উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/KanikBot/৭ম
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: KanikBot
- পরিচালক: Ahmad Kanik
- কাজ: খসড়া নামস্থানের পাতাগুলো ৬ মাস সম্পাদনা না হলে ট্যাগ করা ও প্রণেতাকে বার্তা দেয়া
- প্রোগ্রামিং ভাষা: পাইথন (সাথে পাইউইকিবট)
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৬
- বিস্তারিত: আলোচনায় ৬ মাস ধরে সম্পাদনা না হওয়া খসড়া পরিত্যক্ত হিসেবে অপসারণ করার সিদ্ধান্ত রয়েছে এবং একজন বট দ্বারা ট্যাগ করার কাজটি দেখতে বলেছেন। ৬ মাস বলতে বট ৩৬৫/২ = ১৮২.৫ দিন হিসেব করবে, তবে ভিন্নমত থাকলে জানান। বট খসড়াটি ৬ মাস কোনো সম্পাদনা না হলে {{db-g13}} দ্বারা ট্যাগ করবে এবং {{subst:Db-draft-notice|খসড়ার নাম|header=1}} ~~~~ দ্বারা প্রণেতা বা খসড়ার প্রথম সম্পাদনার অবদানকারীকে বার্তা দিবে। টেমপ্লেট দুটির ভাষাগত সংশোধনে অবদান রাখতে পারেন। এছাড়া ৫ মাস কোনো সম্পাদনা হয়নি এমন ক্ষেত্রে একটি সাবধানতা মূলক বার্তা দিবে।
— AKanik 💬 ০৯:২০, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি) [সম্পাদিত ০২:৩৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি) এ]
- অনুমোদন করা হলো। দেরি হওয়ার জন্য দুঃখিত, কণিক। — তানভির • ০৯:৫৭, ১০ জুন ২০২৪ (ইউটিসি)
আলোচনা
সম্পাদনা- আমার মতে ঠিক আছে। তবে ০.৫ হিসাব না করে ১ যুক্ত করা যেতে পারে। মেহেদী আবেদীন ১৬:২৭, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা ১৮৩ ধরা হল। — AKanik 💬 ১৬:৫৭, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- খসড়া নামস্থান ছাড়াও বিষয়শ্রেণী:প্রত্যাখ্যাত নিবন্ধ সৃষ্টিকরণের জন্য উপস্থাপন তে কোনো ব্যবহারকারী উপপাতাও ছয় মাস পরিত্যক্ত থাকলে ট্যাগ যোগ ও বার্তা প্রদানের কোড বটে যোগ করতে যাচ্ছি। — AKanik 💬 ১৬:৫৭, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- ছয় মাসের এক মাস আগে অর্থাৎ পঞ্চম মাসে খসড়ার মূল লেখককে কী এই জাতীয় বার্তা দেওয়া যায় যে: "আপনার তৈরি অমুক খসড়াটিতে গত ৫ মাসে কোনও সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে এটিকে অপসারণ করা হতে পারে।... "? আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৩, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- জ্বী। এটা করাই উত্তম। আমি বিবরণে যুক্ত করেছি। — AKanik 💬 ০২:৩৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- ছয় মাসের এক মাস আগে অর্থাৎ পঞ্চম মাসে খসড়ার মূল লেখককে কী এই জাতীয় বার্তা দেওয়া যায় যে: "আপনার তৈরি অমুক খসড়াটিতে গত ৫ মাসে কোনও সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ফেলে রাখা হয় তবে আগামী মাসে এটিকে অপসারণ করা হতে পারে।... "? আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৩, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- Ahmad Kanik ভাই, আমি এসব ক্ষেত্রে একটা ব্যাপার সর্বপ্রথম চিন্তা করি, সেটা হলো, Duplication (পুনরাবৃত্তি) হওয়ার সম্ভাবনা আছে কি না। ধরুন, কোনো একটি পাতা ১৮৩ দিন পুরনো, আপনার বট আলাপ পাতায় বিজ্ঞপ্তি দিল। কিন্তু পরেরদিন পাতাটি ১৮৪ দিন পুরনো হয়ে গেল, টেকনিক্যালি পাতাটি তখনও
১৮৩ দিনের বেশি
