উইকিপিডিয়া আলোচনা:চিত্রলেখা ঢাকা ২০২৩

সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ১ বছর পূর্বে "কিছু প্রশ্ন" অনুচ্ছেদে

কিছু প্রশ্ন

সম্পাদনা

এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কোথায় আলোচনা হয়েছে? এর আয়োজক কারা? পুরস্কার কে দিবে? @Meghmollar2017 প্রকল্প পাতা তৈরি করলেও কড়িকাঠ প্রকল্পের সাথে Meghmollar2017 এর কোনো সংযোগ খুঁজে পেলাম না। m:Project Korikath/Team পাতায় তার নাম নেই। প্রকল্প সংশ্লিষ্টরা এই প্রতিযোগিতার ব্যাপারে জানে তো? সদুত্তর পেলে আমিও অংশগ্রহণে আগ্রহী। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৫৯, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Yahya ভাই, আপনার বার্তার জন্য ধন্যবাদ। আমিই এই প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছিলাম অনেকদিন থেকে। রমজানে প্রায় একমাসের মতো বন্ধ থাকায় এটাকে কাজে লাগাতে চাইছিলাম। সুযোগটা হঠাৎ করে চলে আসা। হুট করে আয়োজন সম্পন্ন করতে হলো, নয়তো যথেষ্ট সময় পাওয়া যেত না। প্রতিযোগিতার পুরস্কারের অর্থ প্রজেক্ট কড়িকাঠ তাদের ফান্ড থেকে দেবে। আপনি ব্যক্তিগতভাবে জানেন, আমি ঢাকার বাইরে থাকি, যার জন্য কড়িকাঠের সাথে সরাসরি অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে প্রতিযোগিতা সম্পর্কে আমার প্রজেক্ট কড়িকাঠের সাথে কথা হয়েছে। ঢাকার মধ্যে কড়িকাঠের আয়োজন থেকে দেখেছি অনেক জায়গা সম্পর্কে উইকিপিডিয়ায় কভারেজ নেই। সেই থেকে এই প্রতিযোগিতার চিন্তা মাথায় আসা। এই বিষয়টি ইতিবাচকভাবেই দেখেছে এবং কড়িকাঠের কার্যক্রমের অংশ হিসেবে রাখতে চেয়েছে। (m:Project Korikath/Events#Campaigns) আমি আশা করছি, বাংলা উইকিপিডিয়ায় একটি সুন্দর প্রতিযোগিতা আয়োজন করতে পারব এবং এক্ষেত্রে বাংলা উইকির সবার সহযোগিতা পাব। — আদিভাইআলাপ১৫:২২, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 এখানে বলেছেন, পুরোটাই আপনার পরিকল্পনা। কিন্তু প্রতিযোগিতার পাতা পুরোটা পড়ে পর্যালোচক ছাড়া অন্য কোথাও আপনার নাম পাওয়া যায়নি। সবক্ষেত্রেই কড়িকাঠের নাম। কিন্তু মেটার পাতা অনুসারে আপনি "অফিশিয়ালি" কড়িকাঠের কেউ নন।
ফলে এক্ষেত্রে এখানে বলা কথা ও কাজে (প্রকল্প পাতায়) মিল পাওয়া যাচ্ছে না।
এক্ষেত্রে কড়িকাঠ দলের বাইরের একজন হিসেবে আপনার সংশ্লিষ্টতার বিষয়টি পাতায় উল্লেখ করে দেওয়া প্রয়োজন বলে মনে করি। ≈ MS Sakib  «আলাপ» ১৮:৩৩, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib, যেমনটি আমি উপরে বলেছি, প্রজেক্ট কড়িকাঠ এই আয়োজনকে নিজেদের কার্যক্রমের অংশ হিসেবে রেখেছে। সেজন্য আয়োজক হিসেবে প্রজেক্ট কড়িকাঠের নাম রেখেছি। প্রতিযোগিতা আয়োজনকে কড়িকাঠ গুরুত্বের সাথে নিয়েছে, পুরো আয়োজনে আমাকে সহযোগিতা করেছে। অন্যথায় এত অল্প সময়ে আমি পুরো আয়োজন সম্পন্ন করতে পারতাম না। কোনো আয়োজন সম্পন্ন করতে সবাইকে সব কাজ দেখিয়ে দেখিয়ে করার প্রয়োজন আছে বলে মনে হয় না।
আমি প্রজেক্ট কড়িকাঠের সাথে অফ-উইকিতে সরাসরি জড়িত না হলেও, অন-উইকি এবং অফ-উইকিতে এর আগেও কড়িকাঠের সাথে কাজ করেছি। অন-উইকি এবং অফ-উইকিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রত্যেকেই এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে জানেন। আপনিও খুব ভালোভাবেই জানেন; সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সাথে আলোচনা সেটিই বলে। কাজেই আমরা একসাথে কাজ করতে সক্ষম, এতে কোনো সন্দেহ থাকার কথা না। বাংলা উইকিপিডিয়ায় একটি প্রতিযোগিতা আয়োজন করছি, বাংলা উইকির বাইরের একটি প্রজেক্ট অর্থ দিয়ে এবং অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করছে। এতে বাংলা উইকিপিডিয়ায় কী কনটেন্ট যুক্ত হচ্ছে, বাংলা উইকিপিডিয়া কতটুকু উন্নত হচ্ছে, সেটিকে পাশ কাটিয়ে আয়োজক দলে কার নাম থাকছে, কার নাম কেন থাকছে না, এটাকে টার্গেট করে এত দীর্ঘ আলোচনা টানা খুবই দুঃখজনক। — আদিভাইআলাপ০৯:০০, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি ইতোমধ্যে ফাউন্টেন সরঞ্জামে এডিটাথনটি অ্যাপ্রুভ করেছি। আলোচনাটি আলোচনাসভায় যাওয়ায় এখানে আর মন্তব্য করছি না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:৪৬, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, ধন্যবাদ। সত্যি বলতে আপনি না থাকলে আমার প্রতিযোগিতা আয়োজন অসম্পূর্ণ থেকে যেত। :) — আদিভাইআলাপ১৮:৩১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলায় নয় কেন?

সম্পাদনা

@Meghmollar2017, হ্যাশট্যাগ ইংরেজিতে কেন? বাংলা অক্ষরে দিলে কী সমস্যা? আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫২, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান, উইকিমিডিয়ার হ্যাশট্যাগ টুল বাংলায় হ্যাশট্যাগ শনাক্ত করতে পারে না। — আদিভাইআলাপ০৮:১৯, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৫৫, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


প্রতিযোগিতার ফলাফল

সম্পাদনা

@Meghmollar2017,অনেকদিন অতিবাহিত হবার পরও প্রতিযোগিতার ফলাফল প্রদানে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কারণটা কি জানানো যায়?

@Meghmollar2017, আরও অনেকদিন অতিবাহিত হবার পরও প্রতিযোগিতার ফলাফল প্রদানে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। কারণটা কি জানানো যায়?

"চিত্রলেখা ঢাকা ২০২৩" প্রকল্প পাতায় ফিরুন।