন্য দিকে পরিচালিত করে এবং তার নিজের আপাত দোষের কারণে ভাইকে হত্যা করা হয়। এই ঘটনাটি কেয়ার অন্য ভাই রণবীরের উপর গভীর প্রভাব ফেলেছে, যিনি হৃদয়বান গুন্ডা হয়ে ওঠেন। তিনি লোকদের সাহায্য করেন এবং মন্দ লড়াইয়ের পক্ষে লড়াই করেন। তবে সুদীপা তাকে ভুল বোঝে যে রণবীর কেয়ার ভাই বলে জানতে পেরে তার সাথে বন্ধুত্ব চালিয়ে যেতে অস্বীকার করে। কেয়া তাকে রণবীরের আক্রমণাত্মক প্রকৃতির পিছনের কারণ এবং অন্য রাস্তায় না গিয়ে কীভাবে তিনি মানুষকে সহায়তা করেন। ফলে সুদীপা রণবীরের প্রেমে পড়ে এবং শেষ পর্যন্ত তারা অনেকটা সুদীপার ধনী বাবার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করে। ফলে তিনি বিবাহ মেনে নেন না, কারণ তার জন্য তাঁর উচ্চ পরিকল্পনা ছিল। ঝামেলা ঘটল যখন বিয়ের বাসর রাতে প্রবেশ করে তখন রণবীরকে তার বোন কেয়া স্থানীয় এক অপরাধী বাবুর সাথে কথিত সম্পর্কের কথা জানানো হয়। তাকে লড়াইয়ের মুখোমুখি করা হয় এবং পুলিশকে তলব করা হয়। পুলিশ আসলে তারা ট্যাক্সি করে পৌঁছে পালিয়ে গেলেও, চোরাচালানকারীর গাড়িতে করে পালানোর চেষ্টা করতে গিয়ে রণবীরকে গ্রেপ্তার হন এবং তিন বছরের কারাদণ্ড দিয়ে জেল হাজতে রাখা হয়। এদিকে সুদীপা তাদের সন্তানের জন্ম দেয় কিন্তু হাসপাতাল শিশুটিকে মৃত ঘোষণা করে। তাই রণবীরের সাথে সুদীপের শেষ বন্ধন সাথে ভেঙে যায় এবং দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে তিনি তার সাথে সঙ্গ ছেড়ে দেয়। এভাবে অনেক দিন কেটে যায় এবং দুটি ভালবাসার পাখিকে একটি সুযোগের মুখোমুখি আবার একত্রিত করে। সমস্ত ভুল বোঝাবুঝি মুছে ফেলা হয় এবং তারা আনন্দের সাথে পুনরায় একত্রিত হয়।

অভিনয়ে

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ekanto Apon"। ১৯৮৭-০৭-২৪। 
  2. Das, Deya। "এই হোলিতে আপনিও মেতে উঠুন হোলি স্পেশাল কিছু গান এবং সিনেমার সঙ্গে..."Tripoto (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯ 
  3. প্রতিবেদক, নিজস্ব। "চলচ্চিত্র"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা