উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ পর্যালোচনা
এই পাতাটি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ পর্যালোচনা পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
প্রতিযোগিতার নিবন্ধ পর্যালোচনা বিষয়ে আলোচনার জন্য নির্ধারিত পাতা।
পর্যালোচকদের দৃষ্টি আকর্ষণ
সম্পাদনা@Yahya, Meghmollar2017, ইফতেখার নাইম, SHEKH, Aishik Rehman, Moheen, WAKIM, এবং MS Sakib: প্রথমেই ধন্যবাদ জানাই নিবন্ধ পর্যালোচক হিসেবে অবদান রাখার ব্যাপারে আগ্রহী হওয়ায়। পর্যালোচনার ক্ষেত্রে যেকোনো প্রশ্ন/বিভ্রান্তি/ইত্যাদির জন্য এই আলাপ পাতা ব্যবহার করার অনুরোধ থাকলো। ― অংকন (আলাপ) ০৬:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- মন্তব্য @ANKAN: ভাইয়া, সবগুলোর জন্য আলাদা আলাদা পাতা ব্যবহার না করে একটিমাত্র পাতা ব্যবহার করলে সমন্বয় করা সহজ হতো। বাংলা উইকিপিডিয়ায় এত সক্রিয় ব্যবহারকারী নেই যে, সবগুলো পাতা আলাদা করে কারও না কারও নজরে পড়বে। — Meghmollar2017 • আলাপ • ০৭:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017: এই পাতাটি কেবলমাত্র পর্যালোচকদের জন্য, যদি কোনো অংশগ্রহণকারীর প্রশ্ন নিয়ে আলোচনার প্রয়োজন হয় সেক্ষেত্রে পর্যালোচকরা যেন স্বচ্ছন্দ্যে সেটা করতে পারে সেজন্য পাতাটি তৈরি করা হয়েছে। একইসাথে নিবন্ধ পর্যালোচনার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটাও এখানে জানাতে পারব আমরা, সকল পর্যালোচককে আলাদা আলাদাভাবে বার্তা দেয়ার চেয়ে সেটা সহজ হবে। অর্থাৎ অংশগ্রহণকারীদের আলোচনার সাথে পর্যালোচকদের আলোচনা আলাদা রাখার জন্য এই পাতা। আর সবগুলো বলতে আমার দুইটা পাতার কথা মনে পড়ছে, একটা সবার জন্য (মূলত অংশগ্রহণকারীদের জন্যই) মূল আলোচনা পাতা আরেকটা পর্যালোচকদের জন্য (এই পাতা)। ― অংকন (আলাপ) ১৪:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @ANKAN: ভাইয়া, এর পাশাপাশি নিবন্ধ তালিকার জন্যও একটা পাতা রয়েছে। পর্যালোচনার জন্য আলাদা পাতার ব্যবস্থা ভালো, তবে একসাথে থাকলে অসুবিধা হতো বলে মনে হয় না (লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি)। যদি প্রতিযোগিতা পরিচালনা ও নিবন্ধ পর্যালোচনায় সুবিধা হয়, সেক্ষেত্রে একাধিক আলোচনা পাতায় আমারও কোনো অসুবিধা নেই। — Meghmollar2017 • আলাপ • ১৪:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সুরক্ষা
সম্পাদনা@আফতাবুজ্জামান: ভাই, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/অংশগ্রহণকারী পাতাটির সুরক্ষা সেটিংস শুধুমাত্র লগইন করা ব্যবহারকারীদের জন্য নির্ধারণ করা যায় না?—ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৪:০৩, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
- না, করলে নতুন অ্যাকাউন্ট খোলারাও নাম যোগ করতে পারবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০২, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
- মন্তব্য @Yahya: ভাই, খুব সম্ভব যায় না। অনেক আগে একটা আলোচনায় দেখেছিলাম, সুরক্ষা সেটিংস নির্ধারণ করে আইপিকে আলাদা করে বাধা দেওয়া যায় না। বাধা দিলে আইপির সাথে চারের কম সম্পাদনার ব্যবহারকারীরাও বাধা পাবেন। আর আমার কেন জানি মনে হচ্ছে, গতকাল যত নাম যুক্ত হয়েছে, তার অর্ধেকের বেশি সক। এদের আচরণগত মিল প্রচুর ছিল। আফসোস, পরীক্ষার সুযোগ নেই, করেও লাভ নেই (যেহেতু আইপি বদলাচ্ছে)। :( — Meghmollar2017 • আলাপ • ১৫:০২, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে
সম্পাদনাসুধী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়োজকদলের সিদ্ধান্তক্রমে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর সময়সীমা আগামী রবিবার, ১১ এপ্রিল ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। — তানভির • ১৪:৪৪, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)