উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০২৪

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় যুক্ত হওয়ার পর থেকেই ধ্বংসপ্রবণতা, ভুল সম্পাদনা রোধে কাজ করে আসছি। প্রথমে হাত দিয়ে ভুল সম্পাদনা ঠিক করলেও ২৯ জানুয়ারি থেকে [পূর্বাবস্থায় ফেরত] বোতামের মাধ্যমে এবং পরবর্তীতে টুইংকল দিয়ে র‍্যোলব্যাক করে আসছি। তবে টুইংকল দিয়ে রোলব্যাক করা অনেক সময়সাপেক্ষ এবং অনেক সময় ধীরগতির নেটওয়ার্কের কারণে লোড হতে সময় নেয়। তাই 'রোলব্যাক' অধিকার পেলে আমি [পুনর্বহাল] বোতামের মাধ্যমে দ্রুত সময়ে সম্পাদনা বাতিল করতে পারবো। আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি ভালোভাবে পড়েছি এবং কোন সম্পাদনাগুলো বাতিল করা উচিত ভালোভাবে বুঝেছি। এখন আমি এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ। আমার উপর আস্থা রেখেছে আমাকে অধিকারটি দিতে পারেন। আমি এখন প্রতিদিন বেশিরভাগ সময় 'সাম্প্রতিক পরিবর্তন' পাতায় টহল দেই। কোনো ধ্বংসপ্রবণ, ভুল, অগঠনমূলক, অনিরপেক্ষ সম্পাদনা দেখলে আমি সাথে সাথে বাতিল করি। সম্পাদনা বাতিলের পাশাপাশি যদি নিবন্ধের ভেতর গিয়ে কোনো ভুল সংশোধন করতে হয়, আমি সেটাও করি; আমার বাতিল করা সম্পাদনাগুলোর ইতিহাসে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আমার দ্বারা কোনো ভুল রোলব্যাক হবে না, আমি নিয়মিত উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে যাবো। সাথে এটাও বলে রাখি, যেহেতু আগে আমি 'স্বয়ংক্রিয় পরীক্ষক', 'পর্যবেক্ষক' অধিকার নিয়েছি; আমি কিন্তু টুপি সংগ্রহ করছি না। আমি উইকিপিডিয়ায় যুক্ত হওয়ার পর এমন একটা দিনও যায়নি যেদিন সম্পাদনা করিনি। আমি অধিকার পাওয়ার জন্য কাজ করছি না, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে কাজ করছি। যদি আমি রোলব্যাকে ভুল করি বা নিয়মিত ধ্বংসপ্রবণতা রোধে কাজ না করি, তাহলে আমার অধিকারটি বাতিল করে দেবেন; আমার কোনো আপত্তি থাকবে না। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৫৮, ১২ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

তবে আমি চাঁদপুর জেলা নিবন্ধে একটা সম্পাদনা বাতিল করেছিলাম, বিশেষ:পার্থক্য/7267595 এই সম্পাদনাটা বাতিল করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা হয়তো বাতিল করা আমার উচিত হয়নি। ওই আইপি ব্যবহারকারী একটা ভুল নাম অপসারণ করে সঠিক নামের সংযোগের ব্রাকেটও ]] অপসারণ করে দিয়েছিলেন। আমি তার সম্পাদনাটা বাতিল করে নিবন্ধের ভেতর গিয়ে সংশোধন করে দিয়েছিলাম। এটা করা হয়তো আমার উচিত হয়নি, সম্পাদনাটা বাতিল না করে সরাসরি নিবন্ধের ভেতর গিয়ে ব্রাকেট ]] যুক্ত করে সংশোধন করে দিলেই হতো৷ তবে আমি কথা দিচ্ছি, [পুনর্বহাল] বোতামটি আরো সতর্কতার সাথে ব্যবহার করবো। Ahmed Reza Khan (আলাপ) ০৭:০৬, ১২ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১২, ১৫ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি গত ২ বছর ধরে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি এবং সময়ের সাথে নিজের সম্পাদনার মান উন্নত ও গঠনমূলক করার সর্বাত্মক চেষ্টা করছি এবং ধ্বংসপ্রবণতা সম্পর্কে অবগত আছি। আমি উইকিপিডিয়ায় সম্পাদনার পাশাপাশি, ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে চলেছি। আমি প্রায়ই টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করে থাকি। তবে রোলব্যাকার অধিকারটি পেলে আমি আরও সহজভাবে এ কাজ করতে পারব। এছাড়া এটি পেলে আমি SWviewer এর মতো ধ্বংসপ্রবণতা রোধে সহায়ক টুলগুলো ব্যবহার করে সহজেই ধ্বংসপ্রবণ সম্পাদনা চিহ্নিত ও বাতিল করতে সক্ষম হবো। আমাকে এই অধিকারটি দেওয়া হলে আমি এটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারব বলে আশা করছি। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০৫:০২, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  প্রশ্ন: কোনো দীর্ঘমেয়াদী অপব্যবহারকারীর নতুন অ্যাকাউন্ট শনাক্ত করতে পারলে কী করবেন? Yahya (আলাপ) ০৫:২৫, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমি এর আগেও এই ধরনের দীর্ঘমেয়াদি অপব্যবহারকারীর নতুন একাউন্ট শনাক্ত করে তাদের ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করেছি। যদি এই ধরনের কোনো বিষয় আমার চোখে পড়ে, তাহলে তার সকল ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করব। সাধারণত এই ধরনের একাউন্ট সম্পাদনার কিছুক্ষণের মধ্যেই যেকোনো প্রশাসক কতৃক বাধাপ্রাপ্ত হয়। তবে প্রয়োজনে আমি কোনো প্রশাসকের সাথে যোগাযোগ করব। আপনার কোনো পরামর্শ আমাকে উপকৃত করবে, ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০৫:৫৩, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanvir 360 কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় আপনি প্রশাসকদের কাছে রিপোর্ট করেন নি। আপনি আবেদন করার আগ পর্যন্ত ১০৩ বার পূর্বাবস্থায় ফেরত বাটন ব্যবহার করেছেন, যাও কিছুটা কম। তারপরও টুইংকল দিয়ে করা পুনর্বহালগুলো ভালো মনে হওয়ায় আবেদনটি গ্রহণ করছি। কিছু বিষয় লক্ষ্য রাখবেন- কোনো অবস্থাতেই সম্পাদনা যুদ্ধে জড়ানো যাবে না, এতে তারা এটিকে 'গেম' হিসেবে নিয়ে এই কাজ আরও বড়িয়ে দেয়; দীর্ঘমেয়াদী অপব্যবহারকারীদের ব্যাপারে সাথে সাথে প্রশাসকদের ও SRG-তে রিপোর্ট করুন; কোনো প্রশাসক উইকিতে না থাকলেও এরকম জরুরী প্রয়োজনে অফ-উইকিতে (টেলিগ্রাম, আইআরসি, ডিসকর্ড, মেসেঞ্জার) যোগাযোগ করতে পারেন। Yahya (আলাপ) ০৭:৫২, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --Yahya (আলাপ) ০৭:৫৫, ১০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত সম্পাদনা করে থাকি ও নতুন নিবন্ধ তৈরি করে থাকি এবং বিভিন্ন পুরাতন নিবন্ধসমূহে নতুন তথ্য যোগ করতে চেষ্টা করি। এছাড়াও অনেক সময় বিভিন্ন নিবন্ধসমূহে অনেক ধ্বংসাত্মক সম্পাদনা দেখতে পাই, যেগুলো ব্যবহারকারী একসাথে সম্পাদনা করে থাকে। যার ফলে ঐ সম্পাদনাসমূহ দূর করতে আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে আমি রোলব্যাক অধিকারটি নিতে চাচ্ছি। ইউনুছ মিঞা (আলাপ) ১৫:১১, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য @ইউনুছ মিঞা আপনি এই অধিকারটি ছাড়াও টুইংকেল গ্যাজেট এর মাধ্যমে রোলব্যাক করতে পারেন। R1F4Tআলাপ ১৫:১৯, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@R1F4T আপনার মতামতের জন্য ধন্যবাদ। সেটা জানি কিন্তু এ অধিকারের মাধ্যমে সম্পাদনা করাটা সহজ হবে বলে আমি মনে করি। ইউনুছ মিঞা (আলাপ) ১৫:২৬, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@ইউনুছ মিঞাসহজ বলতে রোলব্যাক অধিকার থাকলে রোলব্যাক টুল টি তাড়াতাড়ি লোড হয় এবং রোলব্যাক কিছুটা দ্রুত হয়। R1F4Tআলাপ ১৬:১৪, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  মন্তব্য: @ইউনুছ মিঞা, আপনি অল্প সময়ের ব্যবধানে ৩টি অধিকারের আবেদন করে ফেলেছেন, যা টুপি সংগ্রহ হয়ে যায়। