উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/KanikBot/৭ম

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

  • নাম: KanikBot
  • পরিচালক: Ahmad Kanik
  • কাজ: খসড়া নামস্থানের পাতাগুলো ৬ মাস সম্পাদনা না হলে ট্যাগ করা ও প্রণেতাকে বার্তা দেয়া
  • প্রোগ্রামিং ভাষা: পাইথন (সাথে পাইউইকিবট)
  • সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
  • সম্পাদনার হার: ৬
  • বিস্তারিত: আলোচনায় ৬ মাস ধরে সম্পাদনা না হওয়া খসড়া পরিত্যক্ত হিসেবে অপসারণ করার সিদ্ধান্ত রয়েছে এবং একজন বট দ্বারা ট্যাগ করার কাজটি দেখতে বলেছেন। ৬ মাস বলতে বট ৩৬৫/২ = ১৮২.৫ দিন হিসেব করবে, তবে ভিন্নমত থাকলে জানান। বট খসড়াটি ৬ মাস কোনো সম্পাদনা না হলে {{db-g13}} দ্বারা ট্যাগ করবে এবং {{subst:Db-draft-notice|খসড়ার নাম|header=1}} ~~~~ দ্বারা প্রণেতা বা খসড়ার প্রথম সম্পাদনার অবদানকারীকে বার্তা দিবে। টেমপ্লেট দুটির ভাষাগত সংশোধনে অবদান রাখতে পারেন। এছাড়া ৫ মাস কোনো সম্পাদনা হয়নি এমন ক্ষেত্রে একটি সাবধানতা মূলক বার্তা দিবে।

AKanik 💬 ০৯:২০, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি) [সম্পাদিত ০২:৩৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি) এ][উত্তর দিন]

  অনুমোদন করা হলো। দেরি হওয়ার জন্য দুঃখিত, কণিক। — তানভির০৯:৫৭, ১০ জুন ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা

সম্পাদনা

ধন্যবাদ অনুমোদনের জন্য, প্রথম দিনে বটের কাজের ফলাফল এখানে, বর্তমান উৎসকোড এখানে। পূর্বে আমার আলাপ পাতায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, তাদেরকে নতুন কাজ শুরুর বিষয়টি অবগত উল্লেখ করলাম @আফতাবুজ্জামান, MdsShakil, এবং Yahya:AKanik 💬 ০৮:১৭, ১১ জুন ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]