উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ পুনর্নিরীক্ষণ

(উইকিপিডিয়া:FAR থেকে পুনর্নির্দেশিত)

নির্বাচিত নিবন্ধ পুনর্নিরীক্ষণ

নির্বাচিত নিবন্ধগুলো উইকিপিডিয়ার সেরা নিবন্ধ। কিন্তু উইকিপিডিয়ার নীতি অনুসারে কোন মানদণ্ডই চূড়ান্ত নয়। বিভিন্ন কারণে নির্বাচিত নিবন্ধগুলোকে আর নির্বাচিত থাকার যোগ্য মনে নাও হতে পারে। সেক্ষেত্রে সেগুলোর পুনর্নিরীক্ষণ আবশ্যক। এ লক্ষ্যেই এই পৃষ্ঠাটি তৈরী করা হয়েছে।

কি কি কারণে পুনর্নিরীক্ষণের প্রয়োজন হতে পারে তা নিচে উল্লেখ করা হয়েছে। কিভাবে তা করতে হবে তাও উল্লেখ করা হয়েছে। এই নিয়ম অনুসারে পুনর্নিরীক্ষণের পর নিবন্ধটিকে যোগ্য মনে হলে নির্বাচিত রাখা হবে নয়তো বাতিল করে দেয়া হবে। যে কেউ পুনর্নিরীক্ষণের প্রস্তাব করতে পারেন। তবে পুনর্নিরীক্ষণ ব্যতিরেকে কোন নির্বাচিত নিবন্ধের নির্বাচিত থাকার অধিকার বাতিল করা চলবে না।

নির্বাচিত নিবন্ধ মনোনয়ন সহায়িকা:

নিম্নোক্ত কারণে নির্বাচিত নিবন্ধ থাকার যোগ্যতা প্রশ্নের সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে তার পুনর্নিরীক্ষণ করতে হবে।

  • যে নিবন্ধগুলোর তথ্য ও উপাত্তগুলো পরিবর্তিত হয়ে গেছে। হালনাগাদের অভাবে নিবন্ধের অনেক তথ্যই এখন আর সত্য নয়। হালনাগাদ করার জন্য তাকে পুনর্নিরীক্ষণ করা যেতে পারে।
  • যে বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে সে বিষয়ে সম্প্রতি নতুন কোন মাত্রা যুক্ত হয়েছে যা নিয়ে সেখানে কিছুই লেখা নেই।

পুনর্নিরীক্ষণ নিম্নোক্ত নিয়ম মেনে করতে হবে:

  • চেষ্টা করতে হবে বিভিন্ন তথ্য-উপাত্ত হালনাগাদ করে দেয়ার। নির্বাচিত নিবন্ধের যোগ্যতা ছিনিয়ে নেয়ার থেকে হালনাগাদ করা অবশ্যই উত্তম।


এই পৃষ্ঠার জন্য ক্যাশ পরিষ্কার করুনপ্রধান পাতার ক্যাশ পরিষ্কার করুন.

পুনর্নিরীক্ষণের প্রস্তাবনাসমূহ

নির্বাচিত নিবন্ধের যোগ্যতা বাতিল হবে যেগুলোর

প্রাক্তন নির্বাচিত নিবন্ধসমূহ