উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/আবশ্যিক ফাইলসমূহ
- নিম্নোক্ত মন্তব্যের অনুরোধটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। দয়া করে এটি পরিবর্তন করবেন না। এই আলোচনায় আর কোনও সম্পাদনা করা উচিত নয়। সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে সংক্ষিপ্তসার অনুসরণ করে।
- বাস্তবায়ন করার জন্য যথেষ্ট সমর্থন পাওয়া যায়নি। জনি (আলাপ) ০৫:১৫, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
মনোনয়ন
সম্পাদনাবিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতাকে হালনাগাদ করতে হবে, অথবা নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ পাতা তৈরি করতে হবে।
সমস্যা
সম্পাদনাযেহেতু বিশেষ:আবশ্যিক ফাইলসমূহ পাতায় কমন্সে থাকা চিত্র গুলো দেখায়, সেজন্য প্রকৃত পক্ষে যে সকল চিত্রের প্রয়োজন সেগুলো অনুসরণ করা কঠিন হয়ে পরে।
কি করা যেতে পারে
সম্পাদনা১. বিশেষ:আবশ্যিক ফাইলসমূহের তালিকা থেকে কমন্সে থাকা চিত্রগুলো বাদদেওয়া হওক।
২. নতুন করে বিশেষ:স্থানীয় আবশ্যিক ফাইলসমূহ তৈরি করা হওক।
মন্তব্য
সম্পাদনা- কোন আপত্তি নেই। ১ নং, ১ নং না সম্ভব হলে ২ নং। এখন দেখার বিষয় আমাদের মত ছোট উইকির আবেদন গ্রহণ করে কিনা মিডিয়াউইকির প্রোগ্রামারগণ (২ নংয়ের জন্য)। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:০৮, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- ঠিক তাই -- — 180.148.210.66 (আলাপ) থেকে ০০:৫৬, ১২ নভেম্বর ২০১৯ (UTC) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।