উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Bellayet (ব্যুরোক্র্যাট) ২
- নিচের আলোচনাটি ব্যুরোক্র্যাটশিপের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ৭; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। ব্যুরোক্র্যাটশিপের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — তানভির • আলাপ • ১২:১৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৭/০/০); শেষ হবে: ২৬ জানুয়ারি, ২০১৩
মনোনয়ন
রাগিব ভাই এবং তানভীর দুই জনই বর্তমানে উইকিপিডিয়ায় অনুপস্থিত। ফলে ব্যুরোক্র্যাটের বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে। উইকিপিডিয়ার কাজগুলো চালিয়ে নিতে এখন ব্যুরোক্র্যাটের প্রয়োজন। তাই সকলের কাছে মতামত কামনা করছি। বেলায়েত (আলাপ | অবদান) ১১:৩৯, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আবেদনকারীর প্রতি প্রশ্ন
- আপনার পূর্বতন আবেদনে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে (২৯ অক্টোবর ২০০৮ - ১৯ ফেব্রুয়ারি, ২০০৯) = ১১৩দিন; আবার, প্রক্রিয়া অংশে বিবৃত রয়েছে - ... প্রতিটি আবেদন ১ সপ্তাহ অর্থাৎ ৭ দিন এখানে থাকবে। এই সময়ের মধ্যে যদি আবেদনের পক্ষে মতামত পাওয়া যায়, তাহলে আপনার আবেদন সফল ধরা হবে। ... আমি ও জনাব নাসির খান সৈকত এ বিষয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেছিলাম যথাক্রমে 'এই সময়ের মধ্যে যদি আবেদনের পক্ষে একটিও মতামত পাওয়া যায়, তাহলে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে সফল বলে ধরা হবে।' ও 'যতদিন পর্যন্ত অন্তত ৩/৫ জন আলোচনায় গ্রহণ না করবেন ততদিন ভোট গ্রহণ চলবে, সাতদিন পরপর ভোটগ্রহণের মেয়াদ ৭দিন করে স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে।' এ বিষয়ে আপনার সুন্দর চিন্তার প্রতিফলন কিরূপ হবে? ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:০২, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সুব্রতদা, এ ধরনের অবস্থায় কি করণীয় তা ইংরেজী উইকিপিডিয়ার নীতিমালায় বলা আছে। কিন্তু জনবলের অভাবে আমাদের অনেক সময়েই সে অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। ব্যুরোক্র্যাটের সংখ্যা বাংলা উইকিপিডিয়ায় মাত্র দুই জন। তাই সিদ্ধান্ত নিতে সময় লাগাটা অস্বাভাবিক নয়। ব্যুরোক্র্যাটদের এ ধরনের বিষয়ে আরও স্বক্রিয় হওয়া উচিত। তবে বাংলা উইকিপিডিয়ায় নিরপেক্ষতার নামে গঠনমূলক আলোচনায় অংশ না নিয়ে বা ইচ্ছাকৃত আলোচনায় অংশ না নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে কর্তৃত্ব ধরে রাখার প্রচেষ্টার উদাহরণও পাওয়া যায়। বর্তমানে স্বক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে বেশ বেড়েছে। এবং আশা করি স্বক্রিয় ব্যবহারকারীরা নিয়মিত এ ধরনের আলোচনায় অংশ নিবেন। তবে তারা যেন এ ধরনের আলোচনায় অংশ নেন সে ব্যাপারে ব্যবহারকারীদের জানাতে এবং উৎসাহিত করতে হবে। কিভাবে এই জানানোর কাজটি করা যায় সে ব্যাপারে আমাদের ভাবা উচিত। আর আপনি যে পন্থার করা উপরে উল্লেখ করেছেন, তা এধরনের অবস্থা থেকে বেরিয়ে আসার একটি ভাল উপায়। তবে অবশ্যই ব্যবহারকারীদের আলোচনার আগ্রহ বাড়াতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটাই সর্বোতকৃষ্ট পন্থা বলে আমি মনে করি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:০২, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ব্যুরোক্রেটের