শর্তটি পূরণ করবে এবং আলাপ পাতায় আবারও বিজ্ঞপ্তি দেবে কি না, সেটা একটু বিশদভাবে উল্লেখ করুন। আমি যখন করতাম, তখন একটা পতাকা (flag) রাখতাম যে সর্বশেষ এত তারিখে দেয়া হয়েছে, তো আগামী এত তারিখ অবধি দেয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ০৩:০৫, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- হ্যাঁ। এটা বিবেচনায় নেয়া হয়েছে। — AKanik 💬 ০৩:২৯, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik ভাই, কাজটি যদি অনুমোদিত হয়, আনুমানিক সম্পাদনা হার কত হবে? ‐নকীব সরকার বলুন... ০৭:১৩, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- যে পরিমাণ খসড়া পরিত্যক্ত থাকবে, তার উপর নির্ভর করবে। দিনে একবার সচল হবে এবং গড়ে এক দুটি সম্পাদনা করবে আমার ধারণা। — AKanik 💬 ১৫:১৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য এক্ষেত্রে আমার মতামত হলো, বট ফ্ল্যাগ ছাড়াই সম্পাদনাগুলো করলে সাম্প্রতিক পরিবর্তনে ভেসে উঠবে। এতে কোনো ভুল হলে ঠিক করা যাবে। ‐নকীব সরকার বলুন... ০৪:৩৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- এমনিতে বট ফ্লাগ ছাড়া করতে আপত্তি নেই। তবে আমার লেখা স্ক্রিপ্ট আরো জটিল কাজ করছে ভুল ছাড়াই। শুরুতে প্রাথমিক পর্যায়ে আমি নিজের অনেক সময় ব্যয় বটের সব সম্পাদনা মনিটরিং করি। — AKanik 💬 ০৫:২০, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik এখানে সম্ভবত আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনার পারদর্শীতা নিয়ে আমি কোনোরূপ সন্দেহ করি নি, কিন্তু আমি মূলত বললাম কারণ যেহেতু সম্পাদনার হার অনেক কম, সেহেতু এটা সাম্প্রতিক পরিবর্তনে তেমন ভাসিয়ে দেবে না। আর নজরে পড়লেও এর কার্যকারিতার একটা নিরীক্ষণ হয়ে যাবে। ‐নকীব সরকার বলুন... ১০:৪৫, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা। আমি বটের গণ্ডগোল বিষয়ে অধিক সতর্ক, তাই বললাম। অন্যদিকে লক্ষ্য করবেন সম্পাদনা সংখ্যার তালিকা পাতাটা হালনাগাদ কিন্তু বট ফ্লাগসহ, অথচ তা সপ্তাহে ১ বার। তাই শুধু কম সম্পাদনার কারণে বট ফ্লাগ না ব্যবহার করা আমার কাছে অপরিচিত। খসড়া তৈরি বাড়লে বটের সম্পাদনাও বাড়বে। যাহোক আপনার মতামতও সম্প্রদায় বিবেচনায় নিবে এবং আশা করি আলোচনা বন্ধকারী ব্যুরোক্র্যাট ফ্লাগছাড়া নাকি ফ্লাগসহ তা সিদ্ধান্ত দিয়ে অনুমোদন দিবেন। — AKanik 💬 ১১:৫৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik আচ্ছা, আমার জানামতে, যেকোনো অভিজ্ঞ ব্যবহারকারীই আলোচনা বন্ধ করতে পারেন। ব্যুরোক্র্যাটের প্রয়োজন কেবলমাত্র বট অধিকার দেয়ার ক্ষেত্রে, যেটা ইতিমধ্যেই আপনার থাকার কথা।দ্বিমত থাকলে জানাতে দ্বিধা করবেন না। ধন্যবাদ। ‐নকীব সরকার বলুন... ১২:০৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- আচ্ছা। আমি বটের গণ্ডগোল বিষয়ে অধিক সতর্ক, তাই বললাম। অন্যদিকে লক্ষ্য করবেন সম্পাদনা সংখ্যার তালিকা পাতাটা হালনাগাদ কিন্তু বট ফ্লাগসহ, অথচ তা সপ্তাহে ১ বার। তাই শুধু কম সম্পাদনার কারণে বট ফ্লাগ না ব্যবহার করা আমার কাছে অপরিচিত। খসড়া তৈরি বাড়লে বটের সম্পাদনাও বাড়বে। যাহোক আপনার মতামতও সম্প্রদায় বিবেচনায় নিবে এবং আশা করি আলোচনা বন্ধকারী ব্যুরোক্র্যাট ফ্লাগছাড়া নাকি ফ্লাগসহ তা সিদ্ধান্ত দিয়ে অনুমোদন দিবেন। — AKanik 💬 ১১:৫৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik এখানে সম্ভবত আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আপনার পারদর্শীতা নিয়ে আমি কোনোরূপ সন্দেহ করি নি, কিন্তু আমি মূলত বললাম কারণ যেহেতু সম্পাদনার হার অনেক কম, সেহেতু এটা সাম্প্রতিক