ইজমির মেট্রো (তুর্কি ভাষায়: İzmir Metrosu) তুরস্কের ইজমির শহরকে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। ২০১৪ সালে ১৯.৮ কিলোমিটার (১২.৩ মাইল) দীর্ঘ ছিল এবং ১৭টি স্টেশন ছিল।[] বর্তমানে এটিতে একটি মাত্র লাইন আছে যার দৈর্ঘ্য ১১.৬ কিলোমিটার। শহরের দক্ষিণে হাতায় থেকে শুরু হয়ে উত্তর-পূর্বে বর্নোভা পর্যন্ত এটি বিস্তৃত। এতে স্টেশনের সংখ্যা ১০।

ইজমির মেট্রো
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থানইজমির
পরিবহনের ধরনদ্রুত পরিবহন
লাইনের (চক্রপথের)
সংখ্যা
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
১০
চলাচল
চালুর তারিখ২০০০
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১১.৬ কিমি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tarihçe"izmirmetro.com.tr। ১৫ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৮