কী ধরণের কাজ বাকি পড়ে আছে, সেটার বর্ণনা পেলাম না। বেলায়েত ভাইয়ের কাছে, আবেদন একটু বিস্তৃত আশা করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫১, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- একাধিক ব্যবহারকারীর নাম পরিবর্তন বাকি আছে, কিছু বট এখনও বটফ্লাগ ছাড়াই পরীক্ষামূলকভাবে চলছে, বাংলা উইকিপিডিয়ায় নতুন প্রশাসকের প্রয়োজন, তা পক্রিয়াকরণ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৪, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ আপনাকে, ভাই। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৭, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- একাধিক ব্যবহারকারীর নাম পরিবর্তন বাকি আছে, কিছু বট এখনও বটফ্লাগ ছাড়াই পরীক্ষামূলকভাবে চলছে, বাংলা উইকিপিডিয়ায় নতুন প্রশাসকের প্রয়োজন, তা পক্রিয়াকরণ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৪, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
সমর্থন
- সমর্থন : 'যখন একজন ব্যবহারকারী ব্যুরোক্র্যাটের আবেদন করেন - তখন তিনি সম্যক অবগত হয়েই, উইকিকে ভালবেসেই, উইকিকে সম্প্রসারণের লক্ষ্যেই সর্বোপরি উইকির স্বার্থেই আবেদন করেন।' - এ বিশ্বাসবোধে বলীয়ান আমি। বাংলা উইকি'র একজন পরীক্ষিৎ সৈনিক হিসেবেই বেলায়েত হোসেন তেমনি একটি নাম এবং যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে তাঁর; যিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। উইকি'র জন্যে প্রয়োজনীয় গুণাবলী অর্জনসহ বাংলা উইকিকে সমৃদ্ধ করার মহান প্রত্যয়ে অগ্রসর পথিক হিসেবেই বিবেচ্য তিনি। আন্তরিকভাবে আশাবাদী - উইকি সম্প্রদায়ের সকলেই তাঁর আগ্রহকে সম্মান দেখিয়ে এ আবেদনটির দ্রুত নিষ্পত্তি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনপূর্বক উইকিকে গতিশীল রাখতে সচেষ্ট হবেন। কারণ, নিয়মিত ব্যবহারকারীরা জানেন উইকিতে কার, কতটুকু অবদান রয়েছে ও কাকে, কিসের জন্যে প্রয়োজন! ব্যক্তিগতভাবে তাঁর এ সুগভীর চিন্তাধারাকে সাধুবাদ জানানোসহ আমার জোরালো সমর্থন ব্যক্ত করছি। আগাম শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:১৪, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন : দ্রুত কাজ সম্পাদনের জন্য ব্যুরোক্র্যাট বেশি থাকলে ভালো। আর রাগিব ভাই, তানভির দুইজনই সম্প্রতি বেশ অনিয়মিত রয়েছেন। শুভেচ্ছা। --নাসির খান সৈকত • আলাপ • ১৬:৪৯, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন : উইকিপিডিয়ায় আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতায় উনাকে আমি প্রশাসক হিসেবে বেশ সক্রিয় দেখেছি। আশা করি উনি "ব্যুরোক্র্যাট" হিসেবেও তার ভাল কাজগুলো চালিয়ে যেতে সক্ষম হবেন। ~~ তাইফ সাহেদ (আলাপ) ১৭:০৫, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন : বাংলা উইকিপিডিয়া ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। ব্যবহারকারী যেমন বাড়ছে তেমনি বাড়ছে নতুন উইকিপিডিয়ানও যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। বাড়ছে কাজ। এক্ষেত্রে দ্রুত কাজ সম্পাদনের জন্য ব্যুরোক্র্যাট বেশি থাকলে ভালো। শুভ কামনা..