ইনকা সাম্রাজ্যের ধর্মবিশ্বাস

(ইনকাদের আধ্যাত্মিক বিশ্বাসসমূহ থেকে পুনর্নির্দেশিত)

ইনকা সাম্রাজ্যে পালিত ধর্মীয় বিশ্বাসের প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনে এ সকল বিশ্বাসসমূহের লক্ষ্য করা যেত। ধারণা করা হয়, ইনকাদের এসকল আধ্যাত্মিক বিশ্বাসের উৎস ছিল বিভিন্ন প্রাচীন আন্দীয় সভ্যতাসমূহে পালিত ধার্মিক রীতি নীতিসমূহ। বিভিন্ন প্রাকৃতিক ঘটনার আধ্যাত্মিক ব্যাখ্যা ও দৈনন্দিন জীবনে পালিত আচার- সংস্কৃতি ছিল ইনকাদের আধ্যাত্মিক বিশ্বাসের ভিত্তি। ইনকাদের বিশ্বাসের সঙ্গে প্রাচীন মিশরীয়দের ধর্মের মিল লক্ষ্যনীয়।

পাশ্চাত্যের অভিযাত্রীরা ইনকাদের এই বিশ্বাসগুলোকেই ইনকা সমাজের 'ধর্ম' বলে আখ্যায়িত করে ছিল। ইনকাদের এই বিশ্বাসগুলি ছিল মূলত প্রকৃৃতিবাদ এবং বহু-ঈশ্বরবাদস্পেনীয় আক্রমণের পরে ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম এর প্রভাবে ইনকা বিশ্বাস বিলুপ্ত হয়ে যায়। তবে এখনো আন্দিজ অঞ্চলের আদিবাসীদের সংস্কৃতির মধ্যে এধরনের বিশ্বাস আংশিক বেঁচে আছে।

দেব-দেবীসমূহ

সম্পাদনা

স্বর্গ ও নরকসমূহ

সম্পাদনা

ইনকারা তিনটি জগতের প্রতি বিশ্বাস করতো। ইনকারা মনে করতো তাদের দেব-দেবী, সাপা (সম্রাট) ও সকল জীব এই তিনটি জগতের কোনো না কোনোটিতে থাকতো। কেচুয়া ভাষায় এই জগৎগুলোকে বলা হতো "পাচা" (Pacha)।

তিনটি জগৎ হলো-

আরো দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা