উইকিপিডিয়া আলোচনা:বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ১ বছর পূর্বে "উইকিপদক ও ডিজিটাল সনদপত্র!?" অনুচ্ছেদে

সাক্ষর যুক্তকরণ প্রসঙ্গে

সম্পাদনা

উইকিপিডিয়া:বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩/নিবন্ধ তালিকা পাতায় আপনার সম্পাদনা সর্বশেষ সংস্করণে ফেরত নেয়া হয়েছে, দয়াকরে নাম যোগ করবেন না। যেহেতু fountain tool ব্যবহার করে হচ্ছে তাই এর বিশেষ প্রয়োজন নেই। সেখানে সকল ব্যবহাকারীর নাম রয়েছে। ~মহীন (আলাপ) ১৬:৪৬, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Moheen লক্ষ্য করুন যখন কেউ নিবন্ধ অনুবাদরত থাকে তখন অন্য কেউ তা অনুবাদ করে প্রকাশ করতে পারে। ফলে, আরেকজনের সময় অপচয় হয়। স্বাক্ষর পদ্দতি থাকলে এ দ্বন্ধ এড়ানো সমভব- Nazrul Islam Nahid (আলাপ) ১৬:৫১, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
একারণে {{কাজ চলছে/বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন}} টেমপ্লেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। ~মহীন (আলাপ) ১৬:৫৬, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@মহীন ভাই, অনেকে বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে অনুবাদ করে। ফলে নিবন্ধটি প্রকাশ করার আগ পর্যন্ত লিঙ্ক লাল থাকে। এখন কেউ বিষয়বস্তু অনুবাদ দিয়ে অনুবাদ করার অবস্থায়, আরেকজন লাল লিঙ্ক দেখে ঐ একই নিবন্ধ অনুবাদ শুরু করলে, উক্ত নিবন্ধ দুইবার অনুবাদের সম্ভাবনা রয়ে যায়। ঐ দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে হয়ত লাল নিবন্ধগুলির পাশে সাক্ষর রাখা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৫, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Nazrul Islam Nahid এবং আফতাবুজ্জামান: ঠিকাছে, সবার যেহেতু সুবিধা হবে বলছেন তাহলে সাক্ষর যুক্ত করুন। ~মহীন (আলাপ) ১৭:৫২, ৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক ও ডিজিটাল সনদপত্র!?

সম্পাদনা

@Anup Sadi, Dolon Prova, এবং Moheen: বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ পাতার পুরস্কার অংশে বলা আছে, "সকল অংশগ্রহণকারীকে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।" অংশগ্রহণ করা মানে তো একটা নিবন্ধ লেখাই যথেষ্ট। ফাউন্টেনের তালিকায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমি তালিকাভূক্ত একটি নিবন্ধ (প্লাস্টিক বর্জ্য বন্ধকরণ জোট) অনুবাদ করে জমা দিয়েছি এবং দুজন পর্যালোচক এটি গ্রহণ করা সত্ত্বেও গণবার্তা পাতা অনুসারে আমাকে "অংশগ্রহণকারী" হিসেবে গণ্য করা হয়নি এবং যথারীতি কোনো উইকিপদক ও ডিজিটাল সনদপত্র দেওয়া হয়নি। আমি তাই এর কারণ জানতে চাচ্ছি। ≈ Adkins Samba  «আলাপ» ২৩:৪১, ২০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চ: এই সম্পাদনা অনুসারে দেখা যাচ্ছে, প্লাস্টিক বর্জ্য বন্ধকরণ জোট নিবন্ধটি আমি অনুবাদ করা সত্ত্বেও ব্যবহারকারী:Moheen নিবন্ধের পাশে আমার বদলে MdsShakil এর নাম যোগ করেছেন। অথচ, তিনি এই নিবন্ধে একটি সম্পাদনাও করেননি। ফাউন্টেনের তালিকায় দেখা যাচ্ছে, তিনি কোনো নিবন্ধই অনুবাদ করেননি। এমনকি, কোনো নিবন্ধ অনুবাদ না করা সত্ত্বেও আমার স্থলে তাকে উইকিপদকমুদ্রিত সনদপত্র দেওয়া হয়েছে। এটা কি কোনো ভুল, নাকি অন্য কোনো কারণে আমাকে প্রতিযোগিতার আওতার বাইরে রাখা হয়েছে? ≈ Adkins Samba  «আলাপ» ২৩:৫১, ২০ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
তালিকা সংশোধন করে আপনার আলাপ পাতায় বার্তা দেয়া হয়েছে। দয়াকরে ফরম পূরণ করুন, আপনার সনদ অবশ্যই পাঠানো হবে। সর্বোপরি আনিচ্ছাকৃত বিষয়টির জন্য আমরা দুঃখিত! ~মহীন (আলাপ) ০৩:৩৩, ২১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Moheen, ধন্যবাদ। ফরম পূরণ করেছি। ≈ Adkins Samba  «আলাপ» ১১:৪৭, ২১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Moheen: এভাবে ভুল দেখিয়ে দেওয়ার পরেও যদি কাজ পুরোপুরি না হয়, তাহলে নতুন করে আর কিছু বলার থাকে না। প্রতিযোগিতার আয়োজক দলের কার্যক্রম নিয়ে আমি একেবারেই হতাশ (সনদপত্র সংক্রান্ত নয়; মেইলে পেয়েছি ওটা)। যাইহোক, বাকিটা আর করার প্রয়োজন নেই। ধন্যবাদ। ≈ Adkins Samba  «আলাপ» ০০:১৩, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Anup Sadi, Dolon Prova, এবং Moheen: প্রথমত আপনারা প্রতিশ্রুতি মোতাবেক পুরস্কার দেননি। তারপরে সেটা জানানোর পরেও প্রতিযোগিতার পাতায় উল্লেখকৃত সম্পূর্ণ পুরস্কার দেননি, দিয়েছেন আংশিক। এটা জানিয়ে আয়োজক দলের কার্যক্রমের প্রতি হতাশা প্রকাশের পর ইমেইলে সেটাকে বলছেন, আমি অসদাচরণ করেছি! "যে কোনো কিছুতেই আপনি একেবারে আয়োজক দলের নাম নিয়ে বলা শুরু করেন, এটাতো সদাচরণ নয়।" এখানে যে কোনো কিছুতেই-এর ব্যাখ্যা কী? এখানে আপনাদের ভুলের প্রতি হতাশা জানানো ছাড়া আর কোথায় কী করলাম!? আমার আগের কোন বক্তব্যটা "শোভনীয় নয়"? অনুগ্রহ করে স্পষ্ট করুন। আর, মেইলে উত্তর না দিয়ে এখানে উত্তর দিন। ≈ Adkins Samba  «আলাপ» ১১:৪৭, ২৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Moheen, আপনি আমার জিজ্ঞাসার উত্তর দেননি। আমি আমার "অসদাচরণ", "শোভনীয় নয়" এমন কাজ ও "যে কোনো কিছুতেই আপনি একেবারে আয়োজক দলের নাম নিয়ে বলা শুরু" করার সুস্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি। ≈ Adkins Samba  «আলাপ» ১৯:০৩, ১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩" প্রকল্প পাতায় ফিরুন।