উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নারী
স্বাগতম!
সম্পাদনাউইকিপ্রকল্প নারী! পাতায় স্বাগতম। এই প্রকল্প পাতার মূল উদ্দেশ্য হল উইকিপিডিয়ায় নারী বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়নে কাজ করা। উইকিপ্রকল্প নারী পাতা সকল নারী-পুরুষ নির্বিশেষে সকলকে একত্রে উইকিপিডিয়ায় নারী বিষয়ক বিষয়বস্তুসমূহ নিয়ে আলোচনা ও তা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমরা আপনাকে এই প্রকল্পে কাজ করার জন্য স্বাগতম জানাচ্ছি।
পরিচ্ছেদসমূহ |
---|
ভূমিকা
সম্পাদনাএই প্রকল্পে নারী (বাস্তব ও কাল্পনিক উভয়ই) সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরার প্রয়াস থাকবে। নারীর কাজ, যেমন - তাদের আঁকা চিত্রকর্ম, তাদের লেখা বই, তাদের বৈজ্ঞানিক আবিষ্কার এবং তাদের প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানসমূহ তুলে ধরা হবে।
যুক্ত হোন
সম্পাদনাআপনি যা করতে পারেন,
লেখনী
সম্পাদনাযারা লিখতে পছন্দ করেন, তারা নতুন নিবন্ধ শুরু, নিবন্ধ সম্প্রসারণ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করতে পারেন।
লেখনী-ব্যতীত
সম্পাদনালেখনী ব্যতীত আপনি বিভিন্ন নিবন্ধে "ট্যাগ" যুক্ত করতে পারেন, নিবন্ধ মূল্যায়ন করে আলাপ পাতায় গুণমান যোগ করতে পারেন, বিষয়শ্রেণীকরণ করতে পারেন, কিংবা নির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ করতে পারেন।
প্রশ্ন?
সম্পাদনাযদি সম্পাদনা নিয়ে আপনার কোন প্রশ্ন থেকে থাকে, তবে সংশ্লিষ্ট আলাপ পাতায় বার্তা দিতে পারেন।
প্রকল্পের সংগঠন
সম্পাদনাসদস্য
সম্পাদনাবিভাগ
সম্পাদনানির্বাচিত নিবন্ধ
সম্পাদনাভালো নিবন্ধ
সম্পাদনাবিষয়শ্রেণী
সম্পাদনাT290062: Parameter onlyroot
is deprecated. Use depth="0"
instead.
টেম্পলেট
সম্পাদনানারী প্রকল্প এই ব্যবহারকারী উইকিপিডিয়া নারী প্রকল্পের অংশগ্রহণকারী