সাপা ইনকা
ইনকা সাম্রাজ্যের সম্রাট
সাপা ইনকা (স্পেনীয়: Sapa Inca; কেচুয়া: Sapan Inka), এছাড়াও আপু (কেচুয়া: Apu) অথবা, ইনকা খাপাক (কেচুয়া: Inka Qhapaq) অথবা, শুধু সাপা (স্পেনীয়: Sapa; কেচুয়া: Sapan) নামেও পরিচিত, ছিলো কোস্কো রাজ্যের রাজা এবং পরবর্তীকালে ইনকা সাম্রাজ্য ও নিও-ইনকা রাজ্যের সম্রাটদের আনুষ্ঠানিক উপাধি। ধারণা করা হয়, "সাপা" শব্দটির প্রথম ব্যবহার করা হয়েছিল ১২ শতকের কাছাকাছি কোনো এক সময়। ইনকা জাতির মানুষ সাপাদেরকে তাদের সূর্যদেবতা "ইন্তি" এর প্রতিনিধি বলে মনে করতো ও সাপাদের পূজা করতো। সাপা ইনকাদের স্ত্রী অর্থাৎ ইনকা রানী বা সম্রাজ্ঞীরা "কয়া" (স্পেনীয়: Coya) নামে পরিচিত ছিলো।[১] ইনকা সমাজে সাপা ইনকাদের স্থান শীর্ষে ছিলো। সাপা ইনকারা রাজনৈতিক ও আধ্যাত্মিক ভাবেও একটি প্রভাবশালী ভূমিকা পালন করতো।[১]
কোস্কো রাজ্য ইনকা সাম্রাজ্য নিও-ইনকা রাজ্যসমূহের সাপা | |
---|---|
প্রাক্তন রাজতন্ত্র | |
সাম্রাজ্যিক | |
প্রথম রাজশাসক | মানকো কাপাক/পাচাকুতি |
শেষ রাজশাসক | আতাহুয়াল্পা/'প্রথম' তুপাক আমারু |
সম্বোধন | "সাপা ইনকা" "আপু" |
দাপ্তরিক আবাস | মাচু পিচু কোস্কো |
রাজতন্ত্রের সূচনা | ১২০০/১৪৩৮ |
রাজতন্ত্রের সমাপ্তি | ১৫৩৩/১৫৭২ |
সাপা ইনকাদের তালিকা
সম্পাদনাছবি | সাপাদের নাম (বাংলা) | সাপাদের নাম (স্পেনীয়) | জন্ম পরিচয় | সময়কাল | নোট |
---|---|---|---|---|---|
মানকো কাপাক | Manco Capac | - | ১২০০-১২৩০ | ইনকাদের সূর্যদেবতা "ইন্তি"র (Inti) পুত্র হিসাবে বিবেচিত; প্রথম রাজবংশের প্রথম সাপা ইনকা | |
সিঞ্চি রোকা | Sinchi Roca | মানকো কাপাকের ছেলে | ১২৩০-১২৬০ | ||
ল্লোকি ইউপানকি | Lloque Yupanqui | সিঞ্চি রোকার ছেলে | ১২৬০-১২৯০ | ||
মাইতা কাপাক | Mayta Capac | ল্লোকি ইউপানকির ছেলে | ১২৯০-১৩২০ | ||
কাপাক ইউপানকি | Capac Yupanqui | মাইতা কাপাকের ছেলে | ১৩২০-১৩৫০/৫১ | প্রথম রাজবংশের শেষ সাপা ইনকা | |
ইনকা রোকা | Inca Roca | কাপাক ইউপানকির ছেলে | ১৩৫০/৫১-১৩৮০ | দ্বিতীয় রাজবংশের প্রথম সাপা ইনকা | |
ইয়াহুয়ার হুয়াকাক | Yahuar Huacac | ইনকা রোকার ছেলে | ১৩৮০-১৪১০ | ||
ভিরাকোচা | Viracocha | ইয়াহুয়ার হুয়াকাকের ছেলে | ১৪১০-১৪৩৮ | ||
পাচাকুতি | Pachacuti | ভিরাকোচার ছেলে | ১৪৩৮-১৪৭১ | ইনকা সাম্রাজ্যের প্রথম সম্রাট | |
তুপাক ইনকা ইউপানকি | Tupac Inca Yupanqui | পাচাকুতির ছেলে | ১৪৭১-১৪৯৩ | ||
হুয়াইনা কাপাক | Huayna Capac | তুপাক ইনকা ইউপানকির ছেলে | ১৪৯৫-১৫২৭ | ||
হুয়াস্কার | Huascar | হুয়াইনা কাপাকের ছেলে, আতাহুয়াল্পার ভাই | ১৫২৭-১৫৩২ | ১৫৩৩ সালে আতাহুয়াল্পার হাতে প্রাণ হারান | |
আতাহুয়াল্পা | Atahualpa | হুয়াইনা কাপাকের ছেলে, হুয়াস্কারের ভাই | ১৫৩২-১৫৩৩ | ২৬ জুলাই, ১৫৩৩ সালে স্পেনীয়দের হাতে প্রাণ হারান, ইনকা সাম্রাজ্যের শেষ সাপা ইনকা | |
তুপাক হুয়াল্লপা | Tupac Huallpa | হুয়াইনা কাপাকের ছেলে | ১৫৩৩ | স্পেনীয়রা নিয়োগ দিয়েছিল | |
মানকো ইনকা ইউপানকি | Manco Inca Yupanqui | হুয়াইনা কাপাকের ছেলে | ১৫৩৩-১৫৪৪ | স্পেনীয়রা নিয়োগ দিয়েছিল; স্প্যানিশ শাসনের বিরুদ্ধে ১৫৩৬ বিদ্রোহ করেন; বিদ্রোহ ব্যর্থ হয় এবং কোস্কো ছেড়ে পালিয়ে যান; নিও-ইনকা রাজ্য প্রতিষ্ঠা করেন; নিও-ইনকা রাজ্যের প্রথম সাপা ইনকা | |
পাউল্লু ইনকা | Paullu Inca | হুয়াইনা কাপাকের ছেলে | ১৫৩৬-১৫৪৯ | স্পেনীয়রা নিয়োগ দিয়েছিল; স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন; বিদ্রোহ ব্যর্থ হয় এবং স্পেনীয়দের হাতে নিহত হন; তার মৃত্যুর পরে কোস্কোর ইনকা রাজ্যের সমাপ্তি ঘটে | |
সাইরি তুপাক প্রিন্স অফ ইউকাই | Sayri Tupac Prince of Yucay | মানকো ইনকা ইউপানকির ছেলে | ১৫৪৪-১৫৬০ | ||
"ডন" দিয়েগো দি কাস্ত্রো টিটু কুসি ইউপানকি | "Don" Diego de Castro Titu Cusi Yupanqui | মানকো ইনকা ইউপানকির ছেলে | ১৫৬০-১৫৭১ | ||
'প্রথম' তুপাক আমারু | Tupac Amaru I | মানকো ইনকা ইউপানকির ছেলে | ১৫৭১-১৫৭২ | ২৪ সেপ্টেম্বর, ১৫৭২ সালে স্পেনীয়দের হাতে নিহত হন; সর্বশেষ সাপা ইনকা |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Ancient History Encyclopedia (ইংরেজি ভাষায়) https://www.ancient.eu/Inca_Government/। অজানা প্যারামিটার
|tittle=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য);|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)