উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প বানান শুদ্ধিকরণ
পুরষ্কার
বানান শুদ্ধিকরণ অভিযান (প্রস্তাবনামূলক আলোচনা)
সম্পাদনাব্যবহারকারী তানভির ভাইয়ের আলাপ পাতায় করা আলাপের রেশ ধরে এখানে অশুদ্ধ বানান, সম্ভাব্য শুদ্ধ বানান এবং তৎসংশ্লিষ্ট কোনো মন্তব্য থাকলে তা প্রস্তাব করবো। প্রস্তাবনার প্রেক্ষিতে আলোচনার প্রয়োজন থাকলে এখানেই তার আলোচনা হবে। প্রস্তাবিত বানানের অবস্থা বোঝাতে {{DYK?}} লেখা থাকবে, অর্থাৎ বানানটির পর্যালোচনা চলছে ( )। আলোচনা শেষে অবস্থা অংশে {{DYKtick}} দিয়ে পাসকৃত বানানটি চিহ্নিত করবো, অর্থাৎ বানানটির ব্যাপারে কোনো বিতর্ক নেই ( )। এবং সেই বানানটি বেলায়েতবট অথবা তানভিরবটের জন্য প্রকল্প পাতায় যোগ করা হবে।
আলোচনা
সম্পাদনাশব্দ সম্পর্কে আলোচনা এই অংশে করার প্রস্তাব করা হচ্ছে:
পুরষ্কার এবং পুরস্কার
সম্পাদনাএই বানানটির ব্যাপারে আমার বিশেষ ঝামেলা হচ্ছে। পুরষ্কার (Puroshkar)-কে সঠিক মনে হচ্ছে। কিন্তু পুরস্কার (Puroskar)-কে কেন জানি অঠিক মনে হচ্ছে। সঠিকটার ব্যাপারে ঐক্যমত্য চাচ্ছি, কারণসহ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৩, ৪ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
- সৌভাগ্য যে এই সংস্কৃত শব্দটির বানান নিয়ে কখনো কখনো সংশয় জন্ম নিলেও কোন বিতর্ক নেই। ভিন্ন কোন বানানও প্রচলিত নেই। পুর: + √কৃ + অ = পুরস্কার। অর্থাৎ অগ্রে যা করা হয়েছে তার থেকে (জাত)। সংশয়ের মূল কারণ সম্ভবত: পরিষ্কার শব্দটি যাতে একটি মূর্ধণ ষ আছে। - Faizul Latif Chowdhury (আলাপ) ০১:৪১, ৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
ফয়েজ ভাই, ধন্যবাদ। বিতর্কের অবসান, তাই যোগ করে দিলাম তালিকায়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১০, ৫ ডিসেম্বর ২০১১ (ইউটিসি)
রং; রঙ / বাঙালী; বাঙ্গালী / বাংলা; বাঙলা
সম্পাদনাবানান
সম্পাদনাআরও বানান যোগ করুন
অভয়া (আলাপ) ০৯:৪০, ২৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- পুরষ্কার 103.242.23.186 (আলাপ) ১২:৩৬, ১৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
‘আপোস’ নয়, প্রমিত বানান ‘আপস’
সম্পাদনাবানান শুদ্ধিকরণে প্রধান তথ্যসূত্র হিসেবে কাকে বা কোন প্রতিষ্ঠানকে ধরা হচ্ছে? বাংলা একাডেমি কর্তৃক প্রণীত নিয়মানুযায়ী বর্তমানে কেবল ‘আপস’ বানানটি শুদ্ধ। WikOvin (আলাপ) ০৬:২৮, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
বানান শুদ্ধিকরণ
সম্পাদনাআমার কাছে এই শব্দটি খুবই কঠিন 103.242.217.94 (আলাপ) ১৩:২৪, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)
ব্যাপারে
সম্পাদনাব্যপারে 103.253.44.138 (আলাপ) ০৩:১৪, ২০ জুন ২০২২ (ইউটিসি)
পুরস্কার
সম্পাদনাবানান কি হবে? 103.187.24.238 (আলাপ) ০৫:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
বানান শুদ্ধিকরণ
সম্পাদনাতিপ্পান্ন এর শুদ্ধ বানান 2404:1C40:FD:760B:8805:21FF:FE04:D8BC (আলাপ) ১০:০৮, ৭ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)