আল জাইশ স্পোর্টস ক্লাব

ফুটবলে দল

আল জাইশ স্পোর্টস ক্লাব (আরবি: نادي الجيش الرياضي‎, ইংরেজি: El Jaish SC; সাধারণত আল জাইশ এসসি অথবা শুধুমাত্র আল জাইশ নামে পরিচিত) দোহা ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব ছিল। এই ক্লাবটি ২০০৭ সালের জুলাই মাসে আল জাইশ স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করতো।[] ১০ বছর যাবত কার্যক্রম পরিচালনার করার পর এই ক্লাবটি ২০১৭ সালের জুলাই মাসে বিলুপ্ত হয়েছে।

আল জাইশ
পূর্ণ নামআল জাইশ স্পোর্টস ক্লাব
প্রতিষ্ঠিতজুলাই ২০০৭ (2007-07)
বিলুপ্তিজুলাই ২০১৭ (2017-07)
মাঠআব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম
ধারণক্ষমতা১২,০০০[]
লিগকাতারি দ্বিতীয় বিভাগ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, আল জাইশ সর্বমোট ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কাতারি স্টার্স কাপ এবং ১টি কাতারি দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে। মুহাম্মদ মিসনানি, মাকিদ মুহাম্মদ, সর্দার রাশিদভ, ওয়াগনের এবং রোমারিনিয়োর মতো খেলোয়াড়গণ আল জাইশের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archived copy"। জানুয়ারি ২৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৪, ২০১৪ 
  2. "আল জাইশের স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা