উইকিপিডিয়া আলোচনা:প্রশাসক হওয়ার আবেদন

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "ইসলামিক বিষয়" অনুচ্ছেদে

ব্যবহারকারীগণ, প্রশাসক হল এমন ব্যবহারকারী যারা উইকিপিডিয়ার সংরক্ষন এবং পরিচর্যায় বিশেষ ভূমিকা পালন করে থাকেন। এক কথায় বলতে গেলে একজন প্রশাসক একজন অভিজ্ঞ ব্যবহারকারী। এ সকল সাধারণ ব্যবহারকারী তাদের উইকিপিডিয়ার প্রতি আগ্রহ, ভালবাসা, অভিজ্ঞতা ইত্যাদির প্রতিফলনের মাধ্যমে প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। যাদের দায়িত্ব উইকিপিডিয়ার পরিচর্যা করা। তারা উইকিপিডিয়ার কোন মূল প্যানেল বা সুপ্রিম পাওয়ারের অধিকারী নন। তাই প্রশাসক হওয়া মানে নিজের কাধে দায়িত্ব বাড়ানো। কারণ তাকে উইকিপিডিয়ায় লেখার সাথে সাথে কিছু বাড়তি কাজের দায়িত্ব নিতে হয়, যদিও এ দায়িত্বসমূহ উইকিপিডিয়ার প্রশাসক না হয়েও পালন করা যায়।

উপরের কথা গুলো বলল, নতুন ব্যবহারকারী যারা প্রশাসক হতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য করে। প্রশাসক হওয়ার আবেদন করার সুযোগ সবার জন্য সমান এবং যে কেউ তা করতে পারেন। যারা প্রশাসক হতে ইচ্ছুক তাদের প্রথম যা দরকার তা হল তাদের কাজের মাধ্যমে উইকিপিডিয়ার প্রতি আগ্রহ, ভালবাসা এবং উইকিপিডিয়ার বিভিন্ন ব্যপারে অভিজ্ঞার প্রতিফলন ঘটানো। যদিও যিনি বা যারা প্রশাসক নিয়োগ দিবেন তারা জানেন তারা কি ধরণের ব্যবহারকারীকে নিয়োগ দিবেন তারপরেও আপনার ব্যক্তিগত রেকর্ড আপনাকে সাহায্য করবে আপনার পক্ষে ভোট পরার।

যারা প্রশাসক হতে ইচ্ছুক তাদের উচিত Wikipedia:Guide_to_requests_for_adminship পাতাটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়া এবং গাইডে বলা ব্যপারগুলো নিয়মিত চর্চা করা।

আরও কিছু জানার থাকলে এখানে বা আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।

প্রশাসক হওয়ার আবেদন করার জন্য সবাইকে স্বাগতম। আশা করবো আপনারা উইকিপিডিয়ার অগ্রগতিতে ভূমিকা রাখতে নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৫, ২৬ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসক ও নিবন্ধ

সম্পাদনা

প্রশাসকরা কি নিবন্ধ লিখতে পারেন? Chirbidrohi (আলাপ) ০৬:৩৪, ৩০ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জ্বি, পারে। -- তানভির (আলাপ|অবদান) ০৬:৪০, ৩০ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন
প্রশাসকত্ব একটি দায়িত্ব, কোন পদমর্দাযা নয়। প্রত্যেক প্রশাসকই এখানে উইকিপিডিয়ান। উইকিপিডিয়ার রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই অভিজ্ঞ উইকিপিডিয়ানদের প্রশাসকের দায়িত্ব প্রদান করা হয়ে থাকে, তারাও উইকিপিডিয়ায় নিবন্ধ লিখতে, সম্পাদনা করতে পারেন। বিশেষ যে কাজটি তারা পারেন তা হল নিবন্ধ মুছে দিতে যা অন্যরা পারেন না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫০, ৩০ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ইসলামিক বিষয়

সম্পাদনা

প্রশাসক হওয়ার ইচ্ছে সাকিব সাঈফি (আলাপ) ১৯:১৮, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@সাকিব সাঈফি: তার জন্য, সবার আগে আপনাকে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখতে হবে, সম্পাদনা করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৬, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"প্রশাসক হওয়ার আবেদন" প্রকল্প পাতায় ফিরুন।