ইয়াসপার সিলেসেন

ওলন্দাজ ফুটবলার

ইয়াসপার সিলেসেন (জন্মঃ ২২ মার্চ ১৯৮৯) লা লীগার দল ভালেনসিয়ানেদারল্যান্ডস জাতীয় দল এর হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ইয়াসপার সিলেসেন
২০১৫ সালের মার্চে আয়াক্স এ থাকাকালীন সিলেসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়াসপার সিলেসেন
জন্ম (1989-04-22) ২২ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান নেইমিয়েহেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১৩
যুব পর্যায়
১৯৯৬-২০০১ দে ত্রেফার্স
২০০১-১০ এনইসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০-১১ এনইসি ৩৪ (০)
২০১১-১৬ আয়াক্স ১০১ (০)
২০১৩-১৪ ইয়নি আয়াক্স (০)
২০১৬–২০১৯ বার্সেলোনা (০)
২০১৯– ভালেনসিয়া (০)
জাতীয় দল
২০১৩– নেদারল্যান্ডস ৫০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৪ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

তার ফুটবলের হাতেখড়ি হয় নেদারল্যান্ডের ক্লাব প্রথমে দে ত্রেফার্স ও পরে এনইসি এর একাডেমীতে। তার পেশাদার জীবন শুরু হয় এনইসি এর হয়ে ২০১০ সালে। ২০১১ সালে তিনি নেদারল্যান্ডের আয়াক্স ক্লাবে যোগ দেন। ২০১৬ সালের অগাস্টে তিনি ১ কোটি ৩০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন। তিন মৌসুম বার্সেলোনায় দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে কাটানোর পর ২০১৯ সালে সিলেসেন ৩ কোটি ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে আরেক স্পেনীয় ক্লাব ভালেনসিয়াইয় যোগদান করেন।

২০১১ সালে তিনি নেদারল্যান্ডস জাতীয় দল এ ডাক পান। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বিপক্ষে তার জাতীয় দলে অভিষেক হয়।

ক্যারিয়ার পরিসংখ্যান

সম্পাদনা
২৫ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[][]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
এনইসি ২০১০-১১ ৩১ ৩২
২০১১-১২
মোট ৩৪ ৩৫
আয়াক্স ২০১১-১২
২০১২-১৩ ১১
২০১৩-১৪ ২৫ ৩৩
২০১৪-১৫ ৩২ ১০ ৪২
২০১৫-১৬ ৩৩ ১০ ৪৪
২০১৬-১৭
মোট ১০১ ১০ ৩১ ১৪১
ইয়নি আয়াক্স ২০১৩-১৪
২০১৪-১৫
মোট
বার্সেলোনা ২০১৬-১৭ ১০
২০১৭-১৮ ১১
২০১৮-১৯ ১১
মোট ২৪ ৩২
সর্বমোট ১৪৪ ৩৫ ৩৫ ২১৪

আন্তর্জাতিক

সম্পাদনা
৯ জুন ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[][][]
জাতীয় দল সাল উপস্থিতি গোল
নেদারল্যান্ড
২০১৩
২০১৪ ১৬
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
মোট ৫০
আয়াক্স
  • এরেদিভিসিয়ে (৩): ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪
  • ইয়োহান ক্রুইফ শিল্ড (১): ২০১৩
বার্সেলোনা

আন্তর্জাতিক

সম্পাদনা
নেদারল্যান্ডস

ব্যক্তিগত

সম্পাদনা
  • গেল্ডারল্যান্ট বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১১
  • জিলেট বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১৪
  • আয়াক্স বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১৫, ২০১৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Netherlands – J. Cillessen – Profile with news, career statistics and history – Soccerway"soccerway.com 
  2. "Jasper Cillessen"espnfc.com 
  3. "Jasper Cillessen Voetbal International profile"। Voetbal International। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Speler: Jasper Cillessen"onsoranje.nl 
  5. "Jasper Cillessen"। European Football। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