উইকিপিডিয়া:জ্যান্ত মাছে পোকা পড়ানো
(উইকিপিডিয়া:Liar liar pants on fire থেকে পুনর্নির্দেশিত)
এই রচনায় অপসারণ নীতি সম্পৃক্ত এক বা একাধিক উইকিপিডিয়া অবদানকারীর মতামত বা পরামর্শ উপস্থাপিত হয়েছে। পৃষ্ঠাটি একটি বিশ্বকোষীয় নিবন্ধ নয়, এটি উইকিপিডিয়ার নীতি বা নির্দেশিকাও নয়। পৃষ্ঠাটি সম্প্রদায়ের দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়নি। তাই, প্রবন্ধগুলো বিস্তৃত আদর্শ বা সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। এগুলো সঠিক বিচারবুদ্ধি অনুসারে পাঠ করুন। |
এই পাতার মূল বক্তব্য: নিবন্ধ অপসারণ প্রস্তাবনার আলোচনায় (অথবা যেকোনো জায়গায়) একজন সম্পাদককে মিথ্যুক বলা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় |
সম্পাদককে মিথ্যুক বলা
সম্পাদনাএকজন উইকিপিডিয়ানকে মিথ্যুক বলা (যা আসলে একটি ব্যক্তি আক্রমণ) অথবা তিনি অশুদ্ধ তথ্য যুক্ত করেছেন এই কথা বলা- উইকিপিডিয়ায় নিবন্ধ অপসারণ করার একটি কারণ হতে পারে না। যদি উইকিপিডিয়ান এমন তথ্য উপস্থাপন করে যা আদতে সঠিক নয় বা তথ্যের অপপ্রয়োগ করে, তথ্যের ভুল ব্যাখ্যা দেয় অথবা ভুল তথ্য দেয়-তবে অন্য উইকিসম্পাদকের এগিয়ে এসে শুদ্ধ তথ্যের সঠিক তথ্যসুত্র দেওয়াটাই উত্তম।
যদি কোনো সম্পাদক যাচাইযোগ্য নয় এরকম তথ্যসূত্র সমর্থিত কোনো সম্পাদনা করে থাকেন, তবে তার কাছে সঠিক তথ্যসুত্র দাবী করাই ন্যায়সংগত হবে। একই সময়ে অন্যান্য সম্পাদকের উপর আস্থা রাখার চর্চা চালিয়ে যাওয়াই সর্বোৎকৃষ্ট কাজ।
আরো দেখুন
সম্পাদনা