শুভেন্দু চট্টোপাধ্যায়
শুভেন্দু চট্টোপাধ্যায় (২৯ নভেম্বর ১৯৩৬ - ৫ জুলাই ২০০৭) ছিলেন একজন ভারতীয় চিকিৎসক ও অভিনেতা, যিনি বাংলা টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
শুভেন্দু চট্টোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৫ জুলাই ২০০৭ | (বয়স ৭০)
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৫–২০০৬ |
দাম্পত্য সঙ্গী | অঞ্জলী চট্টোপাধ্যায় |
সন্তান | শাশ্বত চট্টোপাধ্যায় |
পিতা-মাতা | শৈলেন্দ্র চট্টোপাধ্যায় (পিতা) মণিমালা দেবী (মাতা) |
বাক্তিগত জীবন
সম্পাদনাশুভেন্দু’র বাবা ছিলেন শৈলেন্দ্র চট্টোপাধ্যায়, মা মনিমালা দেবী। ছোট থেকেই পড়াশোনায় ছিলেন অসাধারণ মেধাবী। ১৯৫৩ সালে ভর্তি হন মেডিকেল কলেজ এবং হাসপাতাল, কলকাতায়। ১৯৬০ সালে পাশ করেন এমবিবিএস। প্রথমে সিভিল ডিফেন্সে তাঁরপর কলকাতা পুরসভায় যোগ দেন কর্মসূত্রে। ডাক্তারির জীবন ছেড়ে তিনি চলে এসেছিলেন রুপোলি পর্দার টানে | [১]
পেশাগত জীবন
সম্পাদনাপ্রখ্যাত অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে অভিনয় শিক্ষা | অংশ নিয়েছিলেন IPTA মুভমেন্টেও |
সত্যজিৎ রায়ের ‘চিড়িয়াখানা’ ছবির শুটিংয়ে উত্তমকুমারের হার্টের সমস্যা দেখা দিলে শুভেন্দুই প্রাথমিক শুশ্রূষা করেছিলেন। এবং তাঁরই পরামর্শে তৎক্ষণাৎ কলকাতায় নিয়ে আসা হয়েছিল। সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন উত্তমকুমার।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- কাঁচ কাটা হীরে (১৯৬৫)
- আকাশ কুসুম (১৯৬৫)
- চিড়িয়াখানা (১৯৬৭)
- হংসমিথুন (১৯৬৮)
- চৌরঙ্গী (১৯৬৮)
- আরোগ্য নিকেতন (১৯৬৯)
- অরণ্যের দিনরাত্রি (১৯৭০)
- কুহেলি (১৯৭১)
- ছদ্মবেশী (১৯৭১)
- অনিন্দিতা (১৯৭২)
- কোরাস (১৯৭৪)
- রাজনন্দিনী (১৯৮০)
- অমর সঙ্গী (১৯৮৭)
- একান্ত আপন (১৯৮৭)
- গণশত্রু (১৯৮৯)
- আশা ও ভালবাসা (১৯৮৯)
- আপন পর (১৯৯২)
- জামাইবাবু (১৯৯৬)
- লাল দরজা (১৯৯৭)
- মনের মানুষ (১৯৯৭)
- দহন (১৯৯৭)
- ভালবাসা (১৯৯৭)
- কাঞ্চনমালা (১৯৯৯)
- দেশ (২০০২)
- আবর অরণ্যে (২০০৩)
- আমার মায়ের শপথ (২০০৩)
- বারুদ (২০০৪)
পুরস্কার ও সম্মননা
সম্পাদনা- আনন্দলোক পুরস্কার: সেরা অভিনেতা - ১৯৯৮ (লাল দরজা চলচ্চিত্র)।