ইটানগর ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানী। শহরটি পাপুম পারে জেলায় অবস্থিত।

ইটানগর
রাজধানী
From top, left to right: Donyi Polo Airport, Ganga/Gyakar Sinyi lake, Lake at Itanagar, Ita Fort southern gate, Shatabdi Express from Itanagar to Guwahati, Arunachal A/C Superfast, Jawaharlal Nehru Museum, Itanagar, Rajiv Gandhi University, Rajiv Gandhi Government Polytechnic, Bunny's fantasy world
ইটানগর অরুণাচল প্রদেশ-এ অবস্থিত
ইটানগর
ইটানগর
অরুণাচল প্রদেশ-এ অবস্থান
স্থানাঙ্ক: ২৭°০৬′০০″ উত্তর ৯৩°৩৭′১২″ পূর্ব / ২৭.১০০০০° উত্তর ৯৩.৬২০০০° পূর্ব / 27.10000; 93.62000
দেশ ভারত
রাজ্যঅরুণাচল প্রদেশ
জেলাপাপুম পারে
উচ্চতা৩২০ মিটার (১,০৫০ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট৫৯,৪৯০
ভাষা
 • অফিসিয়ালইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
ইটানগর সহ অরুণাচল প্রদেশের জেলা মানচিত্র

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৭°০৬′ উত্তর ৯৩°৩৭′ পূর্ব / ২৭.১° উত্তর ৯৩.৬২° পূর্ব / 27.1; 93.62[] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৪৪০ মিটার (১৪৪৩ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ইটানগর শহরের জনসংখ্যা হল ৩৪,৯৭০ জন।[] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।

এখানে সাক্ষরতার হার ৬৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৫% এবং নারীদের মধ্যে এই হার ৬১%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ইটানগর এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৫% হল ৬ বছর বা তার কম বয়সী।

সংস্কৃতি

সম্পাদনা

ইটানগরে বেশ কয়েকটি উপজাতি যেমন নিশি, আদি, অপাতানী, তাগিন, গালো, নিয়িশিসের বাসিন্দা এই শহরটির আদিবাসী।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • ইটা দুর্গ, অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। নামের আক্ষরিক অর্থ "ইটের দুর্গ" (অসমীয় ভাষায় ইটকে "ইটা" বলা হয়)। ইটা দুর্গটি ১৪ তম বা ১৫ শতকের প্রথমদিকে নির্মিত হয়েছিল। দুর্গটির আকার সবদিকে সমান নয়, এটি মূলত ১৪-১৫ শতকের ইট দিয়ে নির্মিত হয়েছিল। মোট ১৬,২০০ ঘনমিটার দৈর্ঘ্যের ইট দিয়ে এটি নির্মাণ করা হয়, পণ্ডিতরা যা চুতিয়া রাজ্য থেকে আনা হয়েছে বলে চিহ্নিত করেছেন। দুর্গের তিনটি পৃথক দিকে তিনটি পৃথক প্রবেশ পথ রয়েছে, সেগুলি পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ দিকে অবস্থিত।
  • জওহরলাল নেহেরু যাদুঘর, ইটানগর রাজ্যের সমৃদ্ধ উপজাতি সংস্কৃতি প্রদর্শনের জন্যও পরিচিত।
  • গেকার সিনাই (গঙ্গা হ্রদ), হল একটি প্রাকৃতিক প্রাকৃতিক হ্রদ, নিশী উপভাষায় যার আক্ষরিক অর্থ সীমাবদ্ধ হ্রদ। এটির চারদিকে শক্ত শৈলভূমি দ্বারা বেষ্টিত। এর চারদিকে প্রাইমাল গাছপালা, লম্বা গাছ এবং ফার্ন গাছ রয়েছে। পিকনিক স্পট এবং বিনোদন কেন্দ্র হিসাবে এর জনপ্রিয়তায় রয়েছে। এখানে নৌকো সুবিধা এবং একটি সুইমিং পুল রয়েছে।

যোগাযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Itanagar"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০০৬ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০০৬