উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Yahya
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি প্রত্যাহারকৃত আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- মনোনিত প্রার্থী আবেদন গ্ৰহণ না করায় প্রশাকত্বের আবেদন প্রত্যাহারকৃত হিসাবে সমাপ্ত (অ-ব্যুরোক্র্যাট কর্তৃক বন্ধকরণ) —শাকিল (আলাপ · অবদান) ১১:১৮, ২৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (০/০/০); শেষ হবে: ২৯ অক্টোবর ২০২১ ১৩:৫৪ (ইউটিসি)
মনোনয়ন
আমি আমাদের বাংলা উইকিপিডিয়ার নিবেদিত, নিয়মিত, সৃজনশীল, দয়ালু এবং জ্ঞানী ব্যবহারকারী প্রিয় ইয়াহিয়া ভাইকে, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হওয়ার মনোনয়ন দিচ্ছি। প্রশাসকের দ্বায়িত্ব অনেক, যেমনটা আফতাবুজ্জামান ভাই এবং সব প্রশাসকগণ পালন করে আসছে। দায়িত্ব বৃদ্ধির সাথে কাজও তথা বৃদ্ধি পায়, তাই ছোট ছোট বিষয়ে সেভাবে লক্ষ্য পড়ে না, কিন্তু ইয়াহিয়া ভাইয়ের সম্পাদনা দেখলে আমার বুঝতে পাই, তিনি প্রতিটা ছোট ছোট বিষয়ে যেমন খেয়াল রাখেন, তেমনি সব নতুন ব্যবহারকারীর সাহায্যের দিকে এগিয়ে যান। ৪ বছরের বেশি সময় আগে যোগ দেওয়া ইয়াহিয়া ভাইয়ের আজ ১৯,০০০+ সম্পাদনা (শুধু বাংলা-উইকিপিডিয়াই; বৈশ্বিক সম্পাদনা অনেক) করেছেন, যা ক্রমাগত বেড়েই চলেছে। এই মানুষটির কর্মের পাশাপাশি কথাবার্তা খুব সুন্দর। হয়তো এই স্থানটি ইয়াহিয়া ভাইকে আরও বেশি বেশি মনোযোগ দিয়ে কাজ করার আগ্রহ প্রদান করবে। আমাদের বাংলা-উইকিপিডিয়াই ব্যবহারকারীর সংখ্যা খুব কম ও অনিয়মিত, আসা করি এই পদ ইয়াহিয়া ভাইকে আরও সক্রিয় ও অগ্রসর করবে। আশাবাদী যে, সবাই আমার সাথে এক মত প্রদর্শন করবেন আর ইয়াহিয়া ভাইকে এই পদ নির্বাচনে সহযোগিতা পাশাপাশি উৎসাহ দিবেন। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ১৩:৫৪, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- পরবর্তী মতামতের জন্য @Prodipto Deloar: ও @MS Sakib: ভাইকে পিং করলাম। ~ ওহিদ (আলাপ) ১৪:৩৬, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
সহ-মনোনয়ন
- মনোনয়ন দাতা পূর্বেই উল্লেখ করেছেন, কেন ইয়াহিয়া ভাই ভাই প্রশাসক হওয়ার মতো সক্ষমতা রাখেন। তাই আমি "সহ-মনোনয়ন" দিচ্ছি। ইয়াহিয়া ভাইকে উক্ত মনোনয়নে সম্মতি কিংবা অসম্মতি জ্ঞাপনের অনুরোধ করছি। (উল্লেখ্য, মনোনয়ন দাতার সাথে আমার কোনো পূর্ব-যোগাযোগ নেই। তাই কেন তিনি আমাকে পিং করেছেন, তা আমার জানা নেই। তবে পিং করার জন্য অসংখ্য ধন্যবাদ।) ≈ MS Sakib «আলাপ» ১৪:৫২, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @MS Sakib: কারণ আমি সব নিয়মিত ব্যবহারকারীদের লক্ষ্য এবং অনুসরণ করি, তাই এখন আপনি আর Prodipto Deloar - ভাইয়ের ছাড়া কারো কথা মাথায় এলো না। ~ ওহিদ (আলাপ) ১৫:০১, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- সহ-মনোনয়ন দিচ্ছি। আমি উইকিপিডিয়ায় এসেই হটাৎ দেখি ইয়াহিয়া ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি তাঁর উইকিপিডিয়ায় নিরলস পরিশ্রম ও অভিজ্ঞতার দিকে লক্ষ্য রেখে সহমনোয়ন দিচ্ছি। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৫:৩৬, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
মনোনিত প্রার্থীর প্রতিক্রিয়া
@ওহিদ, Prodipto Deloar, MS Sakib, এবং Faizul Latif Chowdhury: আমার উপর আস্থা রাখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রশাসকত্বকে আমি কোনো পদ বা স্বীকৃতি মনে করি না, বরং এটি সম্প্রদায়ের সবচেয়ে অভিজ্ঞ ও অত্যন্ত বিশ্বস্ত গুটিকয়েক ব্যবহারকারীকে দেয়া কিছু অতিরিক্ত দায়িত্ব। আমাকেও এতোটা বিশ্বস্ত ও অভিজ্ঞ মনে করায় অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটাই আমার কাছে অনেক বড় স্বীকৃতি। আমি দুঃখিত যে, আগামী দুই-তিন মাস আমার পড়াশুনার চাপ একটু বেশি থাকবে। এই সময়ের মধ্যে আমার জন্য নতুন কোনো দায়িত্ব নেয়া উচিত হবে বলে মনে হচ্ছে না। মনোনয়নদাতা ও সহ-মনোনয়নদাতাদের কাছে এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি, এই সময়ের পর সম্প্রদায়ের কেউ আমাকে মনোনয়ন দিলে তা অবশ্যই গ্রহণ করবো। উল্লেখ্য যে, আমি বর্তমানে উইকিভ্রমণে প্রশাসক ও ইন্টারফেস প্রশাসকের দায়িত্ব পালন করছি। তবে, এটি ছোট প্রকল্প হওয়ায় এরজন্য আলাদা কোনো চাপ অনুভব করছি না। আবারও ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:২০, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Yahya: আচ্ছা, ঠিক আছে ভাই!! কোন সমস্যা নেই। এই মূহুর্তে পড়াশোনার ওপর মনোনিবেশ করেন ~ ওহিদ (আলাপ) ০০:২৯, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ:
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ:
সমর্থন
- তিনি বাংলা উইকিপিডিয়ার যোগ্যতম লেখক ও সম্পাদকদের একজন। শুভেচ্ছা তার জন্যে।
- তিনি কি রাজী? — Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:১৭, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
- @Faizul Latif Chowdhury: তিনি বলেছেন, একটু সময় দিতে। আর এমনিতেও শেষ মনোনয়নের তারিখ ২৯ অক্টোবর ~ ওহিদ (আলাপ) ১৬:৩৭, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]