উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/BanglaBot ২
- নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই বট অনুমোদনের অনুরোধ পর্যালোচনা করতে, দয়া করে ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় একটি নতুন আলোচনা শুরু করুন। আলোচনার ফল হলো: অনুমোদিত
।
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: BanglaBot
- পরিচালক: ZI Jony
- কাজ: অটো উইকি ব্রাউজার
- প্রোগ্রামিং ভাষা: অটো উইকি ব্রাউজার
- সম্পাদনার মোড: আধা-স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ১০-১৫
- বিস্তারিত: অটো উইকি ব্রাউজার ব্যবহার করে সাধারন পরিষ্করণের/পরিবর্তন (ব্যবহারকারী:ZI Jony/common.js-এ থাকা বানান সংশোধন সহ), লিন্ট ত্রুটি সংশোধন, উইকিপিডিয়া পরীক্ষা সংশোধন/পরিষ্করণ, আলাপ পাতা তৈরি এবং {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} ব্যবহার করে উইকিপ্রকল্প, গুরুত্ব এবং মান বসানোর (এটি নিয়ে আলোচনা চলছে, টেমপ্লেটের আরো উন্নতি করার পরে কাজ শুরু করা হবে) কাজ করতে চাই। পূর্বের অনুরোধ এবং আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে, এবং বট অধিকার অপসারণের অনুরোধ এখানে পাবেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৩:০১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনা
সম্পাদনা- @ZI Jony: মূল্যায়ন টেমপ্লেটে গুরুত্ব এবং মান বসানোর অংশটি ছাড়া বাকিগুলি অনুমোদনে আপত্তি নেই। মূল্যায়ন টেমপ্লেটে গুরুত্ব এবং মান বসানোর অংশটি আমি আরেকটু বুঝতে চাচ্ছি। কারণ বটের পক্ষে তো বোঝা সম্ভব নয় কোন নিবন্ধের গুরুত্ব ও মান কেমন। বট এটি নিয়ে কিভাবে কাজ করবে? মানে বট কিভাবে বুঝবে কোন নিবন্ধের গুরুত্ব ও মান কেমন? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২০, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @আফতাবুজ্জামান:, মূল্যায়ন টেমপ্লেটে গুরুত্ব এবং মান বসানোর কাজটি আমি নিজেই করবো, যেহেতু সম্পাদনা দ্রত সংরক্ষণ করতে গেলে সাম্প্রতিক পরিবর্তনসমূহকে প্রভাবিত করে। তাই বট ব্যবহার করে সম্পাদনগুলো খুব দ্রত এবং সাম্প্রতিক পরিবর্তনকে কোনোরকম প্রভাবিত না করে সংরক্ষণ করতে এই অনুরোধ যুক্ত করেছি। আমি উপরেও বলেছি এটি নিয়ে আলোচনা চলছে, টেমপ্লেটের আরো উন্নতি করার পরে কাজ শুরু করা হবে। টেমপ্লেটের আলাপ পাতায় এবং আলোচনাসভায় আলোচনা করে টেমপ্লেটের আরো উন্নতি করতে হবে। যেমন, বাংলা উইকিতে কোন কোন উইকিপ্রকল্প সক্রিয় থাকবে, গুরুত্ব এবং মান কি কি হতে পারে, ইত্যাদি। জনি (আলাপ) ০৩:৫৮, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- আচ্ছা, তাহলে ঠিক আছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @আফতাবুজ্জামান:, মূল্যায়ন টেমপ্লেটে গুরুত্ব এবং মান বসানোর কাজটি আমি নিজেই করবো, যেহেতু সম্পাদনা দ্রত সংরক্ষণ করতে গেলে সাম্প্রতিক পরিবর্তনসমূহকে প্রভাবিত করে। তাই বট ব্যবহার করে সম্পাদনগুলো খুব দ্রত এবং সাম্প্রতিক পরিবর্তনকে কোনোরকম প্রভাবিত না করে সংরক্ষণ করতে এই অনুরোধ যুক্ত করেছি। আমি উপরেও বলেছি এটি নিয়ে আলোচনা চলছে, টেমপ্লেটের আরো উন্নতি করার পরে কাজ শুরু করা হবে। টেমপ্লেটের আলাপ পাতায় এবং আলোচনাসভায় আলোচনা করে টেমপ্লেটের আরো উন্নতি করতে হবে। যেমন, বাংলা উইকিতে কোন কোন উইকিপ্রকল্প সক্রিয় থাকবে, গুরুত্ব এবং মান কি কি হতে পারে, ইত্যাদি। জনি (আলাপ) ০৩:৫৮, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- উইকিপ্রকল্পের গুরুত্ব টেমপ্লেট বসানোর কাজটির উন্নতি নিয়ে যেহেতু কাজ চলছে এটি ছাড়া বাকি কাজগুলোর অনুমোদন দেওয়া যায়। তবে, বট দ্বারা বানান সংশোধন করতে গিয়ে অনেক ভুল হতে দেখেছি তাই বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন: নিবন্ধ তৈরির কতক্ষণ পর আলাপ পাতা তৈরি করা হবে? নিবন্ধ তৈরির ১ সপ্তাহ পর পর কাজটি করা যেতে পারে। — রিয়াজ (আলাপ) ০৫:৫২, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @RiazACU:, স্ট্যান্ডার্ড স্ক্রিপ্ট ব্যবহার করায় ভুল হবার সম্ভাবনা অনেক কম, কোন কোন বানান সংশোধন করা হবে সেটা জানতে ব্যবহারকারী:ZI Jony/common.js দেখতে পারেন, যদি কোনো ভুল থাকে আমাকে জানাবেন, আমি সেটি সঠিক করে দেবো। নতুন নিবন্ধের আলাপ পাতা তৈরি করা হবে না, ১ সপ্তাহ বা তার চেয়ে পুরাতন নিবন্ধের আলাপ পাতা তৈরি করা হবে। আপাতত {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} নিয়ে কোনো কাজ হচ্ছে না, আলোচনা এবং উন্নতি শেষে বিস্তারিত টিকা দেয়া হবে। জনি (আলাপ) ১২:৩২, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- আলাপ পাতা তৈরির কাজটি নকীব বট তো ইতিমধ্যেই করছে। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১৭:১৩, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Owais Al Qarni:, আলাপ পাতা তৈরির কাজটি প্রথমে BanglaBot করতো, বট সক্রিয় না থাকায় নকীব বট পরে কাজটা শুরু করে, তাছাড়া একইধরনের কাজ একাধিক বট করলে আরো সহজ হয়। বাংলা উইকিতে এখনো ২০ হাজারের বেশি নিবন্ধ আছে যার আলাপ পাতা তৈরি করা হয়নি, আর {{আলাপ পাতা}} যুক্ত করা ছাড়া যেসব আলাপ পাতা আছে তার সংখ্যা এখন আমার জানা নেই। জনি (আলাপ) ১৬:৩৫, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @ZI Jony: বট দিয়ে আপনার কোন নামস্থানের আলাপ পাতা তৈরির পরিকল্পনা? — তানভির • ১৭:৪৮, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Wikitanvir:, আপাতত প্রধান নামস্থান-এর আলাপ পাতা (নিবন্ধ পুনঃনির্দেশ ছাড়া), যখন {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} নিয়ে কাজ শুরু হবে তখন উইকিপ্রকল্পের জন্য নির্ধারিত নামস্থান গুলোর আলাপ পাতা। জনি (আলাপ) ০০:৫০, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Wikitanvir:, মনে করিয়ে দেয়ার জন্য। জনি (আলাপ) ১০:০৭, ২৫ আগস্ট ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Wikitanvir:, আপাতত প্রধান নামস্থান-এর আলাপ পাতা (নিবন্ধ পুনঃনির্দেশ ছাড়া), যখন {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} নিয়ে কাজ শুরু হবে তখন উইকিপ্রকল্পের জন্য নির্ধারিত নামস্থান গুলোর আলাপ পাতা। জনি (আলাপ) ০০:৫০, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @ZI Jony: বট দিয়ে আপনার কোন নামস্থানের আলাপ পাতা তৈরির পরিকল্পনা? — তানভির • ১৭:৪৮, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। এই বট অনুমোদনের অনুরোধ পর্যালোচনা করতে, দয়া করে ব্যুরোক্র্যাটদের আলোচনাসভায় একটি নতুন আলোচনা শুরু করুন।