--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ১৮:৫৬, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন : বাংলাদেশে ওপেনসোর্সের দুনিয়ায় বেলায়েত ভাই এক সময় বেশ সক্রীয় ছিলেন। উইকিপিডিয়াতেও তাঁর অংশগ্রহণ যে সেরকম আন্তরিকতারই পরিচায়ক, তা সহজেই অনুমেয়। আমাদের সবারই এই আকর্ষণের কেন্দ্রবিন্দুকে আরো সুন্দরভাবে সাজাতে, আরো দ্রুত কাজ করার স্বার্থে বেলায়েত ভাইয়ের ব্যুরোক্রেসিতে আমার সমর্থন জানালাম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৪৮, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন — বেলায়েত ভাই অনেক দিনের অভিজ্ঞ একজন উইকিপিডিয়ান ও প্রশাসক। ব্যুরোক্র্যাটের শাব্দিক অর্থ যাই হোক, একজন উইকিপিডিয়া ব্যুরোক্র্যাটের মধ্যে আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার মতো কিছুই নেই। বাংলা উইকপিডিয়ায় যে আমলাতান্ত্রিকতা ছিলো তা গত কয়েক মাসে অনেকটাই কমে গেছে, আর সুন্দর খবর হচ্ছে নতুন ব্যবহারকারীদের পদচারণার সাথে সাথে তা আরও কমছে। আমি ব্যক্তিগত জীবনের বেশ কিছু জটিলতার কারণে প্রায় এক মাসের কিছু বেশি সময় ধরে উইকিপিডিয়ায় অনুপস্থিত ছিলাম, ব্যুরোক্র্যাটের অনেক কাজই এ সময় করতে পারিনি। তবে বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট হবার মতো সকল যোগ্যতাই বেলায়েত ভাইয়ের আছে। যদিও বাংলা উইকিপিডিয়ায় ব্যুরোক্র্যাটের কাজ অনেক কম এবং সত্যি বলতে, কয়েক মাস আগে টুলসার্ভারের ইন্টারউইকি বটগুলোর জন্য এমএমসি সিস্টেম চালু ও অদূর ভবিষ্যতে গ্লোবাল রিনেমিং বাস্তবায়ন হলে, বর্তমান প্রেক্ষাপটে বাংলা উইকিপিডিয়ায় ব্যুরোক্র্যাটের প্রয়োজন আগের থেকেও কমে যাওয়ার সম্ভাবনা। তবুও বর্তমানে তাঁর সাহায্য করা ইচ্ছা, ভবিষ্যতের জন্য, ও তাঁর যোগ্যতার প্রতি সম্মান ও আস্থা জ্ঞাপন করে আমার সমর্থন ও শুভেচ্ছা। — তানভির • আলাপ • ১৬:২৮, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থনের জন্য ধন্যবাদ। এটি আমার দ্বিতীয় আবেদন, প্রথম নয়। শুধু ইচ্ছার ভিত্তিতে নয়, বর্তমানের প্রয়োজনটাই বেশি গুরুত্বপূর্ণ, এই বিবেচনায় সমর্থন দিলে খুশি হবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৬, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন আমি বাংলা উইকিপেডিয়া-র চেয়ে ইংরেজি উইকিপেডিয়া-তে বেশি সময় দিয়েছি এবং দিচ্ছি। তবে আমি এই বাংলা উইকিপেডিয়া-তে যতটুকু সময় কাজ করেছি তাতে বেলায়েত ভাইয়ের অবদান আমাকে মুগ্ধ করেছে। আমি তার অবদান এবং বর্তমান সময়ে বাংলা উইকিপেডিয়া-র ব্যুরোক্রেট এর প্রয়োজনীয়তার কথা চিন্তা করে তাকে সমর্থন করছি।--প্রত্যয় (আলাপ করুন) ১১:০৩, ২৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিরোধিতা
মন্তব্য
- আবেদনমূলক বক্তব্যটি আরেকটু বিবৃত করার জন্য বেলায়েত ভাইকে অনুরোধ করছি। বক্তব্যটি পড়ে আবেদনটিকে অনেকটাই ব্যুরোক্র্যাট টুলসের সাময়িক অ্যাকসেস চাএয়ার মতো মনে হচ্ছে, কারণ যুক্তি দেখানো হয়েছে বর্তমান ব্যুরোক্র্যাটরা সাময়িকভাবে অনুপস্থিত। যেহেতু ব্যুরোক্র্যাটশিপ সাময়িক হয় না, এবং প্রার্থীর কাছে তিনি ব্যুরোক্র্যাটশিপ দ্বারা কি ধরনের কাজ করতে যান ধরনের প্রশ্ন এসেছে তাই প্রার্থীকে আবেদনমূলক বক্তব্য আরেকটু বিবৃত করে ও গুছিয়ে লেখার অনুরোধ করছি। ধন্যবাদ। — তানভির • আলাপ • ১৬:৩৫, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আমি ইতিমধ্যে প্রশ্ন অনুচ্ছেদে উত্তরটি দিয়েছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৯, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]