ইবনে সা'দ
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সা'দ ইবনে মানিল বাসরী আল-হাশিমি কিতাবুল ওয়াকিদী [৩] বা শুধু ইবনে সা'দ ( আরবি: ابن سعد) উপনাম কাতিব আল-ওয়াকিদি ছিলেন একজন ইসলামী পণ্ডিত এবং আরব জীবনী লেখক। ইবনে সা'দ ৭৮৪ খ্রিস্টাব্দে (১৬৮ হিজরী) জন্মগ্রহণ করেন [৪] এবং ৮৪৫ খ্রিস্টাব্দে (২৩০ হিজরী) তিনি মারা যান। ইবনে সা'দ বসরাতে জন্মগ্রহণ করেন, কিন্তু জীবনের বেশিরভাগ সময়েই তিনি বাগদাদে বসবাস করতেন।তাই তাকে যথাক্রমে নিসবা আল-বসরী ও আল-বাগদাদী উভয়ই বলা হয়। কথিত আছে যে তিনি ৬২ বছর বয়সে বাগদাদে মারা যান এবং তাকে সিরিয়ার গেটের কবরস্থানে দাফন করা হয়েছিল।
মুহাম্মদ ইবনে সা'দ ইবনে মানিল হাশিমি | |
---|---|
উপাধি | কিতাবাল ওয়াকিদি |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ৭৮৪ খ্রীস্টাব্দ (১৬৮ হিজরী) |
মৃত্যু | ১৬ ফেব্রুয়ারি ৮৪৫ (৬১ বছর) (২৩০ হিজরী)[১][২] |
ধর্ম | ইসলাম |
উল্লেখযোগ্য কাজ | 'كتاب طبقات الكبرى', কিতাবু তাবাকাতুল কুবরা |
কিতাবুল তাবাকাত আল-কাবীর
সম্পাদনাআরবী ভাষায় কিতাবুল তাবাকাত আল-কাবীরে (অনুবাদ: প্রধান শ্রেণীর বই) বইটি হল বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বদের জীবনী সংক্রান্ত তথ্যের সংমিশ্রণ। এই আট-খণ্ডের রচনায় মুহাম্মদ (সা), তাঁর সাহাবা, আনসার, যারা বদরের যুদ্ধে যুদ্ধ করেছিল এবং পরবর্তী প্রজন্মের তাবেয়ীদের জীবনী অন্তর্ভুক্ত রয়েছে। ইবনে সা'দ এর এই রচনায় পরবর্তী লেখকরা আরো সংযুক্ত করেছে। তাকে আব্বাসীয় পরিবারের আল-হুসেন ইবনে আবদুল্লাহর উকিল হিসাবে বর্ণনা করা হয়।
সূচিপত্র
সম্পাদনা- ১ এবং ২ নং খণ্ডে মুহাম্মদ (সা) এর জীবনী (সীরাত) রয়েছে।
- ৩ এবং ৪ নং খণ্ডে মুহাম্মদ (সা) এর সাহাবীদের জীবনী রয়েছে।
- ৫, ৬ এবং ৭ খণ্ডে বইতে পরবর্তীকালের ইসলামী পণ্ডিতদের জীবনী রয়েছে।
- ৮ নং খণ্ডে মুসলিম মহিলাদের জীবনী রয়েছে।
প্রকাশনা
সম্পাদনাইংরেজি
সম্পাদনা- এস. মইনুল হক (অনুবাদক), ইবনে সা'দ এর কিতাবুল তাবাকাত আল-কাবীর
- খণ্ড ১, পার্ট ১ ও ২ (করাচী: পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটি, ১৯৬৭ [= Pakistan Historical Society Publication, no. 46]) online link
- এস. মইনুল হক (অনুবাদক), ইবনে সা'দ এর কিতাবুল তাবাকাত আল-কাবীর: খণ্ড ২, পার্ট ১ ও ২ (করাচী: পাকিস্তান হিস্টোরিক্যাল সোসাইটি, ১৯৭২[= Pakistan Historical Society Publication, no. 59]) online link
- এস. মইনুল হক (অনুবাদক), "ইবনে সা'দ এর কিতাবুল তাবাকাত আল-কাবীর: খণ্ড ১ (কিতাব ভবন, নয়াদিল্লি, ১৯৮১)online link
- এস. মইনুল হক (অনুবাদক), "ইবনে সা'দ এর কিতাবুল তাবাকাত আল-কাবীর: খণ্ড ২ (কিতাব ভবন, নয়াদিল্লি, ১৯৮১)online link
- ৩য়, ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম খণ্ড আয়েশা বিউলি কর্তৃক অনূদিত এবং দ্যা কমপ্যানিয়ন্স অব বদর, দ্যা ম্যান অব মদিনা- ।।, দ্যা স্কলারস অব কুফা, দ্যা ম্যান অব মদিনা-।, এবং দ্যা ওমেন অব মদিনা শিরোনামে প্রকাশিত। online link