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৪১, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ahmed Reza Khan আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি বাংলা উইকিপিডিয়ার উন্নতির জন্য এ আবেদন করলাম। যদি এ আবেদনের মাধ্যমে টুপি সংগ্রহ হয় তাহলে অধিকারটি না দিলেও সমস্যা নেই। ইউনুছ মিঞা (আলাপ) ১৫:৪৬, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@ইউনুছ মিঞা, আমার এই মন্তব্যের কারণ হলো আপনি ৪ মে 'স্বয়ংক্রিয় পরীক্ষক', ৬ মে 'পর্যবেক্ষক', ৭ মে 'রোলব্যাক' অধিকারের আবেদন করেছেন। এরকম কম সময়ের ব্যবধানে অনেকগুলো অধিকারের আবেদন করলে টুপি সংগ্রহ মনে হয়। আপনার উচিত একটি আবেদনের পর সেটি সফল বা ব্যর্থ হওয়ার পরে নিয়মিত অন্য অধিকার সংক্রান্ত কাজ করে কিছুদিন/মাস পর ওই অধিকারের আবেদন করা। তাহলে আর টুপি সংগ্রহ মনে হবে না। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৫৫, ৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৫৪, ৯ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান ধন্যবাদ প্রিয় ভাই। ইউনুছ মিঞা (আলাপ) ০৩:৪৪, ৯ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

অভিজ্ঞ ব্যবহারকারী, ১২০০+ সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নিয়েছেন। আশা করি রোলব্যাক অধিকার তার কাজে সাহায্য করবে। – Ahmed Reza Khan (আলাপ) ০২:৫৭, ২৯ জুলাই ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ---- Yahya (আলাপ | অবদান) ২১:৪২, ৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেক দিন ধরে বাংলা উইকিতে আছি এবং রোলব্যাক সম্পর্কে মোটামুটি ধারণা আছে বলে মনে করি। আমি ধ্বংস প্রবণতা কাজ করে থাকি। তাতে করে একসাথে ধ্বংস প্রবণতা সম্পাদনা রোলব্যাক করতে পারি। মো. জনি হোসেন (আলাপ) ০৭:৪৪, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৮:১৫, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেকদিন ধরেই নিয়মিত টহল দিয়ে আসছি। রোলব্যাক অধিকারটি পেলে আমার টহলদানে সুবিধা হবে। এছাড়াও এসডাব্লিউভিউয়ার ব্যবহার করতে পারলে আমার সময় বাঁচবে বলে আমি মনে করি। আমি WP:রোলব্যাকWP:ধ্বংসপ্রবণতা পাতাটি পড়েছি এবং কোনটি ধ্বংসপ্রবণতা আর কোনটি ধ্বংসপ্রবণতা নয়, সে সম্পর্কে অবগত আছি। ইমামঅনিক (আলাপ) ১৯:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) [উত্তর দিন]

আপনাকে অধিকারটি দেওয়ার আগে আমি দেখতে চাই যে আপনি আধিকার পাওয়ার পর নিষ্ক্রিয় হয়ে যাবে না। আপাতত আবেদনটি এখানে থাকুক, ধ্বংসপ্রবণতা নিয়ে আপনি আপনার অবদান চালিয়ে যান। এক মাস পর আমি এই আবেদনটি দেখব, আমি ভুলে গেলে আমাকে আলাপ পাতায় মনে করিয়ে দিবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আফতাবুজ্জামান, আসলে এই অধিকার ছাড়া টহল দেওয়া একঘেয়েমি ও কষ্টসাধ্য। নিয়মিত কাজ করতে চাই বলেই আমি এই অধিকার চাচ্ছি। আমি মনে করি, আমি এই অধিকার পাওয়ার শর্তগুলো পূরণ করেছি। ইমামঅনিক (আলাপ) ১৯:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  বিরোধিতা। যদিও এটা প্রশাসকদের স্বীদ্ধান্তের উপর নির্ভর করে, তবে এ ধরণের কাজে রোলব্যাক ব্যাবহারের ইচ্ছা থাকলে আপনি এই অধিকারের জন্য উপযুক্ত নন।TANBIRUZZAMAN (💬) ১৩:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Tanbiruzzaman, এ ধরনের কাজে রোলব্যাক ব্যাবহারের ইচ্ছা আমার নেই। আমি আপনার আলাপ পাতায় তখনই দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছি ও কারণ ব্যাখ্যা করেছি। ইমামঅনিক (আলাপ) ১৪:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
দুঃখিত, আলাপ পাতার বার্তাটি খেয়াল করিনি। শুভকামনা, –TANBIRUZZAMAN (💬) ১৪:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে শুধুমাত্র ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করার জন্য এই অধিকার ব্যবহার করবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৪০, ৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]