উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/MdsShakil
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ২১ (১০০%); বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • ১৮:১১, ২২ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (২১/০/০); শেষ হবে: ২২ মে ২০২৩ ১৮:১২ (ইউটিসি)
মনোনয়ন
সুপ্রিয় সবাই, আমি শাকিল, বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী। গত কয়েকবছর ধরে আমি বাংলা উইকিপিডিয়ায় সক্রিয়ভাবে অবদান রাখছি। এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় আমার তৈরি ৫০০+ নিবন্ধ ও ৪৬,০০০ এর অধিক সম্পাদনা রয়েছে। বাংলা উইকিতে নির্দিষ্টভাবে কোন একক কাজে আবদ্ধ না হয়ে আমি বহুমাত্রিক কাজ যেমন প্রায়শই নিবন্ধ অনুবাদ, প্রকল্প, সাহায্য, টেমপ্লেট, মডিউল নামস্থানে পাতা তৈরি এবং চিত্র আপলোড, অমীমাংসিত সম্পাদনা পরীক্ষা, ধ্বংসপ্রবণতা ও স্প্যাম রোধ, প্রশাসকদের আলোচনাসভায় বিভিন্ন সাহায্যের অনুরোধ, পাতা সুরক্ষার অনুরোধ, ভিআরটি সিস্টেমে ইমেইলের উত্তর প্রদান, নতুন ব্যবহারকারীদের সাহায্য ইত্যাদি করে থাকি। এসবের পাশাপাশি আমি বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত সমসাময়িক প্রায় সকল প্রতিযোগিতা ও এডিটাথনে আয়োজক, পর্যালোচক কিংবা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছি এবং বাংলা উইকিপিডিয়ায় সর্বাধিক ব্যবহৃত গ্যাজেট টুইংকল হালনাগাদ প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।
বাংলা উইকিতে আমার স্বয়ংক্রিয় পরীক্ষক, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক, রোলব্যাকার অধিকার রয়েছে। এছাড়াও আমি বাংলা উইকিবই, উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত ও মেটা উইকিতে অবদান রাখি। বাংলা উইকিবইয়ের প্রশাসক, বৈশ্বিক রোলব্যাকার এবং ন্যায়পাল কমিশনের সদস্যপদের পাশাপাশি আমার অ্যাকাউন্টে বৈশ্বিক নাম পরিবর্তনকারী সুবিধা রয়েছে, যার মাধ্যমে আমি বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতাটি দেখাশোনা করছি।
আমি আমার অভিজ্ঞতার আলোকে প্রশাসক সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, সুরক্ষা, বাতিলকৃত কপিরাইটকৃত বিষয়বস্তুর সংস্করণগুলো অপসারণ, ধ্বংসাত্মক ও ব্যক্তিগত তথ্যসহ সংস্করণগুলো অপসারণের মতো কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের আলোচনাসভায় করা অনুরোধ, প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকারীদের অনুরোধগুলোও সমাধান করার পাশাপাশি আমি আমার নিয়মিত সম্পাদনা ও নিবন্ধ তৈরি চালিয়ে যাবো।
আশা করি বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ ও নিয়মিত সম্পাদকগণ আমার এই আবেদনে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। প্রশাসক হলে প্রশাসন সংক্রান্ত কাজগুলোতে জড়িত হওয়ার মাধ্যমে বাংলা উইকির অগ্রগতিতে আমি আরও অধিক অবদান রাখতে পারবো বলে বিশ্বাস করি। —শাকিল (আলাপ · অবদান) ১৮:১৪, ১৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
প্রিয় প্রার্থী, আবেদনের জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে নিচের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিন:
- ১. আপনি কি প্রকারের ও কেন প্রশাসকত্বের কাজ করতে আগ্রহী?
- উ: প্রশাসক সরঞ্জাম ব্যবহার করে আমি ধ্বংসপ্রবণতা রোধ, পাতা অপসারণ, কপিরাইটকৃত বিষয়বস্তুর সংস্করণ অপসারণ, ধ্বংসাত্মক ও ব্যক্তিগত তথ্যসহ সংস্করণগুলো অপসারণের মতো কাজগুলো করতে চাই। এছাড়া প্রশাসকদের আলোচনাসভায় করা অনুরোধ এবং প্রশাসকদের প্রতি অন্যান্য ব্যবহারকারীদের অনুরোধগুলোও সমাধান করার লক্ষ্যে কাজ করবো।
- ২. বাংলা উইকিপিডিয়াতে আপনার সর্বশ্রেষ্ঠ অবদান কি এবং কেন?
