উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা

প্রশাসকের নির্দেশাবলী

এই পাতাটি পুনঃসতেজ করতে এখানে ক্লিক করুন
এই মাসের অপসারণযোগ্য নিবন্ধের লগ

উইকিপিডিয়ায় বিভিন্ন কারণে কোন নিবন্ধ অপসারণের প্রয়োজন হতে পারে। যেহেতু কেবল প্রশাসকরাই নিবন্ধ অপসারণ করতে পারেন, তাই আবেদন করতে হলে এই পাতাটি ব্যবহার করুন। যাতে অন্যান্যরা অপসারণ প্রস্তাবনায় সমর্থন, বিরোধিতা বা নিরপেক্ষ মতামত দিতে পারেন। ঐকমত্য প্রতিষ্ঠা হলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে। বিকল্পপন্থায়, আপনি যদি নিশ্চিত থাকেন নিবন্ধ অবিতর্কিতভাবে কোন কারণে অপসারণযোগ্য, তাহলে এই পাতা ব্যবহার না করে, {{subst:prod|অপসারণের কারন}} টেমপ্লেটটি নিবন্ধের উপরে ব্যবহার করতে পারেন। প্রশাসকদের নির্দেশাবলী

বর্তমান সক্রিয় আবেদনে তালিকাভুক্ত করুন

যে সকল নিবন্ধ সম্ভাব্য অপসারণ করার জন্য প্রস্তাব করা হয় সেগুলো মাস অনুসারে তালিকাভুক্ত করা হয়ে থাকে। চলতি মাসের ভুক্তিতে কোন নিবন্ধ তালিকাভুক্ত করতে চাইলে অনুগ্রহ করে নিম্নের নতুন ভুক্তি যুক্ত করুন লিংকে ক্লিক করুন এবং আপনার নিবন্ধের অপসারণ প্রস্তাবনার উপপাতাটির লিংক সবার উপরে যুক্ত করুন।

বর্তমান সক্রিয় আবেদনসমূহ

বিষয় অনুযায়ী বর্তমান বা সংগ্রহশালার অপসারণ আলোচনা অনুসন্ধান করুন

  • কোন শব্দ অনুসন্ধান করতে, শব্দটি লিখুন। উদা:  বাংলা
  • এরকম কোন আলোচনা খুঁজে পেতে যার নিবন্ধের শিরোনাম লিখুন। উদা:  intitle:মানব জীববিজ্ঞান
  • যে-কোন স্থানে বাংলা যুক্ত কোন আলোচনা খুঁজে পেতে, কিন্তু মানব জীববিজ্ঞান শুধুমাত্র নিবন্ধ শিরোনামে থাকবে, প্রবেশ করান:  বাংলা intitle:মানব জীববিজ্ঞান'
  • অথবা বছর অনুযায়ী সকল আলোচনার সংগ্রহশালা অনুসন্ধানের জন্য দেখুন, সংগ্রহশালা

অপসারণ প্রক্রিয়া

প্রস্তাব রাখা

কোন নিবন্ধ অপসারণের প্রস্তাব আনতে হলে নিম্নের তিনটি ধাপ অনুসরণ করুন:

১ম.
নিবন্ধের পাতায় অপসারণ ট্যাগ যোগ করুন

এই {{subst:afd1}} ট্যাগটি নিবন্ধের শীর্ষে যুক্ত করুন (যদি প্রথম প্রস্তাবনা হয়)।
(যদি পূর্বে এই নিবন্ধটিতে অপসারণের প্রস্তাব করা হয়ে থাকে, তাহলে {{subst:afdx|২য়}} বা {{subst:afdx|৩য়}} ব্যবহার করুন)

  • দয়া করে সম্পাদনা সারাংশে এই টি যুক্ত করুন:
    নিবন্ধ অপসারণের প্রস্তাব, [[উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নিবন্ধের নাম]] দেখুন।
    এখানে নিবন্ধের নাম-এর স্থানে সংশ্লিষ্ট নিবন্ধের নাম লিখবেন, যেমন নিবন্ধের নাম কখগ হলে হবে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কখগ।
(যদি আগে এই নিবন্ধ অপসারণের প্রস্তাব থাকে, তাহলে "নিবন্ধের নাম (২য় মনোনয়ন)" বা "নিবন্ধের নাম (৩য় মনোনয়ন)" ইত্যাদি ব্যবহার করুন)
  • আপনি "নজরে রাখুন" ট্যাবে ক্লিক করে পাতাটিকে আপনার আমার নজরতালিকাতে রাখতে পারে। এর মাধ্যমে লক্ষ্য রাখতে পারবেন, যদি কেউ AfD ট্যাগটি সরিয়ে ফেলেন।
  • পাতাটি সংরক্ষণ করুন।
২য়.
নিবন্ধ অপসারণ প্রস্তাবের আলোচনার পাতা তৈরি করুন

AfD ট্যাগটি যুক্ত করার পর তার ফলাফল হিসাবে পূর্বের কোন বিতর্কের সন্ধান পেতে পারেন।

  • যদি তা পান তা হলে তার উপর ক্লিক করে এই নিবন্ধের বিতর্কের আলোচনার পাতাটি খুলে দেখতে পারেন। কিছু পূর্বের বিতর্কের আলোচনা ও নির্দেশ আপনি পাবেন।
  • আপনি নিবন্ধ অপসারণের প্রস্তাবে আপনার কারন প্রদর্শন করতে পারেন।

অথবা

  • আপনি লাল রঙের এই নিবন্ধের অপসারণের প্রস্তাবনায় নামক অংশ দেখতে পাবেন, তার উপর ক্লিক করে অপসারণের বিতর্ক পাতা খুলুন।
  • সেই খানে:
    {{subst:afd2 | pg=নিবন্ধের নাম | text=নিবন্ধ অপসারণের কারন}} ~~~~
    এই ট্যাগটি যুক্ত করুন।
  • আপনি উপরের "নজরে রাখুন" ট্যাবে ক্লিক করে পাতাটিকে আপনার আমার নজরতালিকা রাখার জন্য ঠিক করুন। এর মাধ্যমে আপনি এই বিতর্কের অগ্রগতি সম্পর্কে লক্ষ্য রাখতে পারবেন।
  • দয়া করে সম্পাদনা সারাংশে এই টি যুক্ত করুন:
    [[নিবন্ধের নাম]]-এর অপসারণের বিতর্ক পাতা তৈরি করা হল

  • পাতাটি সংরক্ষণ করুন।
৩য়.
অবদানকারীকে অপসারণের বিষয় সম্পর্কে অবহিত করুন
  • নিবন্ধ অপসারণের লগ -এর উপর ক্লিক করুন খুলুন।
  • এই ট্যাগটি প্রস্তাবনা তালিকার শেষে যুক্ত করুন:
    {{subst:afd3 | pg=নিবন্ধের নাম}}
  • দয়া করে সম্পাদনা সারাংশে এই টি যুক্ত করুন:
    [[উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/নিবন্ধের নাম]] যুক্ত করা হল
  • পাতাটি সংরক্ষণ করুন।

নিবন্ধে উল্লেখযোগ্য অবদানকারীকে অবহিত করুন

যদিও এটি অবশ্যক নয় তবে সাধারণত নিবন্ধ প্রণেতার বা উল্লেখযোগ্য কোন সম্পাদনাকারীর উপর আস্থা রেখে তাদের অবহিত করুন যে, আপনি নিবন্ধটি অপসারণের প্রস্তাব করেছেন।

কোনক্রমেই বট অ্যাকাউন্ট বা যারা নিবন্ধে শুধুমাত্র অনুল্লেখ্য সম্পাদনা করেছেন তাদের অবহিত করবেন না। প্রধান অবদানকারীদের খুঁজে পেতে, ইতিহাস পাতায় বা নিবন্ধের আলাপ পাতায় অনুসন্ধান করতে পারেন এবং/অথবা উইকিপিডিয়া পাতা ইতিহাস পরিসংখ্যান সরঞ্জাম ব্যবহার করতে পারেন। আপনার সুবিধার জন্য, আপনি নিম্নের নিরপেক্ষ লেখাযুক্ত টেমপ্লেট ব্যবহার করতে পারেন:

  • নিবন্ধ প্রণেতার জন্য: {{subst:AFDWarning|নিবন্ধের শিরোনাম}} ~~~~
  • উল্লেখযোগ্য অবদানকারীর জন্য: {{subst:Adw|নিবন্ধের শিরোনাম}} ~~~~

এএফডি পাতা তৈরি করুন

এই টেমপ্লেটটি শুধুমাত্র নিবন্ধিত ব্যবহারকারীরা কোন নিবন্ধ অপসারণ প্রস্তাবনার জন্য ব্যবহার করতে পারেন:


উপরের বক্সে নিবন্ধের নাম অংশে আপনার প্রস্তাবিত নিবন্ধের নাম লিখে প্রস্তাব করুন-এ ক্লিক করুন। উপপাতা খোলার পর পাতার নাম নিবন্ধের নাম দিয়ে এবং কারণ অপসারণের কারণ দিয়ে প্রতিস্থাপিত করে সংরক্ষণ করুন। স্বাক্ষর করার কোন প্রয়োজন নেই, এটি সফ্টওয়ার স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করবে। আপনি যদি এই পন্থায় প্রস্তাব করেন তাহলে আপনার প্রস্তাবনা বর্তমান এএফডি লগে তালিকাভুক্ত করুন।

বিকল্পপন্থায় আপনি টুইংকল ব্যবহার করে একই কাজ করতে পারেন। টুইংকলের সাহায্যে এটি ছাড়াও আপনি আরো অন্যান্য বাড়তি সুবিধা পাবেন যেমন, ধ্বংসপ্রবণতা প্রতিরোধ, কোন নিবন্ধ দ্রুত অপসারণের জন্য মনোনয়ন ইত্যাদি। আপনি আমার পছন্দ পাতায় গিয়ে গ্যাজেটগুলি লিংকে টুইঙ্কেল লেখা বক্সে টিক চিহ্ন দিয়ে সংরক্ষণ করার মাধ্যমে এটি সক্রিয় করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য দেখুন, উইকিপিডিয়া:টুইংকল/উপাত্ত

প্রস্তাব বিবেচনা

এর পর সংশ্লিষ্ট প্রস্তাবনা পাতায় সমঝোতায় পৌছানোর চেষ্টা করা হবে ১ সপ্তাহ ধরে। সেখানে মুছে ফেলা হোক, মুছে ফেলার বিরোধিতা, বা নিরপেক্ষ মতামত দিন। খেয়াল রাখবেন, এটা কিন্তু ভোটাভুটি নয়, এখানে মূলতঃ যৌক্তিক উপায়ে সমঝোতায় পৌছানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

এক সপ্তাহ পর প্রশাসকদের কোন একজন প্রস্তাবনা বিবেচনা করবেন। সমঝোতায় যদি অপসারণের পক্ষে মত আসে, তাহলে নিবন্ধটি অপসারণ করা হবে। যদি অপসারণের বিপক্ষে মত আসে, তাহলে নিবন্ধটি সংরক্ষণ করা হবে। যদি সমঝোতায় পৌছানো সম্ভব না হয়, তাহলেও নিবন্ধটি থেকে যাবে।