ইসমাঈল মোহাম্মদ
ফুটবলার
ইসমাঈল মোহাম্মদ ( আরবি: إسماعيل محمد : إسماعيل محمد ; জন্ম ৫ এপ্রিল ১৯৯০) একজন কাতারের পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে কাতার স্টারস লীগ ও কাতার জাতীয় ফুটবল দল এবং আল দুহাইল ক্লাবের মিডফিল্ডার হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইসমাইল মোহাম্মদ | ||
জন্ম | ৫ এপ্রিল ১৯৯০ | ||
জন্ম স্থান | দোহা, কাতার | ||
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | মিডফিল্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল দুহাইল | ||
জার্সি নম্বর | ৮ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১১ | আল জাইশ | ||
২০১১– | আল-দুহাইল | ১৯২ | (৩৩) |
জাতীয় দল | |||
২০১৩– | কাতার জাতীয় ফুটবল দল | ৭০ | (৪) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনাআন্তর্জাতিক গোল
সম্পাদনা- স্কোর এবং ফলাফলের তালিকায় কাতারের গোল সংখ্যা প্রথমে এবং বোল্ডকৃত হলো ইসমাঈলের গোলসংখ্যা। [২]
গোল | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২৭ ডিসেম্বর ২০১৪ | আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম, দোহা, কাতার | এস্তোনিয়া | ৩ –০ | ৩-০ | বন্ধুত্বপূর্ণ |
২. | ২৮ আগস্ট ২০১৫ | জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা, কাতার | সিঙ্গাপুর | ৪ –০ | ৪-০ | বন্ধুত্বপূর্ণ |
৩. | ৩ সেপ্টেম্বর ২০১৫ | জসিম বিন হামাদ স্টেডিয়াম, দোহা, কাতার | ভুটান | ১৪ –০ | ১৫-০ | ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব |
৪. | ২১ মার্চ ২০১৮ | বসরা স্পোর্টস সিটি, বসরা, ইরাক | ইরাক | ৩ –১ | ৩-২ | ২০১৮ আন্তর্জাতিক বন্ধুত্ব চ্যাম্পিয়নশিপ |
সম্মাননা
সম্পাদনাক্লাব
সম্পাদনা- আল-দুহাইল
- কাতার স্টারস লিগ : ২০১১–১২, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৬–১৭, ২০১৭–১৮, ২০১৯–২০
- কাতার কাপ : ২০১৩, ২০১৫, ২০১৮
- শেখ জসিম কাপ : ২০১৫, ২০১৬
- কাতার কাপের আমির : ২০১৬, ২০১৮, ২০১৯, ২০২২
আন্তর্জাতিক
সম্পাদনা- কাতার
- WAFF চ্যাম্পিয়নশিপ : ২০১৪
- উপসাগরীয় কাপ অফ নেশনস : ২০১৪
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ismaeel Mohammad"। Al-Duhail SC। ১৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২।
- ↑ "Mohammed, Ismaeel"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৭।