- উ: উইকিপিডিয়াতে আমি প্রায় সকল ক্ষেত্রেই অবদান রাখতে চেষ্টা করি। উইকিপিডিয়ার বিষয়বস্তু রক্ষায় ধ্বংসাত্মক সম্পাদনা রোধে করা কাজগুলোকে আমার সেরা অবদান বলে মনে হয়, এছাড়া আমার দুটো নিবন্ধ (ওহাইও স্টেট রুট ৩৬০ এবং ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে জিবুতি) ভালো নিবন্ধের স্বীকৃতি পেয়েছে।
আবেদনকারীর প্রতি মাসুম-আল-হাসান-এর প্রশ্ন
- ৩. আপনি নিশ্চয় অবগত আছেন প্রশাসকদের প্রশাসন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নিয়মিত কাজের বাইরে সম্পাদকদের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে হয়, যা নিরপেক্ষভাবে সমাধান করা খুব গুরুত্বপূর্ণ, অন্যথায় সম্প্রদায়ের মধ্যে অনাস্থা বা হতাশা তৈরি হতে পারে। ধরুন বর্তমানে আলোচনা সভায় খুব স্পর্শকাতর কিছু নিয়ে আলোচনা চলছে, যেটি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন। এখন একজন প্রশাসক হিসেবে নিরপেক্ষতার দোহায় দিয়ে সেটি কোনভাবে এড়িয়ে যাওয়ার উপায় আছে বলে মনে করেন কি? নাকি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে না গিয়ে একজন প্রশাসকের সর্বদাই নিরপেক্ষ অবস্থান থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা করা উচিত বলে মনে করেন?--মাসুম-আল-হাসান (আলাপ) ১৪:৪৫, ১৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- উ: প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রথমত এখানে নির্ণয় করা প্রয়োজন উক্ত আলোচনার সাথে কোনভাবে আমার কোন স্বার্থের সংঘাত রয়েছে কিনা; যদি আমার কোন স্বার্থের সংঘাত থাকে, সেক্ষেত্রে আমি অন্য প্রশাসকদের বিষয়টি মীমাংসা করার জন্য অনুরোধ করবো। যদি আমার কোন স্বার্থের সংঘাত না থাকে, তবে নিরপেক্ষতার দোহাই দিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করি। আমি আলোচনার মন্তব্যগুলো পড়ে সৃষ্ট বিরোধের কারণ নির্ণয় করবো এবং সম্প্রদায়ের সর্বোত্তম স্বার্থে নীতিমালা অনুসারে নিরপেক্ষভাবে উপযুক্ত সমাধান বের করার চেষ্টা করবো। যেহেতু বিষয়টি খুবই সংবেদনশীল, আমি আমার প্রস্তাবিত সমাধানটি নিয়ে প্রথমে প্রশাসকদের মেইলিং তালিকায় অন্য প্রশাসকদের সাথে আলোচনা করে নিবো। —শাকিল (আলাপ · অবদান) ১৬:০১, ১৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- অকুণ্ঠ সমর্থন— SHEIKH (আলাপন) ১৮:১৬, ১৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৬, ১৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০১:৩৪, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন, কেন নয়! — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:৪৩, ১৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — হাসিব (আলাপ) ২১:৩০, ১৫ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- জনি (আলাপ) ০২:১২, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — AKanik 💬 ০৪:২৭, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন। → Tanbiruzzaman 💬 ০৫:৩০, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন। উনি সর্বদা অমায়িক এবং সম্প্রদায়ের সম্প্রীতির ব্যাপারে ইতিবাচক। উনি প্রশাসক হওয়ার যোগ্যতা রাখেন। মেহেদী আবেদীন ০৮:২৭, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- মো: জনি হোসেন ০৮:৩৪, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন। প্রশাসনিক কাজে নিয়মিত সাহায্যকারী। প্রশাসক হলে আশা করি অব্যাহত রাখবেন। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৩২, ১৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- আশা করছি নিরপেক্ষ অবদান অব্যাহত রাখবেন লেনিন (আলাপ) ০৬:৪৩, ১৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন এবং শুভকামনা।সাজিদ ১৩:১১, ১৭ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন ও শুভকামনা। --Factcheckerhuman (আলাপ) ১৫:১৮, ১৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন, শুভ কামনা রইলো। রিয়াজ (আলাপ) ১৬:০৭, ১৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- দৃঢ় সমর্থন: বিশস্ত ব্যবহারকারী। ≈ ফারহান «আলাপ» ১৭:৪৫, ১৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- জোরালো সমর্থন জানাই শাকিল ভাইকে (نقاش) عبد الله ০৫:০৩, ২১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন -- Aishik Rehman (আলাপ) ১২:৩০, ২১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৮:৫১, ২১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- বিনা বাক্যে সমর্থন। — আদিভাই • আলাপ • ২০:১৩, ২১ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-- Tanvir Hayder (আলাপ) ০৫:০৮, ২২ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]