পরিবর্তনে তেমন ভাসিয়ে দেবে না। আর নজরে পড়লেও এর কার্যকারিতার একটা নিরীক্ষণ হয়ে যাবে। ‐নকীব সরকার বলুন... ১০:৪৫, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- এমনিতে বট ফ্লাগ ছাড়া করতে আপত্তি নেই। তবে আমার লেখা স্ক্রিপ্ট আরো জটিল কাজ করছে ভুল ছাড়াই। শুরুতে প্রাথমিক পর্যায়ে আমি নিজের অনেক সময় ব্যয় বটের সব সম্পাদনা মনিটরিং করি। — AKanik 💬 ০৫:২০, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য এক্ষেত্রে আমার মতামত হলো, বট ফ্ল্যাগ ছাড়াই সম্পাদনাগুলো করলে সাম্প্রতিক পরিবর্তনে ভেসে উঠবে। এতে কোনো ভুল হলে ঠিক করা যাবে। ‐নকীব সরকার বলুন... ০৪:৩৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- যে পরিমাণ খসড়া পরিত্যক্ত থাকবে, তার উপর নির্ভর করবে। দিনে একবার সচল হবে এবং গড়ে এক দুটি সম্পাদনা করবে আমার ধারণা। — AKanik 💬 ১৫:১৮, ২৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik কয়েকটি পরীক্ষামূলক সম্পাদনার অনুরোধ জানাচ্ছি। ‐নকীব সরকার বলুন... ১০:৪৯, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- স্ক্রিপ্ট অনউইকি সম্পাদনা করার তুলনায় একটু প্রাথমিক পর্যায়ে আছে, পরে পরীক্ষামুলক সম্পাদনা করে জানাবো। তবে স্ক্রিপ্ট চালিয়ে স্ক্রিপ্ট কি করতে যাচ্ছে তার লগ থেকে দেখা যাচ্ছে, আইপিকেও ৫ মাস পর বার্তা দিবে। @আফতাবুজ্জামান, MdsShakil, এবং Nokib Sarkar: এই ক্ষেত্রে আইপিকে বাদ দিব নাকি রেখে দিব? — AKanik 💬 ১১:৫৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik ভাই, বাংলা উইকিপিডিয়ায় (বাংলাদেশের প্রেক্ষাপটে) বেশিরভাগ আইপিই শেয়ার্ড হয়ে থাকে। অর্থাৎ, একই আইপি হয়তো সময় অনুযায়ী (ভিন্ন ভিন্ন সময়ে) একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। তো, আইপিকে বাদ দেয়ার পক্ষেই আমার মত। ‐নকীব সরকার বলুন... ১২:০০, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Ahmad Kanik এক্ষেত্রে আমার বক্তব্য হলো রেকর্ডের স্বার্থে বার্তা দিন, আলাপ পাতার নতুন ডিজাইনে আইপি থেকে বার্তা দেখা যায়। মোবাইল আইপি বাদে আইএসপি/ওয়াইফাই প্রোভাইডারদের আইপি গুলো পরিবর্তন হয় না। তাছাড়া কিছুদিন পর উইকিতে আইপি আর থাকছে না, এটাও মাথায় রাখিয়েন। —শাকিল (আলাপ · অবদান) ১২:২৮, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Nokib Sarkar: কয়েকটি পরীক্ষামূলক সম্পাদনা করেছি। — AKanik 💬 ১৬:৩৯, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- স্ক্রিপ্ট অনউইকি সম্পাদনা করার তুলনায় একটু প্রাথমিক পর্যায়ে আছে, পরে পরীক্ষামুলক সম্পাদনা করে জানাবো। তবে স্ক্রিপ্ট চালিয়ে স্ক্রিপ্ট কি করতে যাচ্ছে তার লগ থেকে দেখা যাচ্ছে, আইপিকেও ৫ মাস পর বার্তা দিবে। @আফতাবুজ্জামান, MdsShakil, এবং Nokib Sarkar: এই ক্ষেত্রে আইপিকে বাদ দিব নাকি রেখে দিব? — AKanik 💬 ১১:৫৩, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- ব্যুরোক্র্যাটদের দৃষ্টি আকর্ষণের জন্য @Wikitanvir এবং NahidSultan: — AKanik 💬 ১০:২৬, ৩০ মে ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ অনুমোদনের জন্য, প্রথম দিনে বটের কাজের ফলাফল এখানে, বর্তমান উৎসকোড এখানে। পূর্বে আমার আলাপ পাতায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, তাদেরকে নতুন কাজ শুরুর বিষয়টি অবগত উল্লেখ করলাম @আফতাবুজ্জামান, MdsShakil, এবং Yahya: — AKanik 💬 ০৮:১৭, ১১ জুন ২০২৪ (ইউটিসি)