ইটা দুর্গ হল উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান।

ইটা দুর্গ
ইটা দুর্গ, দক্ষিণ দিকের প্রবেশদ্বার
অবস্থানইটানগর, অরুণাচল প্রদেশ, ভারত
নির্মিত১৪-১৫ শতক
ইটা দুর্গ ভারত-এ অবস্থিত
ইটা দুর্গ
ভারতে ইটা দুর্গের অবস্থান

নামকরণ

সম্পাদনা

"ইটা দুর্গ"র অর্থ হল ইট নির্মিত দুর্গ (আহোম ভাষার থেকে এসেছে)। ইটানগরে অবস্থিত এই দুর্গটি ইট দ্বারা নির্মিত। সেজন্য একে "ইটা দুর্গ" বলে ডাকা হয়।

নির্মাণ

সম্পাদনা

এই দুর্গটি ১৪শ অথবা ১৫শ শতকের শুরুতেই নির্মাণ করা হয়েছিল।[] একটির ওপরে অন্য একটি ইট চাপিয়ে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। ১৬,২০০ ঘন মিটারের এই বিশাল দুর্গটিকে কিছু বিদ্বান লোক "জিতারী বংশ"এর রামচন্দ্রের মায়াপুর বলে চিহ্নিত করেছেন।[] এই দুর্গটিতে তিনটা দিক - পশ্চিম দিক, পূর্ব দিক ও দক্ষিণ দিকে তিনটি দুয়ার আছে।

পুরাতাত্ত্বিক বিভাগ এর থেকে কিছু সামগ্রী সংগ্রহ করে জওহরলাল নেহরু রাজ্যিক সংগ্রহালয়এ রেখেছে।[].

চিত্রাবলী

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tourism in Arunachal Pradesh"। Arunachalpradesh.nic.in। ২০১২-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  2. "Arunachal Tourism"। Arunachal Tourism। ১৯১১-১২-০৪। ২০১২-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৩-২৭ 
  3. T. Raatan (২০০৬)। History, religion and culture of north east India। Gyan Books। পৃষ্ঠা 29। আইএসবিএন 8182051789